কেশবচন্দ্র স্ট্রিটে বাড়ির পাঁচিল ভেঙে মৃত ২ |
গত রাতের ঝড়ে উত্তর কলকাতার কেশবচন্দ্র স্ট্রিটে একটি বাড়ির পাঁচিল ভেঙে পড়ল। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ ব্যক্তির। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনের মৃত্যু ঘিরে এলাকার মানুষজন বিক্ষুব্ধ। এ ঘটনায় আমহার্স্ট স্ট্রিট থানায় বিক্ষোভও দেখান স্থানীয়রা। তাদের দাবি, বেআইনি নির্মাণের ফলে ভেঙে পড়েছে বাড়িটির পাঁচিল। তাঁরা স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধেও নিজেদের ক্ষোভ উগরে দেন। স্থানীয় কাউন্সিলরের গ্রেফতারের দাবিও জানান অনেকে। এই ঘটনায় গ্রেফতার বাড়ির প্রোমোটার মোহন দাস। তাঁর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনা হয়েছে। এছাড়াও বাড়ির মালিক-সহ তিন জনের বিরুদ্ধে এঅআইআর দায়ের করা হয়েছে। তাদেরও গ্রেফতারের সম্ভাবনা আছে। ইতিমধ্যে বাড়িটি ভাঙাও শুরু হয়েছে।
|
আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে |
ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কলকাতা-সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ঝড় হতে পারে আগামী ২৪ ঘন্টায়। কলকাতায় ঝড়ের তীব্রতা বাড়বে, এমনটা জানিয়েছেন আবহাওয়া দফতর। কলকাতা ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে ঝড়ের দাপট দেখা দিতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে জলপাইগুড়ি ও কোচবিহার।
|
হাওড়ার ডোমজুড়ে তৃণমূলের দু’গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল আজ। ডোমজুড়ের বাঁকড়া-বাদামতলা এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ব্যাপক বোমাবাজি শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত হয়েছে একটি ট্রান্সফরমার বসানোকে কেন্দ্র করে। দু’পক্ষকেই সামাল দিতে ঘটনাস্থলে র্যাফ নামানো হয়েছে। যদিও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।
|
শ্লীলতাহানির চেষ্টা আসানসোলে |
আসানসোলে শ্লীলতাহানির চেষ্টায় সেখানকার ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক অনিল সামন্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরই এক সহকর্মীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে আদালতে পেশ করা হয়েছে। তাঁর সহকর্মীর অভিযোগ অনিল সামন্ত তাঁকে বরাবরই উত্যক্ত করত।
|
কুপওয়ারায় সেনা-জঙ্গি সংঘর্ষ |
কাশ্মীরের কুপওয়ারায় জারি সেনা-জঙ্গি সংঘর্ষ। সম্ভবত এলাকায় লুকিয়ে রয়েছে ৩ জঙ্গি, দাবি সেনার। এলাকায় চলছে জোর গুলির লড়াই। |