l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
মমতার নীতি মেনে জমি কিনতে যাচ্ছে এনটিপিসি
সৌমেন দত্ত • কাটোয়া
কাটোয়ায় প্রস্তাবিত তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য সরাসরি চাষিদের কাছ থেকে জমি কেনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে এনটিপিসি। এর জন্য প্রয়োজনে চাষিদের বাড়ি বাড়ি যাবেন সংস্থার কর্মীরা। বিনিয়োগ করা হবে প্রায় ১২ হাজার কোটি টাকা। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার আগে যে দরে জমি অধিগ্রহণ করেছিল, মোটামুটি তা-ই দেওয়া হবে বলেও স্থির হয়ে গিয়েছে। ফলে, রাজ্যে শিল্প গড়তে গেলে শিল্পোদ্যোগীদেরই জমি কিনতে হবে বলে যে নীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, এনটিপিসি-র এই উদ্যোগের মধ্যে দিয়ে তারই পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। দু’দিন আগেই কলকাতায় ‘বেঙ্গল লিড্স’ শীর্ষক শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জমি অধিগ্রহণ করে না দিলেও প্রয়োজনে সরকার সব রকম সহায়তা করবে। কিন্তু কী কী ভাবে সেই ‘সহায়তা’ করা হবে তা ব্যাখ্যা করা হয়নি। ফলে শিল্পপতিরাও বিশেষ ‘আশ্বস্ত’ হতে পারেননি। কেননা যে রাজ্যে বড় জমিমালিক প্রায় নেই, সিংহভাগ জমি ক্ষুদ্র ও মাঝারি চাষিদের হাতে ছড়িয়ে রয়েছে, সেখানে সরকারের সাহায্য ছাড়া এক লপ্তে বড় জমি কেনা নিয়ে শিল্পমহলের সংশয় রয়েছে। বুধবারই কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিৎজ মন্তব্য করেন, শুধু পশ্চিমবঙ্গ কেন, সরকারি হস্তক্ষেপ ছাড়া পৃথিবীর কোনও প্রান্তেই শিল্পের জন্য জমি পাওয়া সম্ভব নয়। পূর্বতন বাম সরকারের কর্ণধার বুদ্ধদেব ভট্টাচার্য-নিরুপম সেনরাও এত দিন এই সওয়ালই করে আসছিলেন।
বিস্তারিত...
অধ্যক্ষকে আটকাতে আন্দোলন,
ব্যতিক্রম জলপাইগুড়ির ছাত্রেরা
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি
অধ্যক্ষের বদলি রুখতে বৃহস্পতিবার থেকে রিলে অনশন শুরু করেছেন জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীরা। কলেজের অধ্যক্ষ শুভাশিস মুখোপাধ্যায়ের বদলির সিদ্ধান্তের প্রতিবাদে গত সোমবার থেকেই আন্দোলন শুরু করেছে কলেজের ছাত্র সংসদ। সম্প্রতি রাজ্যের কারিগরি শিক্ষা কাউন্সিল থেকে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের অধ্যক্ষ শুভাশিস মুখোপাধ্যায়কে কলকাতার জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজে বদলির নির্দেশ জারি করা হয়। দীর্ঘদিন ধরে একই কলেজে থাকা অধ্যক্ষদের অন্যত্র বদলির বিষয়ে সম্প্রতি রাজ্য কাউন্সিল সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই শুভাশিসবাবু-সহ রাজ্যের মোট ৭ জন অধ্যক্ষকে বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। অধ্যক্ষ শুভাশিসবাবু প্রায় ৬ বছর ধরে জলপাইগুড়ি কলেজের দায়িত্বে থাকায় তাঁরও বদলির নির্দেশ জারি হয়। বদলির নির্দেশের পরেই প্রতিবাদ শুরু করেন ছাত্রছাত্রীরা। গত সোমবার বদলির সিদ্ধান্তের প্রতিবাদে পথ অবরোধ করার পরে মঙ্গলবার ও বুধবার কলেজে ক্লাস বয়কট করে প্রতিবাদ জানান ছাত্ররা।
বিস্তারিত...
