l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
•
বোলপুরে বৃদ্ধা খুনের কিনারা...
• মণীশ অগ্রবাল হত্যাকাণ্ড....
• খোঁড়া বাদশার আত্মসমর্পণ...
বিস্তারিত
শীতের বাজার ভরে উঠেছে নানা শাকসব্জিতে। কী নেই সেই ভাণ্ডারে! উদাহরণের
সালতামামিতে না গিয়ে সোজা ঢুকে পড়া যাক
আপনার রান্নাঘ
র-এ। ঘটে যাক
স্বাদবদল
। সঙ্গে অন্য রকমের বিভিন্ন খবর নিয়ে
সংবাদের হাওয়াবদল
।
পরিচিত কেউই খুনি, মনে করছে পুলিশ
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন
পরিচিত কারও হাতেই রেণুকা সরকার খুন হয়েছেন বলে প্রাথমিক তদন্তে ধারণা পুলিশের। বেশ কিছু বিষয় খতিয়ে দেখে পুলিশের সন্দেহ, শুক্রবার রাতে নিজের শান্তিনিকেতনের বাড়ির দোতলার দরজা পরিচিত কারও ডাকেই খুলে দিয়েছিলেন ওই বৃদ্ধা। তার পর আততায়ী তাঁকে শ্বাসরোধ করে মারে। ওই ঘটনায় রবিবার পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে ওই বাড়ির কেয়ারটেকার উজ্জ্বল তপাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শনিবার দুপুরে পুলিশ কুকুর বৃদ্ধার ঘর থেকে বেরিয়ে ওই কেয়ারটেকারের ঘর পর্যন্ত গিয়েছিল। বীরভূমের পুলিশ সুপার হৃষীকেশ মিনা এ দিন বলেন, “প্রাথমিক ভাবে আমাদের ধারণা, ওই বৃদ্ধাকে তাঁরই ঘনিষ্ঠ কেউ খুন করে থাকতে পারে। তদন্তে তেমন কিছু অগ্রগতি হয়নি। তবে বাড়ির কেয়ারটেকারের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। কেয়ারটেকার ও তাঁর স্ত্রীকে দফায় দফায় জেরা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ করা হবে।” কেয়ারটেকারের জবানবন্দির ভিত্তিতে একটি খুনের মামলা রুজু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ সূত্রের খবর, ওই ঘর থেকে একটি বালিশ উদ্ধার করা হয়েছে, যেটিতে রক্তের দাগ ছিল।
বিস্তারিত...
ট্রেনে গুলি, জেনেও কী ভাবে ভুলে গেলেন কর্তারা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ট্রেনের মধ্যে গুলি চলল। যাত্রীরা টের পেলেন। কিন্তু জানতেই পারলেন না ট্রেনের চালক, গার্ড এবং কর্তব্যরত আরপিএফ জওয়ানেরা। যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে টিকিট পরীক্ষক হাওড়ায় রেল কন্ট্রোলে জানিয়েছিলেন। হাওড়া থেকে আসানসোল স্টেশনের রেলকর্তাদের কাছে খবর পৌঁছলেও তাঁরা তা বেমালুম ভুলে গেলেন! আসানসোল স্টেশন থেকে ট্রেনটি যখন ছেড়ে চলে যাচ্ছে, তখন যাত্রীদের হইচইয়ে টনক নড়ে। উদ্ধার করা হয় গুলিতে নিহত এক ঠিকাকর্মী এবং আহত অন্য এক ঠিকাকর্মীকে। জম্মুগামী হিমগিরি এক্সপ্রেসে ওই ঘটনার প্রাথমিক তদন্তে এমন চমকপ্রদ তথ্য পেয়েছেন রেল পুলিশের তদন্তকারী অফিসারেরা। শুক্রবার মাঝরাতে হাওড়া থেকে আসানসোলের মধ্যেই হিমগিরিতে গুলি চলে। আসানসোলের স্টেশনকর্তারা সেটা জেনেও ভুলে গেলেন কী ভাবে? সরাসরি জবাব মেলেনি। ফলে রহস্য ঘোরালো হয়েছে। রেল পুলিশ সূত্রের খবর, ঘটনার পরে কামরার এক যাত্রী বিষয়টি কর্তব্যরত এক টিকিট পরীক্ষককে জানিয়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে তা জানিয়ে দেন হাওড়া কন্ট্রোলে। তারা বিষয়টি জানিয়ে দেয় আসানসোল স্টেশনের ম্যানেজারকে।
বিস্তারিত...
