রবি-জীবনীকার প্রভাত মুখোপাধ্যায়ের পুত্রবধূকে জমি বিক্রি করতে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক প্রোমোটারের বিরুদ্ধে। বোলপুরের ৮ নম্বর ওয়ার্ডের প্রভাত সরণির বাসিন্দা বৃদ্ধা সুনন্দা মুখোপাধ্যায় মঙ্গলবার দুপুরে বোলপুর থানায় এই অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, স্থানীয় প্রোমোটার চম্পালাল সুরানা ও তাঁর ছেলে গৌতম সুরানা বসত জমি বিক্রি করে দেওয়ার জন্য তাঁকে চাপ দিচ্ছেন। ওই জমির মালিকানা নিয়ে বিবাদ হওয়ায়, ‘পরিণাম ভাল হবে না’ বলে তাঁরা হুমকি দেন বলে সুনন্দাদেবীর অভিযোগ। বীরভূমের পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “অভিযোগ পেয়েছি। এই ধরনের হুমকি দেওয়ার ঘটনা মেনে নেওয়া যায় না। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” অভিযোগ অবশ্য মানেননি প্রোমোটার-পুত্র গৌতমবাবু।
প্রায় ৭৩ বছরের বৃদ্ধা সুনন্দাদেবী প্রয়াত প্রভাতবাবুর ছোট ছেলে বিশ্বপ্রিয় মুখোপাধ্যায়ের স্ত্রী। ভুবনডাঙা লাগোয়া প্রভাত সরণির বাড়িতে তিনি একা বাস করেন। তাঁর দুই ছেলের এক জন থাকেন দিল্লিতে, অন্য জন অস্ট্রেলিয়ায়। বাড়ি লাগোয়া তাঁদের তারের বেড়া দেওয়া একটি জমি রয়েছে। সেই জমির কিছু অংশের মালিকানা ঘিরেই ওই প্রোমোটার এবং তাঁর ছেলে গৌতম সুরানা তাঁকে হুমকি দিচ্ছেন বলে সুনন্দাদেবী পুলিশের কাছে অভিযোগ করেছেন। গত বছর চম্পালাল সুরানা সুনন্দাদেবীর বাড়ি লাগোয়া একটি জায়গা কিনে নেওয়ার পর থেকে গণ্ডগোলের সূত্রপাত। |
এই কাঁটা তারের বেড়া সরানো নিয়ে বিতর্ক। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
পুলিশের কাছে সুনন্দাদেবী অভিযোগ করেন, “সেপ্টেম্বর মাস থেকে ওই প্রোমোটার আমাকে বলে আসছেন, আমরা নাকি তাঁর জমি দখল করে আছি। তাঁকে জানাই আমরাই ওই জমির মালিক। তাঁদের কোথাও ভুল হচ্ছে। আমার দুই ছেলের সঙ্গে এ ব্যাপারে তাঁকে যোগাযোগও করতে বলি। কিন্তু তিনি সোমবার লোকজন নিয়ে এসে জোর করে আমার জমির তারের বেড়া ও খুঁটি খুলে ফেলেন। প্রতিবাদ জানালে তিনি এবং তাঁর ছেলে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। ভবিষ্যতে বেড়া লাগাতে গেলে পরিণাম ভাল হবে না বলেও হুমকি দেন।”
সুনন্দাদেবী জানান, বাড়ি ও ফাঁকা জায়গা মিলিয়ে তাঁদের প্রায় এক বিঘা জমি রয়েছে। তিনি অভিযোগ করেন, ওই প্রোমোটার ইতি পূর্বে বেশ কয়েক বার বাড়ির পাশের ফাঁকা জমি বিক্রি করার জন্য তাঁকে চাপ দেন। তিনি বলেন, “বার বার তাঁরা ওই জমি বিক্রি করার জন্য চাপ দিচ্ছেন। আমরা স্পষ্টই জানিয়েছি, এই ঐতিহ্যময় জমি আমরা বিক্রি করব না। তাও তাঁরা আমার উপর মানসিক চাপ সৃষ্টি করছেন। এই হুমকির ফলে আমি অসুস্থ হয়ে পড়েছি। জীবন হানির আশঙ্কা করছি।” ফোন করেও চম্পালালবাবুর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর ছেলে গৌতমবাবু বলেন, “সোমবার সুনন্দাদেবীকে কোনও রকম হুমকি দেওয়া হয়নি। জমির বেড়া ভাঙা হয়নি। তিনি মিথ্যা অভিযোগ করেছেন।” |