কালনার দেওয়ানি ও ফৌজদারি আদালতে মামলার রায়ের প্রত্যয়িত নকল বা সার্টিফায়েড কপি মিলছে না দীর্ঘদিন। এসিজেএম, মুন্সেফ-সহ সমস্ত আধিকারিকদের কাছে এই ঘটনা জানানো সত্ত্বেও সমস্যা মেটেনি। কালনার দেওয়ানি ও মুন্সেফ আদালতে দু’টি প্রতিলিপি যন্ত্র রয়েছে। কিন্তু মান্ধাতার আমলের এই যন্ত্রগুলি খারাপ থাকায় রায়ের কপি পাওয়া যাচ্ছে না বলে আদালত সূত্রের খবর। কালনা বার অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক জয়দেব কর বলেন, “এই সমস্যার জেরে আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালত, এমনকী বর্ধমানের জেলা জজ আদালতেও আপিল করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। তাই সব মিলিয়ে অচলাবস্থা দেখা দিয়েছে।”
মঙ্গলবার বর্ধমানের জেলা জজ প্রভাত অধিকারী কালনা আদালতগুলি পরিদর্শনে গিয়েছিলেন। তাঁকে বার আসোসিয়েশনের দফতরে বসিয়ে নানা সমস্যার কথা বলেন আইনজীবীরা। তার সিংহভাগ জুড়েই ছিল মামলার ‘সার্টিফায়েড কপি’ না মেলার সমস্যা। জেলা জজের আশ্বাস, যত দ্রুত সম্ভব খারাপ হয়ে পড়ে থাকা যন্ত্রদু’টি সারিয়ে সেগুলি ফের সচল করা যাবে।
আইনজীবীরা আদালতের কর্মীর অভাবের দিকেও তাঁর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “গোটা জেলাতেই এমন বেশ কিছু শূন্য পদ পড়ে রয়েছে। পদগুলিতে নতুন করে নিয়োগ করতে হবে। সম্প্রতি আদালতে কর্মী নিয়োগের একটি পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষার ফল প্রকাশিত হলেই নতুন করে কর্মী নিয়োগ করা যাবে।” |