l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
• পুণেতে ভয়াবহ পথ দুর্ঘটনা
বিস্তারিত...
Content on this page requires a newer version of Adobe Flash Player.
ঋণভারেই আত্মহত্যা গলসির
চাষির, অভিযোগ পরিজনের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
ধান ও আলুর দাম না পেয়েই ঋণের ভারে জর্জরিত চাষি সুশান্ত ঘোষ আত্মঘাতী হয়েছেন প্রায় দু’লক্ষ টাকা ঋণের হিসেব দিয়ে জেলা প্রশাসনের কাছে এই অভিযোগ জানালেন তাঁর বাবা ও শ্বশুর। সেই সঙ্গে, সুশান্তবাবুর দুই নাবালক পুত্রের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার জন্যও মঙ্গলবার তাঁরা জেলা প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শরদ দ্বিবেদীর সঙ্গে দেখা করে অভিযোগপত্র দেন মৃতের বাবা বিকাশচন্দ্র ঘোষ ও শ্বশুর শিবশঙ্কর ঘোষ। প্রশাসন যাতে মৃতের দুই নাবালক পুত্রের লেখাপড়ার দায়িত্ব নেয়, সেই আর্জিও তাঁরা জানিয়েছেন। অতিরিক্ত জেলাশাসক বলেন, “ওঁদের থেকে আমরা একটি আবেদনপত্র পেয়েছি। আবেদন সুবিবেচিত হবে, আপাতত এটুকুই বলতে পারি।” গত ১৮ জানুয়ারি কীটনাশকে মৃত্যু হয় গলসির হিট্টা গ্রামের চাষি সুশান্তবাবুর। পরের দিনই জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা দাবি করেছিলেন, দেড় বছর আগে থেকে সুশান্তবাবুর ‘মানসিক ভারসাম্যহানির লক্ষণ’ দেখা গিয়েছিল এবং ডাক্তার দেখাতে হয়েছিল বলে আত্মীয়েরা পুলিশকে জানিয়েছেন। সে দিনই কলকাতায় তৃণমূলের পঞ্চায়েতি-রাজ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “যাঁরা আত্মহত্যা করেছেন, তাঁদের কারও অসুস্থতা ছিল।... চাষের সঙ্গে যোগ থাকার কোনও নথি ওই ব্যক্তিদের নামে মেলেনি।”
বিস্তারিত...
জেলে অবাধে মোবাইল ফোন, নিরাপত্তা শিকেয়
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
মাওবাদী সন্দেহে ধৃত বহু বন্দি রয়েছেন মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে। প্রজাতন্ত্র দিবসের মতো স্পর্শকাতর দিনে জেলের নিরাপত্তা নিয়ে বিশেষ চিন্তাও রয়েছে প্রশাসনের। কিন্তু সেই নিরাপত্তার ‘বজ্র আঁটুনি’তেও যেন ‘ফস্কা গেরো’! জেল সূত্রের খবর, বিশেষত সাজাপ্রাপ্ত কয়েদিরা (মাওবাদী সন্দেহে ধৃতেরা নন) যথেচ্ছ মোবাইল ফোন ব্যবহার করছে জেলের ভিতরেই। মারামারির ঘটনাও ঘটছে। জেলের ভিতরে বন্দিরাই সব ব্যাপারে শেষ কথা বলছে। তল্লাশি করতে গেলে জেলকর্মীদের উপরে হামলাও হচ্ছে। জেলকর্মীদের বিরুদ্ধে খারাপ ব্যবহার করার অভিযোগ তুলে জল ঘোলা করারও চেষ্টা হচ্ছে। সম্প্রতি নিরাপত্তা আধিকারিক স্বপন দাসকে মারধরের অভিযোগও উঠেছিল। যদিও জেল কর্তৃপক্ষ পুরো বিষয়টিই ধামাচাপা দিয়ে দেন। কিন্তু সার্বিক অবস্থা নিয়ে নিরাপত্তারক্ষীরাই আতঙ্কিত। তা হলে কী ভাবে গড়ে তোলা হবে ‘বিশেষ নিরাপত্তা বলয়’? এই প্রশ্ন উঠে আসছে নিরাপত্তারক্ষীদের মধ্যে থেকেই। তবে, এই ‘সংশয়’ নিয়ে মুখ খুলতে নারাজ জেলের সুপারিনটেনডেন্ট প্রহ্লাদ সিংহ কুমার। জেল সূত্রে জানা গিয়েছে, জেলের ভিতরে বন্দিরা একটি ‘চক্র’ তৈরি করেছে। যে চক্রের পাণ্ডা খুনে সাজাপ্রাপ্ত জনৈক রাজা দত্ত। ৬ নম্বর ওয়ার্ডে বন্দি রাজার কাছে ৩টি মোবাইল ফোন রয়েছে।
বিস্তারিত...
