l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• কেশবচন্দ্র স্ট্রিটে বাড়ির পাঁচিল ভেঙে মৃত ২
• ঝাড়খণ্ডে মাও-যৌথবাহিনী সংঘর্ষ
বিস্তারিত...
টেন্ডারের প্রশ্নই নেই, নয়াগ্রাম
সেতুর বরাত রাজ্য-সংস্থাকে
দেবজিৎ ভট্টাচার্য • কলকাতা
তিনি রাজনীতির মানুষ। তাই সত্যি কথা না-ও বলতে পারেন। রাজ্যের পুলিশ-প্রশাসনের সর্বোচ্চ কর্তাদের ‘সাক্ষী’ রেখে জঙ্গলমহলের উন্নয়ন প্রক্রিয়ার হাল-হকিকত জানাতে গিয়ে চলতি বছরের গোড়ায় এমনই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনটা ছিল ১২ জানুয়ারি। জঙ্গলমহল উৎসবের উদ্বোধন করতে ঝাড়গ্রামে এসেছিলেন মুখ্যমন্ত্রী। আর সেই মঞ্চে দাঁড়িয়েই তিনি ঘোষণা করেছিলেন, সুবর্ণরেখার উপরে প্রস্তাবিত কেশিয়াড়ি-নয়াগ্রাম সেতুর কাজ দ্রুত এগোচ্ছে। টেন্ডারও হয়ে গিয়েছে। মমতার অনুরোধে রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষও হাতে মাইক্রোফোন নিয়ে জঙ্গলমহলের মানুষকে জানিয়েছিলেন সেই ‘তথ্য।’কিন্তু ঘটনা হল, টেন্ডার তো ডাকেইনি রাজ্য সরকার! পূর্ত ও অর্থ দফতরের সুপারিশ মেনে ভসরাঘাট সেতুর বরাত দেওয়া হয়েছে ম্যাকিনটশ বার্ন-কে। রাজ্য প্রশাসনের এক কর্তা বলেন, “সংস্থাটি যেহেতু পুরোদস্তুর সরকার অধিগৃহীত, তাই ওদের বরাত দিতে টেন্ডার ডাকার প্রয়োজন পড়ে না।”
বিস্তারিত...
‘অনিচ্ছুকদের’ জমির দখল
নিচ্ছে তৃণমূল জেলা পরিষদ
অমিত কর মহাপাত্র • পটাশপুর
বিদ্যুতের সাব-স্টেশন গড়তে ১৮৯৪-এর জমি অধিগ্রহণ আইনে কৃষিজীবীর আপত্তি ‘অগ্রাহ্য করে’ জমি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের জেলা পরিষদ! তা-ও আবার নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুরে। সিঙ্গুরেও এই আইন-বলেই জমি নিয়েছিল বাম সরকার। নন্দীগ্রামে এই আইনেই জমি অধিগ্রহণের নোটিস জারি হয়েছিল। বিরুদ্ধে পথে নেমেছিল তৃণমূল। সিঙ্গুরের ‘অনিচ্ছুক’ কৃষকদের জমি ফেরতের দাবিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ২৬ দিনের অনশন, দীর্ঘ আন্দোলন। যার জেরে সিঙ্গুর থেকে ন্যানো প্রকল্পই গুটিয়ে নিতে হয়েছে টাটাদের। আর নন্দীগ্রামে বয়ে গিয়েছে রক্তস্রোত। ২০০৬ সালে, সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বের আগে, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে বামেরা যখন ক্ষমতাসীন, সে সময়েই পটাশপুর-২ ব্লকের সাউৎখণ্ড গ্রাম পঞ্চায়েতের সাউৎখণ্ড মৌজায় ৩৩/১১ কেভি ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের সাব-স্টেশন গড়তে ৬৭ ডেসিমেল রায়তি জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হয়। যদিও অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি হয় ২০০৯-এর ৩০ সেপ্টেম্বর।
বিস্তারিত...
