l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• ইভটিজিংয়ের প্রতিবাদ করায় খুন ব্যবসায়ী
• আপ বনগাঁ লোকাল লাইনচ্যুত
বিস্তারিত...
ডঙ্কা বাজিয়ে শ্রীলঙ্কায় শুরু হল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১২। ক্রিকেটের সেই মহাযুদ্ধের সব কিছুই জানা যাবে আনন্দবাজার পত্রিকার এই সংস্করণে।
লাইভ স্কোরবোর্ডও
। ক্রিকেট জ্বরে কেঁপে উঠতে তাই মাত্র একটা ক্লিক-ই যথেষ্ট...
আজকের ‘‘
সুপার এইট’’-এর
খেলা...
ইংল্যান্ড
বনাম
নিউজিল্যান্ড
দুপুর ৩.৩০
বিস্তারিত স্কোর
শ্রীলঙ্কা
বনাম
ওয়েস্ট ইন্ডিজ
রাত ৭.৩০
বিস্তারিত স্কোর
বিষমদে ক্ষতিপূরণ নগদে বা চেকে নয়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বিষাক্ত চোলাই খেয়ে মৃতদের পরিবার ক্ষতিপূরণের টাকা হাতে হাতে পাবে না। ওই টাকা নগদে বা চেকে দেওয়া যাবে না বলে কলকাতা হাইকোর্ট শুক্রবার জানিয়ে দিয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতি জে এন পটেল ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, ওই টাকা মৃতদেরর নিকটাত্মীয়ের নামে ডাকঘরে মাসিক সুদ প্রকল্পে জমা রাখতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবার মাসে মাসে শুধু সুদের টাকা তুলতে পারবে। ২০১১ সালে বিষমদ খেয়ে ১৭২ জনের মৃত্যুর পরে রাজ্য সরকার ঘোষণা করেছিল, মৃতদের মাথাপিছু তাঁদের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে অবিলম্বে ক্ষতিপূরণের টাকা কাজে লাগাতে পারে, সেই জন্য এ দিন অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট এ দিন জানিয়ে দিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ডাকঘরে জমা থাকা দু’লক্ষ টাকার পুরোটা কোনও দিনই তুলতে পারবে না। তবে মেয়ের বিয়ে বা অন্য কোনও বিশেষ প্রয়োজন দেখা দিলে তারা জমা টাকার কিছুটা তোলার জন্য জেলাশাসকের কাছে আবেদন জনাতে পারবে। জেলাশাসক অনুমতি দিলে তারা জমা টাকার কিছু অংশ তুলতে পারবে। তবে ডাকঘরে টাকা জমা পড়ার এক বছরের মধ্যে এই ধরনের আবেদন করা যাবে না। ২০১১ সালের ডিসেম্বরে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের সংগ্রামপুর, উস্তি, মন্দিরবাজার থানা এলাকায় বিষমদ খেয়ে ৩০০ জন অসুস্থ হয়ে পড়েন।
বিস্তারিত...
সুন্দরবনের দুর্গম এলাকায় বৈদ্যুতিন নজরদারি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
মানুষের পক্ষে যা অসম্ভব, তা-ই সম্ভব করবে প্রযুক্তি। বাঘের ডেরা সুন্দরবন হয়ে পশ্চিমবঙ্গে জঙ্গিদের অনুপ্রবেশ ঠেকাতে এ বার চালু হচ্ছে বৈদ্যুতিন নজরদারি। সুন্দরবনের ন’টি অগম্য এলাকায় এই নজরদারি চালাবে রাজ্যের উপকূল পুলিশ বাহিনী। স্যাটেলাইটের মাধ্যমে আধুনিক প্রযুক্তির উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরা প্রতি মুহূর্তের চলমান ছবি পাঠাবে পুলিশকে। যার মাধ্যমে জেনে নেওয়া সম্ভব হবে ওই সব এলাকায় মাছ ধরার ট্রলার ও অন্য নৌকার গতিবিধি ও কার্যকলাপ। সম্প্রতি জলপথে নজরদারির জন্য ১৮টি দ্রুতগতি সম্পন্ন আধুনিক যন্ত্রচালিত নৌকা এসেছে রাজ্য উপকূল পুলিশের হাতে। কিন্তু সেগুলি চালানোর মতো দক্ষতা উপকূল পুলিশের কারও নেই। সে জন্য উপকূল পুলিশ নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর মোট ৫০ জন অবসরপ্রাপ্ত জওয়ানকে নিয়োগ করবে। তাঁদের জন্য বেতনের সঙ্গে দেওয়া হচ্ছে ঝুঁকি-ভাতাও, যা মূল বেতনের ৩০ শতাংশ। সুন্দরবনের এই সব এলাকাগুলি দুর্গম হওয়ার কারণে সেখানে পুলিশের পক্ষে ঘাঁটি গেড়ে বসে থাকা সম্ভব নয়। কিন্তু এই সুযোগে ঢুকে পড়তে পারে জঙ্গিরা। তাই এই সব অগম্য এলাকায় প্রযুক্তির সাহায্যে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের উপকূল পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল রাজ কানোজিয়া।
বিস্তারিত...
