|
|
|
|
তৃণমূলের গোষ্ঠী-দ্বন্দ্বে গুলিতে আহত মহিলা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শান্তি ফেরার নাম নেই ‘অশান্ত’ কেশপুরে। বুধবার সকালে ফের এলাকা-দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে তেতে ওঠে কেশপুরের মুকুন্দপুর, খেজুরবনি ও আশপাশের এলাকা। হয় বোমাবাজি। চলে গুলি। এক মহিলা গুলিবিদ্ধ হন। পুলিশ তল্লাশি চালিয়ে দু’টি বন্দুক এবং ছ’টি বোমা উদ্ধার করে। ছ’জনকে ধরা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে।”
এক কালে সিপিএম-তৃণমূল ‘দ্বৈরথে’ নিত্য অস্থির হত পশ্চিম মেদিনীপুরের এই এলাকা। রাজ্যে ‘পরিবর্তনে’র পরে কেশপুরে এখন তৃণমূলেরই একাধিপত্য। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, শাসক দলেরই ‘গোষ্ঠীসংঘর্ষে’ গত প্রায় এক বছর অশান্ত কেশপুর। তৃণমূল নেতৃত্ব অবশ্য ওই অভিযোগ অস্বীকার করছেন। তৃণমূল ব্লক সভাপতি আশিস প্রামাণিক, প্রাক্তন সভাপতি চিত্ত গরাইদের দাবি, “এ দিন যা হয়েছে, তা দু’দল সমাজবিরোধীর মধ্যে সংঘর্ষ।” যদিও নাম-প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক বাসিন্দার বক্তব্য, খেজুরবনির কিছু তৃণমূল কর্মী-সমর্থক এ দিন সকালে হঠাৎই মুকুন্দপুরে বোমাবাজি শুরু করেন। শূন্যে গুলি ছোড়া হয়। |
|
ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হচ্ছে আসেমা বেগমকে।---নিজস্ব চিত্র |
মুকুন্দপুরের তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে খেজুরবনির দলের সংঘর্ষ বাধে। তখনই ছোড়া গুলিতেই জখম হন বেলডোবা গ্রামের বছর পঁয়ত্রিশের আসেমা বেগম। তিনি বলেন, “উঠোন ঝাঁট দিচ্ছিলাম। আচমকা পায়ে গুলি লাগে।” আসেমাকে ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গুলি তাঁর পা ছুঁয়ে চলে গিয়েছে।
কিন্তু কেন বার বার গোলমাল বাধছে কেশপুরে? তৃণমূল নেতারা ঘুরেফিরে সিপিএমের দিকেই ‘ইন্ধন’ দেওয়ার ইঙ্গিত করছেন। কিন্তু এখন তো বহু সিপিএম নেতা-কর্মীই এলাকাছাড়া! এমনকী, সিপিএমের বহু পার্টি-অফিসও বন্ধ। তা হলে গণ্ডগোল করছে কারা? আশিসবাবুরা এ প্রশ্নের জবাব দেননি। দলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষের বক্তব্য, “এলাকায় অবৈধ অস্ত্রশস্ত্র রয়েছে বলেই এমন ঘটনা ঘটছে।” তা হলে কেন অস্ত্র-উদ্ধারে উদ্যোগী হতে বলা হচ্ছে না পুলিশকে? জবাব মেলেনি জেলা তৃণমূল নেতৃত্বের কাছেও। তবে কেশপুরেরই একাধিক তৃণমূল কর্মীর বক্তব্য, “সিপিএমের অনেকে পিঠ বাঁচাতে আমাদের দলে নাম লিখিয়েছে। তাদের অনেকে সিপিএমের সঙ্গে তলেতলে যোগাযোগ রাখছে। আর আমাদের দলের গোষ্ঠী-ভাগের সুযোগে ডামাডোল পাকাচ্ছে।” |
|
|
|
|
|