মকরস্নানের দিনেও ভুগতে হল পুণ্যার্থীদের
কুন্তক চট্টোপাধ্যায় • গঙ্গাসাগর
শুভাশিস ঘটক • কাকদ্বীপ
কনকনে ঠান্ডায় তাঁরা সারারাত অপেক্ষা করেছেন লট-৮ জেটিঘাটে। ভেবেছিলেন রবিবার মকর-স্নানের ভোরে নিশ্চিন্তে পৌঁছে যাবেন সাগরতটে। ‘পুণ্যস্নান’ সারবেন। কিন্তু বিধি বাম! ভোর ৫টায় মুড়িগঙ্গায় ভাটা। শনিবার প্রশাসনিক অব্যবস্থার জন্য যে দুর্ভোগ দিনভর নাকাল করেছে পুণ্যার্থীদের, রবিবারেও তার থেকে মুক্তি মিলল না। ‘মাহেন্দ্র ক্ষণে’ ডুব দেওয়া হল না দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা লাখো পুণ্যার্থীর। রবিবার ভোর ৫টা। কাকদ্বীপের লট-৮ জেটিঘাট তখন কুয়াশায় মোড়া। ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার পুণ্যার্থী। অপেক্ষা করছেন কচুবেড়িয়া যাওয়ার ভেসেলের জন্য। হঠাৎই মাইকে ঘোষণা, ‘ভাটার জন্য ভেসেল চলাচল বন্ধ রাখা হচ্ছে’। ভিড়ের মধ্যে মৃদু গুঞ্জন কিছু ক্ষণের মধ্যেই প্রকাশ্য ক্ষোভে পরিণত হল। সেই ভিড়ে দাঁড়িয়ে নানা জনকে বারে বারে সময় জিজ্ঞাসা করছিলেন উত্তরপ্রদেশের আজমগড় থেকে আসা ইরাবতী দেবী। বয়স ষাট পেরিয়েছে। আপাদমস্তক মোটা চাদরে ঢাকা প্রৌঢ়ার মুখে একরাশ বিরক্তি। সঙ্গে দুশ্চিন্তাও। আর বোধহয় ‘মাহেন্দ্র ক্ষণ’-এ স্নান করা হল না! প্রৌঢ়ার কথায়, “শনিবার দুপুর ১২টার মধ্যে ডায়মন্ড হারবারে চলে এসেছি।
বিস্তারিত...
