রবীন্দ্রনাথের জন্ম সার্ধশতবর্ষের রেশ এখনও কাটেনি। তাঁকে নিয়ে জেলায় গত এক বছর ধরে বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠান হয়ে চলেছে। একই সময়ে এসে পড়ল স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষও। জেলায় তাঁর জন্ম সার্ধশতবর্ষের সূচনা অবশ্য হয়েছে সিউড়ি জোনাকি ক্লাবের দুর্গা পুজোয় প্রদর্শনীর মধ্য দিয়ে। আর এ দিন বীরভূমবাসী, তাঁর ১৫০তম জন্মদিনে বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবেকানন্দকে স্মরণ করলেন। |
এ ছাড়াও রয়েছে স্বামীজীর বিষয়ে নানা অজানা তথ্য। এই প্রদর্শনী ছাড়াও সেখানে বিবেকানন্দ বিষয়ক কিছু অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। অন্য দিকে, এ দিন রামপুরহাট হোলি হোম নামে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের উদ্যোগে চারজন কৃতীকে সর্ম্বধনা দেওয়া হয়। তাঁরা হলেন, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক দীনবন্ধু চৌধুরী, পটশিল্পী কালাম পটুয়া, শিক্ষাবিদ আশিস বন্দ্যোপাধ্যায় এবং খেলোয়াড় শচিন হেমব্রম। |