রেল অবরোধে অসুস্থ শিশু
নিয়ে ভুগলেন মা-বাবা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অসুস্থ নবজাতককে নিজের অটোরিকশায় চাপিয়ে ঊর্ধ্বশ্বাসে মল্লিকপুর স্টেশনে পৌঁছে গিয়েছিলেন আকনা গ্রামের ফিরোজ গাজি। কিন্তু সেখানেই আটকে গেলেন ফিরোজ, তাঁর স্ত্রী সালোমা এবং মা আমিরুন বিবি। কারণ, দেরিতে ট্রেন চলার প্রতিবাদে সেখানে রেললাইন অবরোধ চলছে যে! সকাল ১০টা নাগাদ মল্লিকপুর স্টেশনে গিয়ে দেখা যায়, তখনও আটকে আছেন ফিরোজেরা। সন্তানের চিকিৎসা ক্রমেই বিলম্বিত হচ্ছে। মল্লিকপুর থেকে ট্রেন ধরে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল। ফিরোজ জানান, স্ত্রী এবং মাকে মল্লিকপুর থেকে ট্রেনে তুলে দিয়ে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অবরোধের জেরে দীর্ঘ ক্ষণ অটোতেই শিশুটিকে নিয়ে বসে থাকেন তাঁর স্ত্রী। এক সময় অধৈর্য হয়ে আমিরুন বিবি অবরোধকারীদের জিজ্ঞাসা করেন, তাঁরা কখন অবরোধ তুলবেন? প্রশ্ন শুনে রেগে যান অবরোধকারীরা। বেগতিক দেখে শেষ পর্যন্ত স্টেশনের বাইরে চলে যান আমিরুন বিবি। ফিরোজ ঘুরপথে অটো চালিয়ে হাসপাতালের দিকে রওনা হন। ফিরোজের অভিযোগ, সেখানে চিকিৎসার পরিকাঠামো নেই বলে জানিয়ে দেন চিকিৎসকেরা। শিশুটিকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ‘রেফার’ করা হয়।
বিস্তারিত...
আদালতের পথে ‘দাপুটে’ নেতা
অভয়কে ঝাঁটা, উড়ে এল জুতো
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ ও চুঁচুড়া
এক সময়ে যাঁর দাপটে কার্যত ‘বাঘে গরুতে এক ঘাটে জল খেত’ গোঘাটে, সেই সিপিএম নেতা অভয় ঘোষকেই আরামবাগ আদালতে ঢোকার সময়ে ঝাঁটাপেটা করলেন মহিলারা। ঘুষি মারলেন এক যুবক। ধৃত সিপিএম নেতাকে লক্ষ করে উড়ে এল ছেঁড়া জুতো। ধৃত নেতার হয়ে সওয়াল করেননি কোনও আইনজীবী। ‘নিরাপত্তার’ অভাবে গোঘাট জোনাল কমিটির প্রাক্তন এই সম্পাদককে আদালত থেকে বের করা হয় শুনানির দীর্ঘ ক্ষণ পরে। তাঁকে ৭ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আরামবাগ মহকুমা আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ শ্রীবাস্তব। হুগলি জেলা পুলিশ ও রাজ্য গোয়েন্দা দফতর সূত্রের খবর, অভয়বাবুকে জেরা করে লুকোনো অস্ত্রশস্ত্রের সন্ধান করা হচ্ছে। গড়বেতায় কঙ্কাল-কাণ্ডে এই সিপিএম নেতা জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সিআইডির-র একটি দলও আসছে গোঘাটে। সেই সঙ্গে অভয়বাবুর বিরুদ্ধে পুরনো মামলাগুলি ফের তদন্ত করতে চেয়ে পুলিশ আদালতে আবেদন জানাবে। সোমবার উত্তরপাড়া থেকে গ্রেফতার করা হয়েছিল অভয় ঘোষকে। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ আরামবাগ মহকুমা আদালতে আনা হয় এক সময়ে গোঘাট সিপিএমের ‘শেষ কথা’ অভয়বাবুকে।
বিস্তারিত...
