জোড়া নেতা খুনে ধৃতেরা ফের হাজতে
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সিপিএম নেতা প্রদীপ তা ও কমল গায়েন খুনে এক অভিযুক্তের বদলে অভিযোগে নাম না থাকা অন্য এক জনকে ধরা হয়েছে বলে আদালতে দাবি করলেন ধৃতের আইনজীবী। যদিও সরকারি আইনজীবী পাল্টা দাবি করেন, একই লোকের দু’টি নাম। ঠিক লোককেই গ্রেফতার করা হয়েছে। আদালত ধৃতদের জামিনের আবেদন নাকচ করে দিয়েছে। এক প্রস্ত জেল হাজতে কাটানোর পরে তৃণমূল নেতা পতিতপাবন তা-সহ ১১ জনকে বুধবার ফের বর্ধমান আদালতে তোলা হয়। অভিযুক্ত পক্ষের তরফে দাবি করা হয়, রানা মুখোপাধ্যায় বলে এক জনের নাম অভিযোগে ছিল। গত ১৯ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সিআইডি আদালতে জানায়। কিন্তু তাঁর বদলে তুষার ভট্টাচার্য নামে এক জনকে গ্রেফতার করে আদালতে হাজির করায় সিআইডি। অথচ তুষারবাবুর নাম অভিযুক্তের তালিকাতেই নেই। প্রমাণস্বরূপ তুষারবাবুর ভোটার পরিচয়পত্র, রেশন কার্ড ইত্যাদিও পেশ করা হয়। গত ২২ ফেব্রুয়ারি বর্ধমানের উপকণ্ঠে দেওয়ানদিঘিতে ওই দুই সিপিএম নেতাকে প্রকাশ্যে খুন করা হয়েছিল। পরে তৃণমূলের ২২ জনের বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়। মামলার সরকারি আইনজীবী নূপুর দাস অগ্রবাল বলেন, “এখনও ঘটনার তদন্ত চলছে। লিখিত অভিযোগে যে ২২ জনের নাম আছে, তার বাইরে অনেকেই ঘটনায় জড়িত। তা ছাড়া, কয়েক জন সাক্ষীর বক্তব্যে দেখা গিয়েছে, রানা এবং তুষার একই ব্যক্তি।” সিজেএম ইয়াসমিন আহমেদ জামিনের আর্জি খারিজ করে ধৃতদের ফের ১৭ এপ্রিল পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। |
দুর্ঘটনায় মৃত্যু, বাস ভাঙচুর কালনায়
নিজস্ব সংবাদদাতা • কালনা |
দুর্ঘটনার পরে। নিজস্ব চিত্র। |
দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুতে বাস ভাঙচুর হল কালনার মাতিশ্বরে। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ কালনা-মেমারি রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম হারুন রশিদ (৬০)। বাড়ি মেমারির তাহারপুর এলাকায়। তাঁর ছেলে নিজাম গাজি জানান, সকালে সাইকেলে চড়ে মাতিশ্বর বাজারে এসেছিলেন হারুন। ফেরার পথে কালভার্টের কাছে একটি বেসরকারি বাস তাঁকে ধাক্কা মারে। ঘটনার পরে ক্ষুব্ধ বাসিন্দারা বাস ভাঙচুর করেন। মৃতদেহ আটকে পথ অবরোধ করা হয়। এর জেরে কালনা-মেমারি রাস্তায় প্রায় তিন ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে অবরোধ তোলে। বাসটি আটক করা হয়েছে। চালক ও খালাসি পলাতক। |
আজ থেকে বাস চলবে কাটোয়ায়
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
বাস বন্ধ। কাটোয়া থেকে বীরভূমের আমোদপুরে যাতায়াতে ভরসা ছোট রেল।
বুধবার কাটোয়া স্টেশনে ছবিটি তুলেছেন অসিত বন্দ্যোপাধ্যায়। |
অবশেষে বাস ধর্মঘট তুলতে রাজি হলেন কাটোয়ার বাস মালিকেরা। আজ, বৃহস্পতিবার থেকে বাস চালাতে রাজি হয়েছেন তাঁরা। বুধবার কাটোয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রশান্ত গুহর সঙ্গে এক বৈঠকের পরে বাস মালিকদের সংগঠন তাঁদের এই সিদ্ধান্ত জানায়। এসটিকেকে রোড ও কাটোয়া-ফুটিসাঁকো রাস্তা সংস্কার এবং অবৈধ মোটরচালিত ভ্যান চলাচল বন্ধের দাবিতে মঙ্গলবার ও বুধবার বাস চলাচল বন্ধ রেখেছিলেন মালিকেরা। এর জেরে ১০-১২টি রুটে প্রায় ২০০টি বাস বন্ধ ছিল। বুধবার প্রশাসনের তরফে কয়েকটি সরকারি বাস চালানো হয়। তাতে অবশ্য যাত্রীদের হয়রানি বিশেষ কমেনি। তবে বৃহস্পতিবার থেকে বাস চালানোর সিদ্ধান্তে খুশি সাধারণ যাত্রীরা। |
অবৈধ যান আটক
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
বাস মালিকদের দাবি মতো বুধবার কাটোয়া মহকুমার তিনটি থানাতেই মোটরচালিত অবৈধ যান বন্ধে অভিযান চালাল পুলিশ। কাটোয়া, কেতুগ্রাম ও মঙ্গলকোট থানা মিলিয়ে এ দিন মোট ১০টি গাড়ি আটক করা হয়েছে। এসডিপিও (কাটোয়া) ধ্রুব দাস বলেন, “তিনটি থানাতেই আমরা ক্রমাগত অভিযান চালিয়ে যাব।” |