এক মাসের বেতন শ্রমিকদের,
বকেয়া নিয়ে তবু রইল সংশয়
গৌতম বন্দ্যোপাধ্যায় • সাহাগঞ্জ
সাহাগঞ্জে ডানলপ কারখানার হালহকিকত খতিয়ে দেখল কলকাতা হাইকোর্ট নিযুক্ত ‘স্পেশাল অফিসার’-এর নেতৃত্বে একটি দল। বুধবার বিকেলে অফিসারেরা যখন কারখানা চত্বরে, তখনই হাতে লেখা একটি নোটিসে ডানলপ কর্তৃপক্ষ জানিয়ে দিলেন, শ্রমিকদের এক মাসের বকেয়া মিটিয়ে দিয়েছেন তাঁরা। যদিও কারখানা কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত খুশি করতে পারেনি শ্রমিকদের। ডানলপকে ইতিমধ্যেই লিকুইডেশনে পাঠিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সাহাগঞ্জ ইউনিটের সম্পত্তি বিক্রি করে পাওনাদারদের বকেয়া মিটিয়ে দেওয়ার কথা। সেই কাজ খতিয়ে দেখতে নিযুক্ত হয়েছেন ‘স্পেশাল অফিসার।’ ইতিমধ্যে, রুইয়া গোষ্ঠী ডানলপ কারখানা খুলতে চেয়ে রাজ্য সরকারের ‘সহযোগিতা’ চেয়েছে। দু’টি শ্রমিক ইউনিয়নের সঙ্গে বৈঠকও করেছে। শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসুর সঙ্গে ফোনে কথাও হয়েছে রুইয়া গোষ্ঠীর কর্ণধার পবন রুইয়ার। যদিও কারখানা খুলতে চেয়ে রুইয়ারা ঠিক কী করতে চান, তা স্পষ্ট নয় বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন পূর্ণেন্দুবাবু।
বিস্তারিত...
আপনার কলমে
‘কাজের ফাঁকে’ দেখে আসা গেল, বিশ্ব
সৌন্দর্য ভাণ্ডারের দুই সম্পদ, ‘আমস্টারডাম’ ও ‘গেটওয়ে
আর্চ’। সঙ্গে ক্যামেরাবন্দি হল কাশ্মীর,
ফোটোশপ
-এ।
দু’টি ছবি চিনিয়ে দিয়েছেন
ধর্ষিতা, অভিযুক্তরা অধরাই
সৌমেন দত্ত • কাটোয়া
ট্রেন থেকে নামিয়ে ধর্ষণের ঘটনায় দুই দাগি অপরাধীর ছবি দেখে চিহ্নিত করেছেন অভিযোগকারিণী। কিন্তু কয়েক সপ্তাহেও পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি। বর্ধমানের কেতুগ্রামে ওই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট মঙ্গলবারই চেয়েছিল জাতীয় মহিলা কমিশন। বুধবার সকালে তা কমিশনের সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ হোসেন মির্জার আশ্বাস, “তদন্ত চলছে। শীঘ্রই দোষীরা ধরা পড়বে।” যদিও ‘তদন্তের স্বার্থে’ ছবি দেখে চিহ্নিত দু’জনের নাম জানানো হয়নি। ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় আমোদপুর-কাটোয়া ন্যারোগেজ লাইনে কেতুগ্রামের কাছে ট্রেনে লুঠপাট চালায় কয়েক জন দুষ্কৃতী। তখন এক ১১ বছরের মেয়ের মাথায় বন্দুক ধরে তার বিধবা মাকে নামিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ৮ জন দুষ্কৃতী ওই ঘটনায় জড়িত ছিল। প্রচুর টাকা নিয়ে এক ব্যবসায়ী ওই ট্রেনে উঠবে বলে তাদের কাছে খবর ছিল। তাই বীরভূমের কীর্ণাহার থেকে ট্রেনে উঠে প্রায় চার ঘণ্টা ওই ব্যবসায়ীকে খোঁজে দুষ্কৃতীরা। তার পরে ট্রেন থামিয়ে ডাকাতি শুরু হয়।
বিস্তারিত...