ফ্লোরাইড মুক্ত জল দেব, আশ্বাস রমেশের
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া
পাইপ লাইনের মাধ্যমে বাঁকুড়া জেলার বাসিন্দাদের ফ্লোরাইডমুক্ত জল সরবরাহে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। এ জন্য ২০০০ কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ মঙ্গলবার বাঁকুড়ায় সাংবাদিকদের এ কথা জানান। সার্কিট হাউসে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকেও তিনি এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাঁকুড়া ও পুরুলিয়া জেলার মাওবাদী উপদ্রুত এলাকায় পরিকাঠামোগত উন্নয়নের জন্য কেন্দ্র এ বার থেকে বছরে ৩০ কোটি টাকা করে দেবে বলে তিনি জানিয়েছেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী সাংবাদিকদের বলেন, “জলে ফ্লোরাইডের উপস্থিতি এই জেলার একটা সমস্যা। ২২টির মধ্যে ১০টি ব্লক ফ্লোরাইড প্রবণ। তাই ফ্লোরাইড মুক্ত জল সরবরাহ করার জন্য আমরা একটি বিশেষ পরিকল্পনা নিয়েছি। কেন্দ্র সরকার ২০০০ কোটি টাকা দেবে। তার মধ্যে ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পরে দ্বিতীয় পর্যায়ে আরও ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।” প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় ১৪টি ব্লকে জল সরবরাহের কাজ শুরু করা হবে। তার মধ্যে সাতটি ফ্লোরাইড প্রবণ ব্লক রয়েছে। জেলাশাসক মহম্মদ গুলাম আলি আনসারি বলেন, “দামোদর নদ থেকে পাইপ লাইনের মাধ্যমে জল তোলা হবে। সেই জল শোধন করার পরে গ্রামে গ্রামে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হবে।”
বিস্তারিত...
জমি নিতে হুমকি প্রভাতকুমারের পুত্রবধূকে
নিজস্ব সংবাদদাতা • বোলপুর
রবি-জীবনীকার প্রভাত মুখোপাধ্যায়ের পুত্রবধূকে জমি বিক্রি করতে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক প্রোমোটারের বিরুদ্ধে। বোলপুরের ৮ নম্বর ওয়ার্ডের প্রভাত সরণির বাসিন্দা বৃদ্ধা সুনন্দা মুখোপাধ্যায় মঙ্গলবার দুপুরে বোলপুর থানায় এই অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, স্থানীয় প্রোমোটার চম্পালাল সুরানা ও তাঁর ছেলে গৌতম সুরানা বসত জমি বিক্রি করে দেওয়ার জন্য তাঁকে চাপ দিচ্ছেন। ওই জমির মালিকানা নিয়ে বিবাদ হওয়ায়, ‘পরিণাম ভাল হবে না’ বলে তাঁরা হুমকি দেন বলে সুনন্দাদেবীর অভিযোগ। বীরভূমের পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “অভিযোগ পেয়েছি। এই ধরনের হুমকি দেওয়ার ঘটনা মেনে নেওয়া যায় না। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” অভিযোগ অবশ্য মানেননি প্রোমোটার-পুত্র গৌতমবাবু। প্রায় ৭৩ বছরের বৃদ্ধা সুনন্দাদেবী প্রয়াত প্রভাতবাবুর ছোট ছেলে বিশ্বপ্রিয় মুখোপাধ্যায়ের স্ত্রী। ভুবনডাঙা লাগোয়া প্রভাত সরণির বাড়িতে তিনি একা বাস করেন। তাঁর দুই ছেলের এক জন থাকেন দিল্লিতে, অন্য জন অস্ট্রেলিয়ায়। বাড়ি লাগোয়া তাঁদের তারের বেড়া দেওয়া একটি জমি রয়েছে। সেই জমির কিছু অংশের মালিকানা ঘিরেই ওই প্রোমোটার এবং তাঁর ছেলে গৌতম সুরানা তাঁকে হুমকি দিচ্ছেন বলে সুনন্দাদেবী পুলিশের কাছে অভিযোগ করেছেন।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
আশায় দিন গোনে গ্রাম
ভোটে ত্রিমুখী লড়াই
শিলিগুড়ির কলেজে
দক্ষিণবঙ্গ
বিএসএফ ক্যাম্পে গরু পাচারকারীদের হামলা
নেতার বসার চেয়ার
এল চেয়েচিন্তে
বর্ধমান
ভর্তি নেয়নি স্কুল, মুখ্যমন্ত্রীর
কাছে যাচ্ছেন অভিভাবকেরা
কাজ না করার অভিযোগে ছাঁটাই দশ ঠিকাশ্রমিক
পুরুলিয়া
শৌচাগারের দাবি বিষ্ণুপুরে
পুলিশ হেফাজত হল
না বৃদ্ধা খুনে অভিযুক্তের
মুর্শিদাবাদ
মাজদিয়া-কাণ্ডে ফের
জামিন নাকচ ছাত্রদের
কুপিলার ‘মন পেতে’
পুলিশের ভলিবল
মেদিনীপুর
অবশেষে ধান কেনা
শুরু ঝাড়গ্রামে
শাসকদলের কর্মীদের
মারধরের অভিযোগ
কলকাতা
২৫.৬/১২.৪
আজকের দিনে
•
জাতীয় ভোট দিবস।
• ১৯৫৪:
রাজনীতিবিদ
মানবেন্দ্রনাথ রায়ের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.