সাড়ম্বরে পালিত বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ
বীন্দ্রনাথের জন্ম সার্ধশতবর্ষের রেশ এখনও কাটেনি। তাঁকে নিয়ে জেলায় গত এক বছর ধরে বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠান হয়ে চলেছে। একই সময়ে এসে পড়ল স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষও। জেলায় তাঁর জন্ম সার্ধশতবর্ষের সূচনা অবশ্য হয়েছে সিউড়ি জোনাকি ক্লাবের দুর্গা পুজোয় প্রদর্শনীর মধ্য দিয়ে। আর এ দিন বীরভূমবাসী, তাঁর ১৫০তম জন্মদিনে বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবেকানন্দকে স্মরণ করলেন।
বৃহস্পতিবার সিউড়িতে ছবিটি তুলেছেন তাপস বন্দ্যোপাধ্যায়।
অবশ্য জেলার সিংহভাগ স্কুলে এ দিন ছুটি থাকায় স্কুলগুলিতে আলাদা করে কিছু হয়নি। তবে বুধবার কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা বিবেকানন্দের উদ্দেশ্যে এলাকা বা পথ পরিক্রমা করেন। জেলার শহর, বিশেষ করে পুরসভাগুলির আনাচে কানাচে বিবেকানন্দের বড় বড় ফ্লেক্সের ছবি টাঙানো হয়েছিল।
রামপুরহাট শহরে শোভাযাত্রার ছবিটি তুলেছেন সব্যসাচী ইসলাম।
সিউড়ি, রামপুরহাট, বোলপুর, সাঁইথিয়া, দুবরাজপুর প্রভৃতি জায়গায় একাধিক সংস্থা প্রভাতফেরি ছাড়াও নানা অনুষ্ঠানের আয়োজন করে। রাজনগর ব্লকের চন্দ্রপুরে ও রামপুরহাটে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে-সঙ্গে ম্যারাথন দৌড়-সহ অন্যান্য খেলাধুলার আয়োজনও করা হয়। বিবেকানন্দের দু’টি আবক্ষ মূর্তি স্থাপন হয়েছে সাঁইথিয়া বিবেকানন্দ হোমিওপ্যাথি কলেজ ও শহর গ্রন্থাগারে। লাভপুরের পিকনিকের আড্ডাতেও স্থানীয় ‘বীরভূম সংস্কৃতি বাহিনী’র উদ্যোগে বিবেকানন্দ স্মরণ অনুষ্ঠান হয়েছে।
বিবেকানন্দের জন্মদিনে রাজনগরে হয়েছে আদিবাসী নৃত্য। ছবি: দয়াল সেনগুপ্ত।
এই সব অনুষ্ঠানের মাঝে নজর কেড়েছে সিউড়ি আর টি গার্লস হাইস্কুলের পেছনের মাঠে একটানা ১২ঘন্টা ধরে ‘আমরা সবাই রাজা’ সংস্থা আয়োজিত বিবেকানন্দ স্মরণ অনুষ্ঠান। সংস্থার সদস্য-সদস্যারা দু’মাসের পরিশ্রমে বিভিন্ন গ্রান্থাগার থেকে তথ্যমূলক কয়েকটি বই সংগ্রহ করে বিবেকানন্দের বিভিন্ন বয়সের বহু দুর্লভ ছবি ও স্বামী বিবেকানন্দ সম্বন্ধে নানা চিত্তাকর্ষক তথ্যের প্রদর্শনীর আয়োজন করেছে। সেখানে যেমন রয়েছে বিবেকানন্দের পছন্দের গানের তালিকা তেমনই আছে তাঁর এন্ট্রান্স, এফএ ও বিএ পরীক্ষার ফলাফলের যাবতীয় তালিকা।
সাঁইথিয়ায় পদযাত্রার ছবিটি তুলেছেন অনির্বাণ সেন।
এ ছাড়াও রয়েছে স্বামীজীর বিষয়ে নানা অজানা তথ্য। এই প্রদর্শনী ছাড়াও সেখানে বিবেকানন্দ বিষয়ক কিছু অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। অন্য দিকে, এ দিন রামপুরহাট হোলি হোম নামে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের উদ্যোগে চারজন কৃতীকে সর্ম্বধনা দেওয়া হয়। তাঁরা হলেন, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক দীনবন্ধু চৌধুরী, পটশিল্পী কালাম পটুয়া, শিক্ষাবিদ আশিস বন্দ্যোপাধ্যায় এবং খেলোয়াড় শচিন হেমব্রম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.