• শান্তিনিকেতনে রেণুকা সরকার খুনের ঘটনায় গ্রেফতার বাড়ির কেয়ারটেকার উজ্জ্বল তপাদার ও তার স্ত্রী। পুলিশি জেরার মুখে খুনের কথা স্বীকার করেছেন তারা। আজ তাদের বোলপুর মহকুমা আদালতে তুলে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে রাখার আবেদন জানাবে পুলিশ ।
• ২০০৮ সালে খুন হন চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের ছাত্র দমদমের মণীশ অগ্রবাল। খুনের কিনারা হয়নি আজও। মণীশের পরিবারের পক্ষ থেকে সম্প্রতি সিবিআই তদন্তের আবেদন জানানো হয়। তার পর থেকেই ৫০ লক্ষ টাকার দাবি করে ফোনে হুমকি আসতে শুরু করে। বিষয়টি নিয়ে আবার তদন্ত শুরু করেছে পুলিশ।
• ডায়মন্ড হারবার আদালতে আত্মসমর্পণ করল বিষমদ কাণ্ডের মূল অভিযুক্ত খোঁড়া বাদশা। মগরাহাট-সহ দুই ২৪ পরগনার বিভিন্ন অঞ্চলে বেআইনি চোলাই কারবার চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিষমদ কাণ্ডের পর থেকেই আত্মগোপন করেছিলেন তিনি। আজ তোলা হবে আদালতে। খোঁড়া বাদশাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিআইডি।
• রানাঘাট হাসপাতালের মাঠে ৩ জনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার। ঘটনার তদন্তে নেমে ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ। আজ তাদের তোলা হচ্ছে আদালতে। পুলিশের অনুমান, এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
• রামপুরহাট কলেজে অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় আত্মসমর্পণ ১০ জন টিএমসিপি সদস্যের। আজ দুপুরে তাদের তোলা হবে আদালতে।
• আজ তাপমাত্রা সামান্য বেড়ে দাঁড়াল ১১.৪ ডিগ্রিতে। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর শীত এখনই উধাও হওয়ার কোনও সম্ভাবনা নেই।
• আজ রাজ্য মন্ত্রীসভার সম্প্রসারণ । স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য ও অরূপ বিশ্বাস। তবে কে কোন পদের দায়িত্ব পাবেন তা এখনও স্পষ্ট নয়। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪.১৫-তে রাজভবনে। |