বোমা বাঁধায় হাতেখড়ি দেয় বাবা-কাকাই
কেদারনাথ ভট্টাচার্য • পূর্বস্থলী
বছর দেড়েক আগের কথা। ফুটবল মাঠের দখলকে কেন্দ্র করে বিবাদ বাধে মাঠের দু’পাশের দুই গ্রামের মধ্যে। মন কষাকষি, বচসা থেকে তা গড়ায় মারামারিতে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তো হতবাক। খেলার মাঠের দখল নিতে তখন বন্দুক, পিস্তল, বোমা হাতে আসরে নেমেছে সমাজবিরোধীরা। দূরে দাঁড়িয়ে দু’দলের লড়াই দেখতে দেখতে এক পুলিশ অফিসার বলে ফেলেন, “ওদের কাছে এমন সব অস্ত্র রয়েছে যে, থানার এই কয়েক জন কর্মী ও বন্দুক নিয়ে ওখানে ঢুকতে যাওয়া বোকামি।” পূর্বস্থলীর আলুনির মাঠ ও ঘোষপাড়ার মধ্যে সংঘর্ষ যখন থামে তত ক্ষণে মৃত্যু হয়েছে জনা চারেক গ্রামবাসীর। সামান্য বচসা থেকে হাতে অস্ত্র তুলে নেওয়ার এমন ‘রেওয়াজ’ অবশ্য পূর্বস্থলীতে নতুন নয়। চরের জমি দখল নিয়ে দ্বন্দ্ব। রাখাল বালকদের মধ্যে তর্কাতর্কি। জমির ফসল গরুতে খাওয়া নিয়ে বিবাদ-সহ নানা ছোটখাট কারণেও মাঝেমধ্যে বোমা-গুলির লড়াইয়ে অশান্ত হয়ে ওঠে পূর্বস্থলী। সম্প্রতি পূর্বস্থলী কলেজে ছাত্র সংঘর্ষের পরে বিধায়কের সঙ্গে জখমদের নবদ্বীপ হাসপাতালে দেখতে গিয়ে গুলিতে খুন হন তৃণমূল নেতা সজল ঘোষ। ঘটনায় মূল অভিযুক্ত ওই কলেজের এসএফআই নেতা লোকনাথ দেবনাথকে এখনও ধরতে পারেনি পুলিশ। পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের দাবি, গুলির লক্ষ ছিলেন তিনিই।
বিস্তারিত...
সরকারি জমি দখল, অভিযুক্ত শিক্ষক সংগঠন
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
প্রশাসনিক পদক্ষেপে বন্ধ হয়ে গেল কংগ্রেসের শিক্ষক সংগঠন ডব্লিউ বি টি এ-এর জেলা কার্যালয়ের অবৈধ নির্মাণ। বহরমপুর শহরের ওয়াই এম এ মাঠ লাগোয়া ধোপঘাটির পাড়ে সরকারি খাস জমিতে ওই নির্মাণ চলছিল। এ দিন দুপুরে খবর পাওয়ার পরই মুর্শিদাবাদ জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি ভূমি ও ভূমি সংস্কার দফতরকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলেন। জেলাশাসক বলেন, ‘‘ওই এলাকার সরকারি জমিতে ডব্লিউ বি টি এর কার্যালয় করার অনুমোদন দেওয়া হয়নি। তারপরও অবৈধ ভাবে কোনও নির্মাণ কাজ করায় তা ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।” নির্দেশ পেয়েই ভূমি ও ভূমি সংস্কার দফতরের বহরমপুর ব্লক আধিকারিক (বি এল এল আরও) কল্যাণ রায় পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নির্মাণ কাজ বন্ধ করে দেন। ডব্লিউ বি টি এ-এর মুর্শিদাবাদ জেলা সভাপতি মহফুজ আলম ডালিম বলেন, “সংগঠনের জেলা কার্যালয় করার জন্য ওই এলাকায় আড়াই কাঠা জায়গা লিজ দেওয়ার জন্য বেশ কয়েক মাস আগে জেলাশাসক এবং বি এল এল আরও-এর কাছে আবেদন করা হয়েছিল। লিজের অনুমোদন পাওয়া যায়নি। কিন্তু অন্য কোনও সংস্থা যাতে জবরদখল করে না নিতে পারে সে জন্য প্রস্তাবিত ওই জায়গায় পাঁচিল তোলা হচ্ছিল। কোনও স্থায়ী ভবন তৈরি করা হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে এ দিন ওই চৌহদ্দি ঘিরে দেওয়ার ব্যাপারে আপত্তি তোলা হলে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।”
বিস্তারিত...
