নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মাঝরাস্তায় দুলতে শুরু করেছিল বাস। ভয়ে বারবার চোখ বুজে ফেলছিল জনা চল্লিশ স্কুলপড়ুয়া। শেষমেশ লেভেলক্রসিং পেরিয়ে মোটরবাইক ও বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ল পুলকার।
দুর্ঘটনা তেমন বড় নয়। মোটরবাইক আরোহী ছিটকে পড়লেও ছাত্রছাত্রীরা কেউ জখম হয়নি। কিন্তু প্রত্যক্ষদর্শীদের আশঙ্কা, যে কোনও সময়ে বড় দুর্ঘটনা ঘটতেই পারত। এ রকম নড়বড়ে অবস্থায় পুলকার কী করে রাস্তায় বেরোল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। যদিও গাড়িটির চালক ও মালিক দু’জনেই পালিয়ে যাওয়ায় সে প্রশ্নের উত্তর বুধবার রাত পর্যন্ত মেলেনি।
বস্তুত, প্রতি বারই পুলকার দুর্ঘটনার পরে শহর জুড়ে হইচই হয়। পুলিশ অভিযানে নামার কথা বলে। নিয়মমাফিক কড়া নজরদারির আশ্বাসও দেওয়া হয়। পুলকার মালিকেরাও আরও দায়িত্বশীল হওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু সে সব যে নিতান্তই কথার কথা, এ দিনের ঘটনায় সেটাই ফের প্রমাণ। |
দুর্ঘটনার পরে ক্ষতিগ্রস্ত পুলকার। |
এ দিন দুপুর আড়াইটে নাগাদ আসানসোল দক্ষিণ থানার কোর্ট এলাকার লেভেল ক্রসিংয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলকারটি লেভেল ক্রসিংয়ের কাছে নিয়ন্ত্রণ হারায়। চালক টালমাটাল অবস্থাতেই গাড়ি চালাতে থাকেন। লেভেলক্রসিং পেরোনোর পরেই একটি মোটরবাইকে পিছন থেকে ধাক্কা মারে সেটি। বাইক আরোহী ছিটকে পড়েন রাস্তার পাশে। বাইকটি আরও খানিকটা টেনে নিয়ে যায় পুলকার। এর পরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একাধিক সাইকেল ও একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মেরে পুলকারটি দাঁড়িয়ে পড়ে। গাড়িটি থামতেই চালক নেমে চম্পট দেন।
স্থানীয় বাসিন্দারাই প্রথমে পুলকারের ভিতরে থাকা পড়ুয়াদের গাড়ি থেকে নামিয়ে আনেন। কেউ আঘাত পেয়েছে কি না দেখা হয়। তবে কেউই আহত হয়নি। অনেকে অবশ্য ভয়ে কান্নাকাটি শুরু করে। গাড়ির ভিতর থেকে পঞ্চম শ্রেণির ছাত্র সায়ন দেব চিৎকার করে বলে, “ও কাকু, আমার বাবাকে একটা ফোন করে দাও না। আমাকে এসে নিয়ে যাবে।” দশম শ্রেণির ছাত্রী শাওনি বসু বলে, “বাসটি যে ভাবে দুলছিল যে আমরা ভয়ে চোখ বন্ধ করে ছিলাম। |
ড্রাইভারকাকু খুব বাঁচিয়েছে।” নবম শ্রেণির ছাত্র শুভম সিংহের কথায়, “প্রথমে কিছু বুঝতে পারিনি। হঠাৎ দেখি সামনে একটি মোটরবাইকে ধাক্কা মেরে গাড়িটি ডান দিকে ঘুরে গেল।” ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা বাসিন্দারাই পড়ুয়াদের উদ্ধার করে পানীয় জল এনে দিয়েছেন। বাড়িতে ফোন করে খবর দিয়েছেন। কিছু ক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পড়ুয়াদের বাড়িতে ফোন করে খবর পাঠানো হয়।
আসানসোলের এডিসিপি (সেন্ট্রাল) ভাস্কর মুখোপাধ্যায় বলেন, “গাড়িটি আটক করা হয়েছে। যান্ত্রিক ত্রুটির জন্যই দুর্ঘটনা ঘটেছে। চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলকার মালিকের খোঁজ চলছে।” যথারীতি পুলিশের আশ্বাস, শীঘ্রই পুলকার অভিযানে নামা হবে। সোমবার স্কুল কর্তৃপক্ষ ও পুলকার মালিকদের নিয়ে প্রশাসন বৈঠকে বসবে বলেও জানানো হয়েছে। |