টুকরো খবর
আলোচনায় মিটল না শ্রমিক-মালিক সমস্যা
প্রশাসনের ডাকা বৈঠকে শ্রমিক ও মালিক পক্ষ নিজেদের দাবিতে অনড় থাকায় নলহাটি শিল্পাঞ্চলের শ্রমিক-মালিক সমস্যার সমাধান সূত্রে বের হল না। বৃহস্পতিবার রামপুরহাটের মহকুমা শ্রম আধিকারিকের দফতরে তিনটি মালিক সমিতি ও দু’টি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় বসেন। ছিলেন শ্রম দফতরের ডেপুটি কমিশনার সনাতন প্রামাণিক। কিন্তু দিনের শেষে দু’পক্ষের মধ্যে বরফ গলেনি। শ্রমিক সংগঠন টিইউসিসি’র নেতা অরুণ গুপ্ত এবং আইএনটিইউসি নেতা আনারুল শেখের দাবি, “নলহাটির ১২০টি ক্রাশারে মালবাহী গাড়িতে পাথর কুচি তোলার কাজে ৭২০ জন শ্রমিককেই কাজে লাগাতে হবে। আমাদের এই দাবি না মেনে মালিক পক্ষ কয়েক জন শ্রমিককে কাজে নিতে চেয়েছিলেন। তাই তাঁদের দাবি আমরা মানিনি।” মালিক সমিতির তিনটি সংগঠনের পক্ষে পিন্টু সিংহ, পরেশ দত্ত ও সেলিম শেখ বলেন, “আটটি ক্রাশার রুগ্ন হয়ে পড়েছে। তাই বাকি ১১২টি ক্রাশারে অধিকাংশ শ্রমিককে কাজ দিতে চেয়েছিলাম। বাকি অল্প কয়েক জন শ্রমিককে যত দিন কাজ না দেওয়া যাবে, তত দিন আমরা ১২০ টাকা করে দিতে চেয়েছিলাম। কিন্তু শ্রমিকরা নিজেদের দাবিতে অনড় রয়েছেন।” রামপুরহাট মহকুমা সহকারী শ্রম কমিশনার কালিদাস দত্ত অবশ্য বলেন, “এ দিন আলোচনা অনেকটাই এগিয়েছে। দু’পক্ষকে মঙ্গলবার নিজেদের মধ্যে আলোচনায় বসতে বলা হয়েছে।”

পুকুরঘাট বাঁধানোর দাবি
রাস্তার ঠিক পাশে থাকা যেসব পুকুরগুলিতে মহিলারা স্নান করেন, সেই সব পুকুরের ঘাট বাঁধিয়ে দেওয়ার দাবিতে খয়রাশোলের সিপিএম পরিচালিত পঞ্চায়েত পাঁচড়া-র প্রধানের কাছে সম্প্রতি স্মারকলিপি দিল তৃণমূল কংগ্রেস। তারা দাবি, করেছে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের ঠিক পাশে পাঁচড়া গ্রামের গীতাভবনের কাছে, পাঁচড়া-আমাজোলা গ্রাম যাওয়ার মূল রাস্তার পাশে এবং ওই পঞ্চায়েতের অন্যান্য বিভিন্ন জায়গার রাস্তার পাশে থাকা পুকুরগুলিতে মহিলাদের আব্রু রক্ষার স্বার্থে অবিলম্বে ঘাট বাঁধিয়ে দেওয়া হোক। স্মারকলিপির পরিপ্রেক্ষিতে পঞ্চায়েতের প্রধান সিপিএমের দামোদর বাগদি বলেন, “অতিসত্বর দু’টি পুকুর জাতীয় সড়কের পাশে থাকা গীতাভবন সংলগ্ন পুকুরটি এবং আমাজোলা গ্রাম যাওয়ার রাস্তার ঠিক পাশের পুকুরটি বাঁধিয়ে স্নান ঘাট করে দেওয়া হবে।”

‘অবৈধ’ কাজ বন্ধের দাবি
সিউড়ি বাসস্ট্যান্ড থেকে ফের বাস চলাচল শুরু হল। বৃহস্পতিবার এই বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল শুরু হওয়ায় খুশি যাত্রীরা। প্রশাসন বাসস্ট্যান্ড চত্বর থেকে অবৈধ দখলদারদের সরিয়ে দেওয়ায় খুশি বাস মালিক সমিতি ও বাস কর্মীরাও। তবে সন্ধ্যা নামলেই এই বাসস্ট্যান্ড চত্বরে নানা অসামাজিক কাজকর্ম শুরু হয়ে যায় বলে বাসিন্দাদের ক্ষোভ। তাঁদের দাবি, এ বার প্রশাসন এই অসামাজিক কাজ বন্ধের ব্যাপারে উদ্যোগী হোক। অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) শ্যামাশিস রায়ের আশ্বাস, “বাসস্ট্যান্ডের পরিবেশ ভাল করার জন্য কাজ করা হবে।”

নলকূপের দাবি
রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের পাশেই ইদিলপুর গ্রাম। ওখানেই রয়েছে একটি বাসস্ট্যান্ড। যেখানে পুরশুন্ডা, পাইগড়া, জুনিদপুর, আমোদপুর, বাহাদুরপুর, দহল-সহ বেশ কিছু গ্রামের মানুষ বাস ধরতে আসেন। এলাকাবাসীর দাবি, অবিলম্বে সেখানে একটি গভীর নলকূপের ব্যবস্থা করুক স্থানীয় পাঁচড়া পঞ্চায়েত। যাতে মানুষ উপকৃত হবেন। ওই পঞ্চায়েতের প্রধান দামোদর বাগদি এ বিষয়ে জানান, “আমার পঞ্চায়েত এলাকায় মোট ৫টি গভীর নলকূপ বসানোর কাজ আমরা হাতে নিয়েছি। এগুলির মধ্যে ইদিলপুর বাসস্ট্যান্ডটাও ধরা আছে। খুব শীঘ্রই সেটি করে দেওয়া হবে।”

সমাবর্তন
বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের রামপুরহাট জোন কমিটির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে এলাকাবাসীর জন্য সংগঠনের তরফে ৪টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হল। এ দিন রামপুরহাট রক্তকরবী পুরমঞ্চে এক অনুষ্ঠানে দু’টি হুইল চেয়ার ও স্ট্রেচারও প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রবীণ সদস্যদের সম্বর্ধনা ও মানপত্র দেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.