চিনে ফেলায় খুন কারখানার কর্মীকে
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া
লুঠপাট চালানোর সময় প্রতিবেশী যুবককে চিনে ফেলাতেই সম্ভবত হিন্দমোটরের কাঁসারিপুকুরের বাসন-কারখানার কর্মী পরাগ দত্তকে খুন হতে হয়। ঘটনায় জড়িত অভিযোগে ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করার পরে এমনই দাবি তদন্তকারী পুলিশ অফিসারদের। পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে গেটের তালা ভেঙে কারখানায় ঢোকে ওই দুষ্কৃতীরা। বৃদ্ধ পরাগবাবুকে খুন করে বেশ কিছু পিতলের কলসি লুঠ করে তারা। তদন্তে নেমে প্রথমে ওই চোরাই কলসি কেনাবেচায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেন উত্তরপাড়া থানার আইসি প্রিয়ব্রত বক্সি। তার পরেই ওই ৪ দুষ্কৃতী পুলিশের জালে ধরা পড়ে। তাদের কাছ থেকে দু’টি গাড়িও উদ্ধার হয়েছে। তদন্তকারীদের দাবি, ঘটনার মূল পাণ্ডা রবি দাস। কুখ্যাত এই দুষ্কৃতী ওই কারখানার কাছেই ভাড়া থাকে। কারখানাটিতে রাতে নিরাপত্তারক্ষী না থাকলেও পরাগবাবু সেখানে ঘুমোতেন। তাঁকে ‘সামলাতে’ বিশেষ বেগ পেতে হবে না মনে করেই দলবল নিয়ে সেখানে হানা দেয় রবি। এলাকার ভাড়া থাকায় কোন দিক দিয়ে পালানো সুবিধাজনক হবে, তা-ও সে জানত। এসডিপিও (শ্রীরামপুর) রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, “ধৃত দুষ্কৃতীরা লুঠ এবং খুনের কথা স্বীকার করেছে। লুঠ হওয়া সামগ্রী পুলিশ উদ্ধার করেছে।” কাঁসারিপুকুরের ছোটখাট ওই কারখানায় পিতলের কলসি এবং অ্যালুমিনিয়ামের বালতি তৈরি হয়।
বিস্তারিত...
মাওবাদী যোগ, দেশদ্রোহে যাবজ্জীবন ৭ জনের
নিজস্ব সংবাদদাতা • খাতড়া
মাওবাদী নাশকতায় জড়িত থাকা ও রাষ্ট্রদ্রোহের অপরাধে পুলিশি সন্ত্রাসবিরোধী জনগণের কমিটির এক নেতা-সহ ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড হল। শুক্রবার বাঁকুড়ার খাতড়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শ্যামলেন্দু ঘোষাল এই রায় দেন। এ দিনই মাওবাদী নেতা হিমাদ্রি সেনরায় ওরফে সোমেনকে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক রাখা এবং দেশদ্রোহের মামলায় বেকসুর খালাস দিল বারাসত আদালত। ২০০৮ সালের ২৩ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার হৃদয়পুর স্টেশন থেকে সোমেনকে ধরে সিআইডি। তবে, অন্য একাধিক মামলা চলায় এখনই জেল থেকে মুক্তি পাবেন না এই মাওবাদী নেতা। খাতড়া আদালতে এ দিন সাজাপ্রাপ্তরা হলেন: বাঁকুড়ার সারেঙ্গা থানার শীতলপুর গ্রামের বাসিন্দা তথা জনগণের কমিটির সারেঙ্গা ব্লকের নেতা আদিত্য রাউত, বেনাশোলি গ্রামের বিদ্যাসাগর তন্তুবায়, খয়েরপাহাড়ির রাজীব কিস্কু, নতুনডি গ্রামের গদাই মাহাতো, রাইপুর থানার শিরোমণিপুর গ্রামের বাসিন্দা সুদীপ্ত মণ্ডল, বেগুয়াশোল গ্রামের মনোহর হেমব্রম এবং বারিকুল থানার কেষ্টপুর গ্রামের বাসিন্দা বাবুরাম সোরেন।
বিস্তারিত...
