ভোটে ত্রিমুখী লড়াই শিলিগুড়ির কলেজে
ছাত্র সংসদ নির্বাচনে শিলিগুড়ি মহকুমায় অধিকাংশ কলেজে ত্রিমুখী প্রতিদ্বন্দিতা হচ্ছে। মঙ্গলবার শিলিগুড়ি কলেজ ও কমার্স কলেজে মনোনয়ন পত্র প্রত্যাহারের তারিখ ছিল। শিলিগুড়ি কলেজ থেকে ৩২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন। তার পরে সে চিত্রই প্রকাশ্যে আসে। দলীয় সূত্রের খবর, শিলিগুড়ি কলেজ, কমার্স কলেজ ছাড়াও পলিটেকনিক কলেজ এবং বাগডোগরা কলেজের ছাত্র সংসদ নির্বাচনে টিএমসিপি, ছাত্র পরিষদ এবং এসএফআই প্রার্থীদের মধ্যে সরাসরি লড়াই হবে। ছাত্র পরিষদ ও টিএমসিপির মধ্যে সরাসরি লড়াইয়ে অন্তত ২টি কলেজে বাড়তি সুবিধে আদায়ের জন্য মরিয়া এসএফআই। ছাত্র পরিষদের দার্জিলিং জেলা সভাপতি অমিত তালুকদার বলেন, “জোট নিয়ে টিএমসিপির সঙ্গে আলোচনা হয়নি। আমরা ৪টি কলেজের সবকয়টি আসনে প্রার্থী দিয়েছি। সবকটিতেই আমরা ছাত্র সংসদ দখল করার ব্যপারে আশাবাদী।” টিএমসিপির ছাত্র সংসদ দখল করার ব্যপারে আশার কথা জানানো হয়েছে। টিএমসিপির দার্জিলিং জেলা সভাপতি নির্ণয় রায় বলেন, “কলেজগুলি পুরোপুরি এসএফআই মুক্ত করতে জোটের প্রয়োজন রয়েছে। আমরা ছাত্র পরিষদের কাছে কয়েক দফায় আবেদন জানিয়েছি। তারা ইচ্ছুক হলে এখনও জোট করা সম্ভব। আমরা আশাবাদী। জোট না হলেও প্রত্যেকটি কলেজের ছাত্র সংসদ আমাদের দখলে আসবে। সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে রয়েছেন।” কলেজ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির চারটি কলেজ এবং সংলগ্ন সূর্য সেন কলেজে আগামী ৪ ফেব্রুয়ারি ছাত্র সংসদ নির্বাচন হবে। শিলিগুড়ি কলেজে ৪৫টি আসনের মধ্যে ছাত্র পরিষদ ৪৩টি আসনে প্রার্থী দিয়েছে। টিএমসিপির তরফে দাবি করা হয়েছে, তারা ৪৫টি আসনে প্রার্থী দিয়েছে। তার মধ্যে ২টিতে বিনা প্রতিদ্বদ্বিতায় জয়ী হয়েছে। এসএফআইয়ের দাবি, তারা সবগুলি আসনে প্রার্থী দিয়েছে। শিলিগুড়ি কমার্স কলেজে ২৪টি আসনে ছাত্র ও টিএমসিপি প্রার্থী দিয়েছে। ১৩টি আসনে প্রার্থী দিয়েছে এসএফআই। শিলিগুড়ি পলিটেকনিক কলেজের ৩০ টি আসনের ৬টিতে ত্রিমুখী লড়াই হচ্ছে। ওই কলেজে এসএফআই ৬ আসনে প্রার্থী দিয়েছে। বাকিগুলিতে টিএমসিপি ও ছাত্র পরিষদের মধ্যে লড়াই হবে। ছাত্র পরিষদের দাবি, পলিটেকনিক কলেজে ১০টি আসনে তারা বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়েছে। বাগডোগরা কলেজের ৪৬টি আসনেই প্রার্থী দিয়েছে তিন ছাত্র সংগঠন। একমাত্র সূর্য সেন কলেজে জোট করে ভোট লড়ছে টিএমসিপি ও ছাত্র পরিষদ। টিএমসিপি ৩৫টি আসনে এবং ছাত্র পরিষদ ১৩টি আসনে লড়াই করছে। এসএফআইয়ের দার্জিলিং জেলা সম্পাদক সৌরভ দাস বলেন, “বিভিন্ন কলেজে সন্ত্রাস তৈরি করে ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা করছে টিএমসিপি ও ছাত্র পরিষদ। শিলিগুড়ি কলেজে কয়েক দফায় আমাদের উপর হামলা হয়। তার পরেও এসএফআই সবগুলি আসনে প্রার্থী দিয়েছে। ছাত্রছাত্রীরা সব দেখছেন। এবারেও ছাত্র সংসদ দখল করব।” এদিন ২ জন ছাত্রী এসএফআইয়ের বিরুদ্ধে জোর করে নির্বাচনে দাঁড় করানোর অভিযোগ তুলে মনোনয়ন প্রত্যাহার করে নেন। ছাত্র পরিষদের ২ প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করেন। এসএফআইয়ের তরফে জোর করে প্রার্থী করানোর অভিযোগ অস্বীকার করা হয়েছে। শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ মলয় করঞ্জাই জানান, ৪৫টি আসনের জন্য ১৪৯ মনোনয়ন জমা দিয়েছিলেন। ৩২ জন প্রত্যাহার করেন। শিলিগুড়ি কমার্স কলেজের অধ্যক্ষ জানান, ৫ জন মনোনয়ন প্রত্যাহার করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.