|
|
|
|
শাসকদলের কর্মীদের মারধরের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • গোয়ালতোড় |
দলীয় অফিসে বৈঠক করার সময়ে তৃণমূল সমর্থকদের উপরে হামলার অভিযোগ উঠেছে গোয়ালতোড়ের পিয়াশালা পঞ্চায়েতের কুঁদরিশোলে। অভিযোগের তির সিপিএমের বিরুদ্ধে। ঘটনায় দলের স্থানীয় নেতা শ্যাম গোস্বামী-সহ ১৩ জন জখম হয়েছেন এবং আহতদের মধ্যে ৩ জন গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভর্তি বলে তৃণমূল সূত্রের বক্তব্য। সোমবার রাতের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে ‘শাসক’ তৃণমূল। রাতেই রণজিৎ গিরি নামে এক সিপিএম সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার কুঁদরিশোল-সংলগ্ন হুমগড়ে ‘প্রতিবাদ সভা’ও করে তৃণমূল।
এ দিকে, উত্তেজনার পরিস্থিতিতে মঙ্গলবার সকালে পুলিশ এলাকায় ঢুকলে লাঠি-লোহার রড নিয়ে পুলিশের উপরেও শাসকদলের সমর্থকেরা চড়াও হয় বলে অভিযোগ। পুলিশ লাঠিচার্জ করলে পুলিশকে লক্ষ করে পাল্টা ইট ছোড়ে তৃণমূলের বাহিনী। এমনকী পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ইটের আঘাতে দু’জন পুলিশকর্মী অল্প জখমও হন। গোয়ালতোড়ের আইসি হিরন্ময় হোড় বলেন, “সোমবার রাতের গোলমালের ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে ওই গ্রামে পুলিশের টহলগাড়ি ঢুকলে কিছু লোক পুলিশকে তাড়া করে এবং পুলিশকে লক্ষ করে ইট ছোড়ে। তাতে গাড়ির কাচ ভেঙে যায়। দু’জন পুলিশকর্মীও জখম হয়েছিলেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।”
তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি দীনেন রায়ের অভিযোগ, “আগামী ২ ফেব্রুয়ারি বিভিন্ন দাবিতে মেদিনীপুর শহরে দলীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সমাবেশের জন্যই কুঁদরিশোলে দলীয় নেতৃত্ব ও কর্মীরা বৈঠক করছিলেন। সে সময়েই সিপিএমের সশস্ত্র বাহিনী হামলা চালায়।” আর মঙ্গলবার পুলিশের উপরে হামলা-প্রসঙ্গে দীনেনবাবুর বক্তব্য, “ঘটনাটি নিন্দনীয়। খোঁজ নিচ্ছি।”
সোমবার রাতে তৃণমূলের লোকজনের উপরে হামলার অভিযোগ নিয়ে সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার কোনও মন্তব্য করতে চাননি। তবে সিপিএম সূত্রের বক্তব্য, রাজ্যে পালাবদলের পর থেকেই এলাকাটি তৃণমূলের নিয়ন্ত্রণে। বহু সিপিএম নেতা-কর্মী এলাকা ছাড়া। তৃণমূলের উপরে হামলার অভিযোগ একেবারেই মনগড়া। ওই সূত্রের তরফে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই ইঙ্গিত করা হয়েছে। মঙ্গলবার সকালে দাসপুরের নাড়াজোল পঞ্চায়েতের দানিকোলা গ্রামে ফের তৃণমূল ও বিজেপি সমর্থকদের সংঘর্ষ বাধে। দু’পক্ষের ৪ জন জখম হন। উত্তেজনা থাকায় শুরু হয়েছে পুলিশি টহল। |
|
|
|
|
|