আবহাওয়া |
পূর্বাভাস: শুক্রবার সকালের দিকে হাল্কা কুয়াশা হতে পারে। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে।
সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২২ এবং ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
তাপমাত্রা: বৃহস্পতিবারের সর্বোচ্চ ২১.১ (-৫) এবং সর্বনিম্ন ১১.৪ (-৩) ডিগ্রি।
আপেক্ষিক আর্দ্রতা: সর্বাধিক ৯২% এবং ন্যূনতম ৪৭%।
বৃষ্টিপাত: হয়নি।
জোয়ার: বেলা ১২টা ৫০ মিনিট এবং রাত ১২টা ৫৮ মিনিট।
ভাটা: বিকেল ৪টে ১৪ মিনিট এবং পরের দিন ভোর ৪টে ৩৫ মিনিট।
সূর্য: উদয় ৬টা ২৩ মিনিট এবং অস্ত ৫টা ৭ মিনিট। |
|
|
|
|
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি |
|
|
|