টুকরো খবর
দেরিতে পৌঁছল অ্যাডমিট, নালিশ
পরীক্ষা ছিল গত ডিসেম্বরের ১৮ তারিখে। আর ডাকযোগে পরীক্ষার্থীর কাছে অ্যাডমিট কার্ড পৌঁছল জানুয়ারির ২১ তারিখে। ডাক-বিভাগের কাছে এমনই অভিযোগ জমা পড়েছে। অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে সংশ্লিষ্ট সব মহলেই। ডাক-বিভাগ অবশ্য অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে। জঙ্গলমহল এলাকার নয়াগ্রাম ব্লকের বাসিন্দা বাহাদুর মুর্মু রাজ্য পুলিশের কনস্টেবল পদে যোগ দিতে চেয়ে আবেদন করেছিলেন। কনস্টেবল পদে নিয়োগের জন্য ডিসেম্বরের ১৮ তারিখেই লিখিত পরীক্ষা হয়ে গিয়েছে। এক মাস পর, জানুয়ারির ২১ তারিখে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড পান তিনি। তাঁর বাড়িতে ডাকযোগে এই কার্ড পৌঁছয়। এ বার আর কনস্টেবল পদের জন্য পরীক্ষা দেওয়া হল না বাহাদুরের। ক্ষুব্ধ এই চাকরিপ্রার্থীর অভিযোগ, ডাক বিভাগের উদাসীনতার ফলেই এ ধরনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ডাক-বিভাগের মেদিনীপুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট শশাঙ্কশেখর হাজরা বলেন, “অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।” তাঁর কথায়, “কেন এমন হল, কোথাও গাফিলতি ছিল না--সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।”

খড়্গপুরে খুন, কিনারা হয়নি
রেলশহরের খরিদায় ডাকাতদলের হাতে যুবক খুনের ঘটনায় মঙ্গলবারও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশের দাবি, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। কিছু সূত্র পাওয়া গিয়েছে। রবিবার গভীর রাতে খড়্গপুর শহরের খরিদা বাজার এলাকায় খুন হন সঞ্জয় সাহু নামে স্থানীয় এক যুবক। ডাকাতি রুখতে গিয়েই তাঁর প্রাণ যায়। ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। মঙ্গলবার অবশ্য এলাকার সমস্ত দোকানপাটই খোলা ছিল। কিন্তু, উদ্বেগ যেন কাটছে না। পুলিশের ধারণা, স্থানীয় কারও সঙ্গে দুষ্কৃতীদলের যোগ রয়েছে। না-হলে এলাকা সম্পর্কে তাদের এত স্পষ্ট ধারণা থাকত না। একই বক্তব্য স্থানীয় বাসিন্দাদেরও। পুলিশ জানিয়েছে, শহরে নজরদারি বাড়ানো হয়েছে। রাতে বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে। ফলে, উদ্বেগের কিছু নেই।

স্কুলের শতবর্ষপূর্তি
গোদাপিয়াশালের কাছে বেউচা প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব শুরু হল মঙ্গলবার। চলবে বৃহস্পতিবার অবধি মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ মুকুল রায় উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সুধীন বাগ, সুস্নাত জানা, বিদ্যালয় পরিদর্শক অজয় মহাপাত্র ও স্বাতী মণ্ডল প্রমুখ। ছাত্র-ছাত্রীদের শোভাযাত্রাও বেরোয়। এই উপলক্ষে তিন দিন ধরে হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, জাদু ও শিশু চলচিত্র প্রদর্শনী।

বাড়িতে আগুন
মেদিনীপুর সদর ব্লকের রামনগরের একটি বাড়িতে সোমবার রাতে হঠাৎ আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মেদিনীপুর থেকে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.