কনকনে ঠান্ডায় জমে উঠল সাগরমেলা প্রাঙ্গণ
কুন্তক চট্টোপাধ্যায় • সাগরদ্বীপ
মকর সংক্রান্তির তিন দিন আগে থেকেই জমে উঠল সাগরমেলা। কনকনে ঠান্ডায় বৃহস্পতিবার রাত আটটার সময়েও কচুবেড়িয়া থেকে দলে দলে লোক ঢুকছেন মেলা প্রাঙ্গণে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, এ পর্যম্ত লাখখানেক লোক মেলায় হাজির হয়েছেন। পরের ক’দিন ভিড় অনেক বাড়বে বলে জেলা প্রশাসন মনে করছে। ভিড় ক্রমশ বাড়তে থাকায় মেলা তার নিজস্ব চরিত্র পেতে শুরু করেছে। এর মধ্যেই মেলা প্রাঙ্গণে হাজির হয়েছেন নানা ধরনের সাধু। এ দিন বিকেলে ছাই মেখে ‘ধ্যান’-এ বসেছিলেন এক সাধু। এক চিত্রগ্রাহক ক্যামেরা তাক করতেই ধ্যানস্থ বাবা ‘পোজ’ দেওয়া শুরু করলেন। ছবি তোলা শেষ হতেই সটান দক্ষিণা দাবি। আর এক সাধু বসেছিলেন গোটা পাঁচেক মোবাইল হাতে নিয়ে। সারাক্ষণই ব্যস্ত মোবাইলে কথা বলতে। নাম জিজ্ঞাসা করতে উত্তর এল, “লোগ মুঝে মোবাইল বাবা নামসে পহেচানতে হ্যায়।” কার সঙ্গে কথা বলছিলেন মোবাইলে? “ইস সংসার মে বহুত চেলা হ্যায় মেরা। উনসেই বাত হোতে হ্যায়।” বললেন মোবাইল-বাবা। বাবাদের ঘিরে দর্শনার্থীদের ভিড়। অনেকে আবার কেনাকাটা শুরু করেছেন মেলায় সাজানো বিভিন্ন দোকানে। কনকনে ঠান্ডার মধ্যেই শিশুপুত্র আর স্ত্রীকে নিয়ে মেলায় ঘুরছিলেন রাজেন্দ্র সিংহ।
বিস্তারিত...
বিবেকানন্দ-জয়ন্তীতে নানা অনুষ্ঠান দুই জেলায়
নিজস্ব প্রতিবেদন
রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। রোদ ঝলমলে বৃহস্পতিবারে হাওড়া-হুগলি দুই জেলাতেই নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। এ বার তাঁর জন্মের সার্ধ শতবর্ষ। সেই কারণে সর্বত্রই দেখা গিয়েছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা। সকালে হুগলি পুলিশ লাইনে বিবেকানন্দের ছবিতে মাল্যদান করেন পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী। উপস্থিত ছিলেন কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টি-পারপাস স্কুলের প্রধান শিক্ষক স্বামী শিবপ্রদানন্দ। জেলাশাসকের দফতরেও একই অনুষ্ঠান হয়। মাল্যদান করেন জেলাশাসক শ্রীপ্রিয়া রঙ্গরাজন। চুঁচুড়া-রথতলা বিবেকানন্দ মঠ ও মিশনের পক্ষ থেকে প্রভাতফেরি বের করা হয়। অন্য একটি প্রভাতফেরি বের হয় কামারপাড়া থেকে। দু’টি ক্ষেত্রেই ছোটরা ‘বিবেকানন্দ’ সেজে সামিল হয়। ছিল আদিবাসী নাচ, ছৌ নাচ, রণপা-নৃত্য। রাস্তার দু’ধারে ভিড় জমে ওঠে। আরামবাগের গড়বাড়িতে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় তিন দিনের মেলা বসেছে। ওই মেলায় বিবেকানন্দকে নিয়ে আলোচনার আয়োজন করা হয়েছে। আজ, শুক্রবার থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার ‘দরিদ্র নারায়ণ সেবা’ ও বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
যন্ত্রাংশ ভেঙে বিপত্তি
ব্রহ্মপুত্র মেলে
শীত-কুয়াশায় কাঁপুনি
উত্তর জুড়ে
দক্ষিণবঙ্গ
জন্ম সার্ধ শতবর্ষে শ্রদ্ধায়
স্মরণ স্বামী বিবেকানন্দকে
গোঘাটে সিপিএম
নেতাকে মার,
প্রহৃত তৃণমূল কর্মীরাও
বর্ধমান
‘কুকথা’ বলেছে পুলিশ,
স্পিকারকে নালিশ বিধায়কের
শোভাযাত্রা আর অনুষ্ঠানেই স্বামীজি-স্মরণ
পুরুলিয়া
সাড়ম্বরে পালিত
হল যুব দিবস
সাড়ম্বরে পালিত বিবেকানন্দের
জন্ম সার্ধশতবর্ষ
মুর্শিদাবাদ
অপহৃতই চেনাল
অপহরণকারীকে
ভিক্ষা ‘ভুলে’
পিকনিকে
মেদিনীপুর
পূর্বে দুর্নীতি-দ্বন্দ্বে শিকেয়
উন্নয়ন, নালিশ
স্বামীজি স্মরণে অনুষ্ঠান
কলকাতা
২১.১/১১.৪
আজকের দিনে
• ১৯৪১:
আইরিশ লেখক
জেমস জয়েসের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.