ভিন রাজ্যের নিরাপত্তা সংস্থা ইন্টারভিউ নিতে আসায় প্রতিবাদ জানাতে অনশনে বসলেন ঝালদা ১ ব্লকের ডুড়গির নিরাপত্তারক্ষী প্রশিক্ষণ শিবিরের শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধে থেকে তাঁরা অনশন শুরু করেছেন। তাঁদের অভিযোগ, “প্রশাসন আমাদের প্রশিক্ষণ দেওয়ার সময় জানিয়েছিল, এ রাজ্যেই আমাদের চাকরি দেওয়া হবে। মাসে ৮০০০ টাকা বেতনও মিলবে বলে জানানো হয়। কিন্তু মঙ্গলবার প্রথম ক্যাম্পাস ইন্টারভিউয়ে এ রাজ্যের কোনও সংস্থাকে ডাকা হয়নি। চেন্নাই, গুড়গাঁও, পুণে, সুরাট প্রভৃতি জায়গার নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা এসেছিলেন। তাঁরা মাসে ৪৮০০ টাকার বেশি বেতনও দিতে রাজি নয়। তাই আমরা অনশন শুরু করেছি।” তাঁদের দাবি, ২৯১ জন শিক্ষার্থী অনশন শুরু করেছেন। বুধবার তাঁদের মধ্যে দু’জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য দু’জনকেই ছেড়ে দেওয়া হয়। |
প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক তুষার মহান্তি বলেন, “মঙ্গলবার থেকে তাঁরা খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছেন। আলোচনায় বসার জন্য বার বার বলা সত্ত্বেও তাঁরা রাজি হচ্ছেন না।” ঝালদা ১ ব্লকের বিডিও মৃন্ময় দাস বলেন, “তাঁরা আমাদের লিখিত ভাবে কিছুই জানাননি। তবে আলোচনার জন্য আসতে পারেন।” পুরুলিয়ার জেলাশাসক অবনীন্দ্র সিংহ বলেন, “ওঁদের অনশনের কথা শুনেছি। বিডিওকে কথা বলতে বলেছি। শিক্ষার্থীরা কী বলছেন আমি জানি না।” তাঁর দাবি, “তাঁদের বলা হয়েছিল চাকরি পাওয়ার উপযুক্ত করে দেওয়া হবে। ক্যাম্পাস ইন্টারভিউয়েরও ব্যবস্থা করা হবে। তবে কোথায় তাঁদের চাকরি হবে তা বলা হয়নি। নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে তাঁরা চাকরি পাবেন।”
কেন্দ্রীয় সরকারের সংস্থা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল অনুমোদিত ‘সেন্টার ফর এক্সিলেন্স ফর সিকিউরিটি ট্রেনিং সেন্টার’ নামে ওই প্রশিক্ষণ কেন্দ্র কয়েক মাস আগে ডুরগিতে চালু হয়। জেলাশাসক জানান, এই কেন্দ্রটি কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে। শিক্ষার্থীদের কোর্স ফি বাবদ ৩০০০ টাকা দিতে হচ্ছে। বাকি খরচ সরকারের। তাঁদের থাকা-খাওয়ারও ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থী বিষ্ণু মোদক, রাজু মণ্ডল, রূপেশ পাঠকদের ক্ষোভ, “ভিন রাজ্যে মাসে ৪৮০০ টাকা বেতনে কাজ করা সম্ভব নাকি? খাওয়া পরার পরে বাড়িতে টাকা পাঠানো সম্ভব নয়। প্রশাসনের প্রতিশ্রুতি মতো এ রাজ্যেই আমাদের কাজের ব্যবস্থা করতে হবে।” |