ইভটিজিংয়ের প্রতিবাদ করায় খুন ব্যবসায়ী |
দক্ষিণ দিনাজপুরের ডাঙারহাটে এক ব্যবসায়ীকে খুন করল দুষ্কৃতীরা। মৃতের নাম নিতাই সরকার। তিনি স্থানীয় ব্যবসায়ী। জানা গিয়েছে, কয়েক দিন আগে ৪-৫ জন যুবক এলাকার মেয়েদের উত্যক্ত করে। ওই দিন নিতাইবাবু-সহ স্থানীয় ব্যবসায়ীরা তাদের মারধর করে। এক ব্যবসায়ী জানিয়েছেন, ওই যুবকরা ব্যবসায়ীদের প্রাণে মারার হুমকি দেয়। পুলিশকে এই ঘটনার বিষয়ে জানানো সত্ত্বেও কোনও রকম ব্যবস্থা নেয়নি। আজ সকালে নিতাইবাবু যখন বাজারে আসছিলেন সেই সময় ওই যুবকরা তাঁর পথ আটকায়। শুরু হয় বচসা। আচমকাই তারা মারতে শুরু করে নিতাইবাবুকে। তিনি রাস্তায় পড়ে গেলে তাঁর মাথার উপর বাইক চালিয়ে দেয় তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পরই ব্যবসায়ীরা ওই যুবকদের মধ্যে একজনকে ধরে ফেলেন। বাকিরা পলাতক। দুষ্কৃতীদের ধরার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
|
লাইনচ্যুত হল আপ বনগাঁ লোকাল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সকাল ৬.৫৮ মিনিটে বনগাঁ স্টেশনে ঢোকার ঠিক আগেই লাইনচ্যুত হয় ট্রেনের শেষের দিকে একটি বগি। এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে আতঙ্কে ট্রেন থেকে লাফ মেরেছেন বলেও জানা গিয়েছে। তবে এই ঘটনায় কেউ আহত হননি। যাত্রীরা জানিয়েছেন, গতি কম থাকার জন্য বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। ২ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে এই ঘটনা ঘটায় আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিবর্তে ৩ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ডাউন ট্রেন চালানো হচ্ছে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে রেলের ইঞ্জিনিয়াররা পৌঁছেছেন। কী কারণে এই ঘটনা তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানাননি তারা। তবে যত তাড়াতাড়ি সম্ভব বগিটাকে সরানো যায় তার চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে।
|