ছেলের স্মৃতিতে দম্পতির
৩০ লক্ষ রামকৃষ্ণ মিশনকে
শুভাশিস সৈয়দ • সারগাছি
অকালে মারা গিয়েছে একমাত্র সন্তান। সেই ছেলের স্মৃতি রক্ষার্থে মুর্শিদাবাদের সারগাছি রামকৃষ্ণ মিশনকে ৩০ লক্ষ টাকা দান করলেন বিমলচন্দ্র ঘোষ ও তাঁর স্ত্রী বুলবুলদেবী। ওই টাকায় তাঁদের দাতব্য চিকিৎসালয়টির আধুনিকীকরণ করা হবে বলে জানিয়েছেন মিশন কর্তৃপক্ষ। বিমলবাবু রাজ্য উদ্যানপালন দফতরের অবসরপ্রাপ্ত অধিকর্তা। তাঁর ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবাঞ্জন (ডাকনাম মুকুল) পুণেতে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। সেখানে ভাড়াবাড়িতে মায়ের সঙ্গে থাকতেন। ২০১০-এর ফেব্রুয়ারির শেষ দিকে কয়েক দিনের জন্য বুলবুলদেবী কলকাতায় এসেছিলেন। দেবাঞ্জন তখন পুণেতে একা। ২৭ ফেব্রুয়ারি ওই বাড়িতেই তাঁর দেহ পাওয়া যায়। দেবাঞ্জন যে সংস্থায় চাকরি করতেন, তারাই পুলিশকে খবর দিয়েছিল। বিমলবাবু বলেন, “কী করে ছেলে মারা যায়, তা আমাদের কাছে স্পষ্ট নয়। ময়না-তদন্তের রিপোর্টে বলা হয়েছে, হৃদরোগে ও মারা গিয়েছে। কিন্তু ভিসেরা-পরীক্ষার ফল এখনও পাইনি।” তবে বিমলবাবুর সংযোজন, “হজমের একটা সমস্যা ছিল মুকুলের। ওই রাতে খাওয়া-দাওয়ার পরে অসুস্থ হয়ে মারা গিয়েছিল কি না, জানি না।”
বিস্তারিত...
প্রশাসনের নাকের ডগায় রমরমিয়ে চলছে চিটফান্ড
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
আরামবাগ শহরে রমরমিয়ে বাড়ছে চিটফান্ডের ব্যবসা। রীতিমতো অফিস খুলে এই ব্যবসা চলছে পুলিশ-প্রশাসনের চোখের সামনে। বহু মানুষকে প্রতারিত করে এই ধরনের একাধিক সংস্থা ব্যবসা গুটিয়ে উধাও হয়ে গিয়েছে, এমনই অভিযোগ তুলে এবং প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানিয়ে সম্প্রতি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সাধারণ মানুষ। আরামবাগের মহকুমাশাসক অরিন্দম নিয়োগী বলেন, “কয়েক জন এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন। ৮টি সংস্থার নামে অভিযোগ হয়েছে। পুলিশকে তদন্ত করতে বলা হয়েছে। রিপোর্ট এলেই বোঝা যাবে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।” সাধারণ মানুষের অভিযোগ, শহরের নানা জায়গায় ঘর ভাড়া নিয়ে অন্তত ৩০টি চিটফান্ডের অফিস চলছে। অধিকাংশ অফিস আরামবাগ বাসস্ট্যান্ড, গৌরহাটি মোড়, বাসুদেবপুর মোড়, হাসপাতাল মোড়ের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এই সব জায়গা থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে থানা, মহকুমাশাসকের দফতর, এসডিপিও দফতর। জমা রাখা টাকা অল্প দিনে দ্বিগুণ বা তিন গুণ করার লোভ দেখিয়ে এজেন্টের মাধ্যমে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করছে সংস্থাগুলি।
বিস্তারিত...
বার্নপুরে বাজারে পুড়ল দেড়শো দোকান
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
পুড়ে গেল বার্নপুরের ইস্কো ডেলি মার্কেটে প্রায় দেড়শোটি দোকান। রবিবার ভোর রাতের ঘটনা। নষ্ট হয়েছে বহু টাকার সম্পত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, ইস্কোর চিফ এক্সিকিউটিভ অফিসার নওলকিশোর ঝা এবং মহকুমা প্রশাসনের আধিকারিকেরা। ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ দিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানোর আশ্বাস দেন মলয়বাবু। আসানসোলের মহকুমাশাসক সন্দীপ দত্ত জানান, ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরি করে জেলাশাসকের কাছে পাঠানো হবে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ দিন ভোর তিনটে নাগাদ বাজারের পশ্চিম প্রান্তে আগুনের ফুলকি দেখা যায়। দোকানদারেরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু উত্তুরে হাওয়ায় নিমেষের মধ্যে দোকানের বাঁশ, শালকাঠের খুঁটি ও পলিথিনের ছাউনি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। দ্রুত এক দোকান থেকে অন্য দোকানে ছড়িয়ে পড়ে আগুন। দোকানদারেরা আপ্রাণ চেষ্টা করেন জিনিসপত্র ও টাকার বাক্স সরিয়ে ফেলতে। কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে অধিকাংশ ক্ষেত্রেই তা বাঁচানো যায়নি।
বিস্তারিত...
