এক পড়শিকে খুনের দায়ে তিন ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। কাশীপুর থানার রাজড়া গ্রামের বাসিন্দা নিমাই বাউরি ২০১০ সালের ৭ জানুয়ারি খুন হন। নিমাইবাবুর দেহ তালাজুরি ইন্দ্রবিল রাস্তার উপরে পড়েছিল। তাঁর গলায় সাইকেলের চেন জড়ানো ছিল। নিমাইবাবুর স্ত্রী লবু বাউরি তিন পড়শি সাধু বাউরি, পরান বাউরি ও পরীক্ষিত বাউরির নামে খুনের অভিযোগ করেছিলেন। সরকারি আইনজীবী সুবোধ চট্টোপাধ্যায় জানান, লবুদেবি স্বনির্ভর দলের নেত্রী ছিলেন। ওই এলাকাতে একটি মদের ঠেক তোলায় তিনি মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। মিছিলে নিমাইবাবুও ছিলেন। ঘটনার পর থেকে একাংশ বাসিন্দার বিরাগ ভাজন হন। তার জেরেই নিমাইবাবু খুন হন। মঙ্গলবার পুরুলিয়া আদালতের অতিরিক্ত দায়রা বিচারক মনোজিত মণ্ডল তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। |
পথ দুর্ঘটনায় জখম হল ট্রাকচালক-সহ তিন জন। মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটে মানবাজার-বান্দোয়ান রাস্তায়, কুমারি গ্রামের কাছে। ট্রাকচালক পুরুলিয়ার দুবড়ার বাসিন্দা আনন্দ প্রামাণিক বলেন, “আমরা দুবড়া থেকে কয়লা নিয়ে রানিবাঁধ যাচ্ছিলাম। তখন প্রায় সাড়ে পাঁচটা বাজে। ঢালু রাস্তা দিয়ে নামছিলাম। বাঁকের কাছে উল্টো দিক থেকে আসা একটি বাস সামনে এসে পড়ে। নিয়ন্ত্রণ না থাকায় গাড়িকে পাশের জমিতে নামানোর চেষ্টা করতে উল্টে যায়।
|
বিভিন্ন দাবি নিয়ে প্রায় চারশো জন প্রতিবন্ধী মঙ্গলবার সিমলাপাল ব্লকের মণ্ডলগ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখালেন। পরে তাঁদের একটি প্রতিনিধি দল পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি দেন। প্রতিবন্ধীদের মাসিক ভাতা, বিপিএল কার্ড, ইন্দিরা আবাস যোজনায় বাড়ি, যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া-সহ ১৪ দফা দাবিতে তাঁরা এই বিক্ষোভ দেখান। রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর জেলা নেতা বাদল রুহিদাসের অভিযোগ, “সরকারি ভাবে প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার কথা। কিন্তু মণ্ডলগ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিবন্ধীরা কোনও সুযোগ সুবিধা পাচ্ছেন না। বাধ্য হয়ে আমরা পঞ্চায়েত ঘেরাও করেছি। স্মারকলিপিও দিয়েছি।” প্রধান, সিপিএমের মলয় ঘোষ বলেন, “স্থানীয় দাবি পূরণ করার চেষ্টা করব।”
|
বধূর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল অজ্ঞাতপরিচয়ের এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পাত্রসায়র থানার ডান্না থেকে বেতুড় গ্রামে যাওয়ার মোরাম রাস্তায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাত্রসায়রের বিউর গ্রামের বাসিন্দা, পেশায় অঙ্গনওয়াড়ি সহায়িকা ওই বধূটি এ দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে তাঁর কর্মস্থল ডান্না গ্রামের অঙ্গনওয়াড়িকেন্দ্রে যাচ্ছিলেন। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে বধূটি জানিয়েছেন, ডান্না গ্রামে ঢোকার আগে রাস্তায় এক অচেনা যুবক তাঁর শ্লীলতাহানি করে।
|
বোরো থানার বড়গড়িয়াতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে একটি প্রশিক্ষণ শিবির। ৩০ জানুয়ারি পর্যন্ত শিবির চলবে। স্বেচ্ছাসেবী সংস্থার প্রকল্প আধিকারিক এস কে প্রধান জানান, রামকৃষ্ণ মিশন, লোকশিক্ষা পরিষদ, কারিগরি দফতরের সহায়তায় এবং সার্বিক স্বাস্থ্য বিধান কর্মসূচির অন্তর্গত ইউনিসেফের প্রকল্পে মানবাজার এক ও দু’নম্বর ব্লকে কয়েকটি স্কুলে শৌচাগার তৈরি চলছে। আধুনিক শৌচাগার নির্মাণের কৌশল সম্পর্কে ধারনা দিতে মিস্ত্রিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পুরুলিয়া জেলাপরিষদের কাছ থেকে অর্থ মিলেছে।
|
সোমবার রাতে গাড়ি চোরাই চক্রের এক পাণ্ডা গ্রেফতার হয়েছে। ধৃত ব্যক্তির নাম বারুদ আনসারি। বাড়ি পাড়া থানার দুয়ারি মহল গ্রামে। পুলিশ জানিয়েছে বারুদের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।
|
মুকুটমণিপুরে কংসাবতীর সেচখালের লকগেটে আটকে থাকা অজ্ঞাতপরিচয় এক প্রৌঢ়ের দেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে ওই লকগেটে দেহটি আটকে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করেছে। |