৬ ধর্মবিশ্বাস, বিবেক।
৭ নতুনত্বপ্রাপ্তি।
৯ সংকোচ ও কুণ্ঠা।
১০ বেদাধ্যায়ী, বেদশিক্ষক।
১১ বাধাহীন, উদ্দাম।
১২ উপাসনা, আরাধনা।
১৩ প্রলয়কালের সৃষ্টিনাশক অগ্নি।
১৪ মোটামুটি, গড়পড়তা।
১৬ সমাদর, আতিথ্য।
১৮ আকাশের মণি অর্থাৎ সূর্য।
২০ পান্থশালা।
২১ অসংযত, যথেচ্ছাচারী।
২৩ শিব।
২৫ রঙ্গালয়, প্রেক্ষাগৃহ।
২৭ করুণা, দয়া, কৃপা।
২৯ রোজগার, প্রাপ্তি।
৩১ উপনিবেশ।
৩২ সুবিচার করতে সমর্থ।
৩৪ শিবপত্নী দুর্গা।
৩৫ বান্ধবদের সঙ্গে।
৩৬ আশ্রয়হীন, অসহায়।
৩৭ শপথ, দিব্যি। |
|
১ অভাব, টানাটানি।
২ ফাঁকা, নির্জন।
৩ অস্থির, উচাটন।
৪ আমোদপ্রমোদের
জন্য ব্যবহৃত উদ্যান।
৫ তুরস্কের প্রাচীন
নৃপতিদের উপাধি।
৬ এই সুযোগে।
৮ সংসার সমুদ্র।
১৫ অব্যাহতি, নিষ্কৃতি।
১৬ কোষাগার।
১৭ অশ্বারোহী সৈন্যদলের
অধিনায়ক।
১৯ যুদ্ধ, অভিনয় প্রভৃতির
জন্য প্রস্তুতি।
২০ ভয়মিশ্রিত শ্রদ্ধা।
২২ লোহার মরচে।
২৪ যমালয়।
২৬ মনঃসংযোগ।
২৮ অতিশয় মহিমাপূর্ণ।
৩০ সমুদ্র, উভয় তীর।
৩১ কনিষ্ঠা ভগিনী।
৩২ বাজারে বিক্রয়ের ব্যবস্থা করা।
৩৩ বৈষ্ণবদের ললাটে অঙ্কিত
পুষ্পকলির মতো তিনক। |