হলদিয়া বন্দরের শান্তির উদ্যোগ হামলায় বানচাল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও হলদিয়া
এক দিকে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য বৈঠক, অন্য দিকে নতুন করে হামলা। নিটফল, হলদিয়া বন্দরের স্বাভাবিক অবস্থা ফেরার কোনও পথই দেখা যাচ্ছে না। শান্তির যেটুকু উদ্যোগ ও কাজ শুরুর যেটুকু চেষ্টা চলছিল, হামলায় তার সবই ভেস্তে যায়। হলদিয়া বন্দরের অচলাবস্থা কাটাতে শুক্রবার কলকাতায় বৈঠকে বসেছিল বন্দরের অছি পরিষদ। সমস্যার সমাধানে অছি পরিষদ রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক মহলের হস্তক্ষেপ চেয়েছে। ঠিক হয়েছে, বন্দর-কর্তৃপক্ষ রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি বৈঠক ডাকার অনুরোধ জানাবেন। সেখানেই শ্রমিক-অসন্তোষ এবং আইনশৃঙ্খলার অবনতি নিয়ে সব পক্ষ নিজেদের মধ্যে আলোচনা করবে। অছি পরিষদের আশা, ওই বৈঠকেই কোনও একটা সমাধানসূত্র বেরিয়ে আসবে। কিন্তু ওই বৈঠক হলদিয়ায় হলে সেখানে পণ্য খালাসকারী সংস্থা এবিজি উপস্থিত থাকবে কি না, তা নিয়ে সংশয় আছে। কলকাতা বন্দরের চেয়ারম্যান মণীশ জৈন বৃহস্পতিবারেই সব পক্ষকে নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন। কিন্তু এবিজি সেখানে যায়নি।
বিস্তারিত...
ধর্নায় বসলেন গৌতম দেব
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
ছয় জেলার জাতীয় সড়কের অধিকাংশ বেহাল হয়ে পড়লেও তা সারাতে গড়িমসির অভিযোগে জাতীয় সড়ক কর্তৃপক্ষের অফিসের সামনে ধর্নায় বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব। সোমবার শিলিগুড়ির কাছে ভক্তিনগরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রকল্প অধিকর্তার অফিসের সামনে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রায় ৪ ঘণ্টা ধর্নায় বসে থাকেন। প্রকল্প অধিকর্তা রাজকুমার চৌধুরী ধর্না মঞ্চে গিয়ে পুজোর আগেই রাস্তা সারানোর আশ্বাস দেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম দেব বলেন, “উত্তরবঙ্গে জাতীয় সড়কগুলি পুকুরের আকার নিয়েছে। দীর্ঘদিন ধরে ওই অবস্থা চলছে। নিত্যদিন দুর্ঘটনা হচ্ছে। যানজটে পড়ে সাধারণ নাজেহাল হয়ে পড়ছেন। হাইকোর্টের বিচারপতি রাস্তার ওই দশায় মামলা করেছেন। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।
বিস্তারিত...
বাজার ভস্মীভূত নিশিগঞ্জে
নিজস্ব সংবাদদাতা • নিশিগঞ্জ
পুজোর মুখে বিধ্বংসী অগ্নিকান্ডে কোচবিহারের নিশিগঞ্জ বাজারের ৩২টি দোকান পুড়ে ছাই হয়ে গেল। বৃহস্পতিবার গভীর রাতে মাথাভাঙা মহকুমার ওই বাজারে ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মাথাভাঙা ও কোচবিহার সদর থেকে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীরা অবশ্য অভিযোগ করেছেন, দমকল কর্মীরা খবর দেওয়ার ঘন্টাখানেক পরে নিশিগঞ্জে এসেছে। অথচ মাথাভাঙা মহকুমা সদর থেকে নিশিগঞ্জের দূরত্ব বড়জোর ১৫ কিমি। কোচবিহারের দূরত্ব প্রায় ২৭ কিমি। শুক্রবার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যাওয়া ব্লক প্রশাসনের কর্তাদের পাশাপাশি মাথাভাঙার বিধায়ক বিনয়কৃষ্ণ বর্মনের সামনে ক্ষোভ উগড়ে দেন ব্যবসায়ীরা। দমকল কর্তৃপক্ষ অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
মেয়র ‘ব্যর্থ’,
সুর চড়াল তৃণমূল
আন্দোলনে যাবে বামেরা
দক্ষিণবঙ্গ
গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ
বসিরহাটের দুই স্কুলে
বর্ধমান
মনোনয়ন জমা
নেওয়ায় ‘দ্বিচারিতা’
ব্যবসায়ী আটকে মুক্তিপণ
দাবি, গ্রেফতার অভিযুক্ত
পুরুলিয়া
মাথা ফাটল চিকিৎসকের, রাজনগরে অভিযুক্ত তৃণমূল
স্ত্রী খুনে স্বামী-সহ
তিনজনের যাবজ্জীবন
মুর্শিদাবাদ
ছাদে যাত্রী বা পণ্যে
‘না’ নদিয়ায়
মিল নিয়ে ক্ষোভ,
চাপে স্কুল বন্ধ
মেদিনীপুর
ঝাড়গ্রামে গুলিতে
খুন এজেন্ট
পড়ুয়াদের উপরে হামলা,
দাসপুরে অভিযুক্ত তৃণমূল
কলকাতা
৩৫.৯/২৭.০
আজকের দিনে
• ১৯৩২:
কৌতুক অভিনেতা
মেহমুদ
আলি
খান
ওরফে
মেহমুদের
জন্ম।
তাঁর
চার
দশকের
বেশি
সময়
ধরে
অভিনয়
জীবনে
তিনশোরও
বেশি
ছবিতে
কাজ
করেছেন।
হপ্তা শেষে...
শুক্রবার
শনিবার
রবিবার
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.