টুকটুকিদের দেখে মুগ্ধ মহিলা কমিশনের সদস্য
শুভাশিস সৈয়দ • বহরমপুর
নাবালিকা বিয়ে রুখে দিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন টুকটুকি খাতুন, মল্লিকা খাতুন। মুর্শিদাবাদের সুতি-২ ব্লকের কাশিমনগর পঞ্চায়েত এলাকায় টুকটুকি-মল্লিকাদের সংখ্যা বাড়ছে, নিজের চোখে তা দেখে গেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য-সচিব অনিতা অগ্নিহোত্রী। বুধবার সকালে অনিতাদেবী বহরমপুরে আসেন। এর পরে বহরমপুর সার্কিট হাউসে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি চলে যান সুতির কাশিমনগরে। সেখানকার পঞ্চায়েত অফিসে এলাকার বিভিন্ন স্বয়ম্বর গোষ্ঠীর মহিলা, স্বাস্থ্যকর্মী, পঞ্চায়েত সদস্যদের সঙ্গে কথা বলে জেনে নেন টুকটুকি-মল্লিকাদের গড়ে তোলার কাহিনিও। তিনি বলেন, “এত দিন ভিডিও কনফারেন্স বা রিপোর্ট পড়ে ওই কর্মকাণ্ডের কথা জেনেছি। কিন্তু এলাকায় এসে স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলে বিষয়টি আরও স্পষ্ট হলো। দিল্লিতে ফিরে গিয়ে আমি রিপোর্ট জমা দেব। আগামী দিন ভারতের বিভিন্ন রাজ্যে যাতে ওই মডেল ছড়িয়ে দেওয়া যায়, সে কথা ওই রিপোর্টে অবশ্যই উল্লেখ করব।”
বিস্তারিত...
পুলিশি নিষ্ক্রিয়তায় ক্ষোভ বাড়ছে, বিরক্ত মন্ত্রীও
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের আগাবহর গ্রামের আদিবাসী পাড়ায় ডাইনি অপবাদে দুজনকে খুনের পরে ৪৮ ঘণ্টা কেটে গেলেও অভিযুক্তরা কেউ গ্রেফতার হয়নি। পুলিশের দাবি অভিযুক্তদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই পুলিশের ভূমিকার সমালোচনায় সরব হয়েছেন বহু বাসিন্দা। তাঁদের অনেকেরই দাবি, উত্তর দিনাজপুরের পুলিশের একাংশ কী ধরনের ভূমিকা পালন করছেন তা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া জরুরি। তাঁরা জানান, কিছুদিন আগে গোয়ালপোখরে ধর্ষণের মামলা তুলতে রাজি না-হওয়ায় ওই পরিবারের একটি শিশুকে অপহরণ ও খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় অভিযুক্তরা বেশির ভাগই ধরা পড়েনি। দুটি ক্ষেত্রেই পুলিশ কাউকে খুঁজে পাচ্ছে না বলে দাবি করেছে। বাসিন্দাদের ক্ষোভের সঙ্গে সহমত হয়েছেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
মালদহে গুলিবিদ্ধ
তৃণমূলের সমর্থক
স্মারকলিপি দেওয়া
নিয়ে তর্ক, উত্তেজনা
দক্ষিণবঙ্গ
হাবরায় পুলিশের
জালে তিন দুষ্কৃতী
বামপন্থী দুই শ্রমিক
সংগঠনের গোলমাল
বর্ধমান
কনেযাত্রীদের বাসের
চাকায় মৃত্যু কিশোরের
দুলতে দুলতে ধাক্কা
মেরে থামল পুলকার
পুরুলিয়া
নানা দাবিতে ঝালদায়
অনশনে শিক্ষার্থীরা
পুকুর সংস্কারে ‘দুর্নীতি’, তদন্তের আর্জি
মুর্শিদাবাদ
গ্রেফতারও হয়নি,
মিলল না ক্যামেরাও
জানলা দিয়ে ছোড়া
বোমায় হত কিশোরী
মেদিনীপুর
তৃণমূলের গোষ্ঠী-দ্বন্দ্বে
গুলিতে আহত মহিলা
‘উন্নয়নের নামে খেলা আর
মেলা’, তৃণমূলকে তোপ
ঝাড়খণ্ডী নেত্রীর
কলকাতা
৩৬.১/২৬.৬
আজকের দিনে
• ২০০৭
: লেখিকা লীলা
মজুমদারের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
কলকতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.