ধরা হয়নি কাউকে, প্রশ্ন পুলিশের নিরপেক্ষতা নিয়ে
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর
মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয়ে শিক্ষক নিগ্রহ নিয়ে অভিযোগ হওয়ার চব্বিশ ঘণ্টা পরেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বরং পুলিশের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন সিপিএম নেতারা। শনিবার দুপুরে এই বিদ্যালয়ে ঢুকে সহকারী প্রধানশিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে স্কুলেরই পরিচালন সমিতির সদস্য তৃণমূলের স্থানীয় নেতা দিলীপ সাহার বিরুদ্ধে। ফেল করা ছাত্রদের পাশ করানোর দাবি করতে গিয়ে তিনি দীপক গুহরায় নামে ওই শিক্ষককে চড় মারেন বলে চাকদহ থানায় অভিযোগ করা হয়েছে। ওই থানাতেই মারধরের পাল্টা অভিযোগ দায়ের করেন দিলীপবাবুও। তার ভিত্তিতে পুলিশ ওই দু’জনের বিরুদ্ধেই সমান চারটি ধারায় অভিযোগ দায়ের করেছে। সব ক’টি ধারাই জামিনযোগ্য। স্থানীয় সিমিএম নেতাদের অবশ্য দাবি, মদনপুরের ঘটনায় পুলিশ ঢিলেমি করলেও সম্প্রতি মাজদিয়ার সুধীরঞ্জন কলেজের অধ্যক্ষকে নিগ্রহের ঘটনায় রাতারাতি এসএফআই সমর্থক তিন ছাত্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করে তাদের গ্রেফতার করা হয়েছিল। সেক্ষেত্রে কলেজে শিক্ষকদের মারধরের পাশাপাশি সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগও করা হয়েছিল। কিন্তু মদনপুর স্কুলের ঘটনায় ওই তৃণমূল নেতার বিরুদ্ধে তেমন কোনও অভিযোগ করা হয়নি।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
পুলিশকে এসএমএসে
‘হুমকি’ দিলেন তৃণমূল নেতা
অপহরণকারী দল
বিহারের, বলছে পুলিশ
দক্ষিণবঙ্গ
শিল্পাঞ্চলে বাড়ছে
চুরি-ডাকাতি, ক্ষোভ
রাস্তার হাল খারাপ,
সমস্যায় বহু মানুষ
বর্ধমান
রূপনারায়ণকে হারিয়ে
দিল দামোদর
হেরিটেজ হোক
দ্বারকানাথের খনি-বাংলো
পুরুলিয়া
শীত উপেক্ষা করে টুসু
ভাসানে সামিল বৃদ্ধরাও
মকরসংক্রান্তিতে ঢল
নামল তন্ত্রেশ্বরে
মুর্শিদাবাদ
সিপিএম দফতর
থেকে ‘বোমা’ উদ্ধার
দুষ্কৃতীর ধরতে গিয়ে
গ্রামে আটক পুলিশ
মেদিনীপুর
সন্ত্রাস ভুলে মকর-পরবের
আনন্দে মাতল জঙ্গলমহল
‘পরিবর্তনের হাওয়া’য়
উড়ছে ঘুড়ি
কলকাতা
২৩.০/১০.০
আজকের দিনে
• ১৯৭৪:
ব্রিটিশ মডেল
কেট মসের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.