|
|
|
|
স্বামীজি স্মরণে অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্বামী বিবেকানন্দের সার্ধশত জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে নানা অনুষ্ঠান হয়েছে। সকালে মেদিনীপুর শহরের কলেজ মাঠ থেকে শোভাযাত্রা বের হয়। স্কুলের ছাত্রছাত্রীরাই শোভাযাত্রায় যোগ দেয়। একই ভাবে ছাত্রছাত্রীদের নিয়ে প্রভাতফেরি বের হয় খড়্গপুরে। ঘাটালের বিদ্যাসাগর হাইস্কুল থেকে প্রভাতফেরি বেরোয়। শহরের বিভিন্ন জায়গা ঘুরে স্কুলে ফিরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন হুগলির ময়াল ইছাপুর রামকৃষ্ণ মঠের স্বামী অজেয়ানন্দ, মহকুমাশাসক অংশুমান অধিকারী, পুরপ্রধান জগন্নাথ গোস্বামী প্রমুখ। বিকেল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই দিনটি উদ্যাপিত হয়েছে। মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুল থেকে বেলদার গঙ্গাধর অ্যাকাডেমি, সর্বত্রই হয়েছে স্বামীজি-স্মরণে নানা অনুষ্ঠান। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও ক্লাবের উদ্যোগেও বৃহস্পতিবার দিনভর নানা অনুষ্ঠান হয়েছে। মেদিনীপুর শহরের বার্জটাউন ইন্দির গাঁধী মেমোরিয়াল সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এ দিন সকালে ৫ মাইল দৌড় প্রতিযোগিতা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, গৌতম সরকার, আইএফএ-এর কোষাধ্যক্ষ কৃষ্ণদাস পাল প্রমুখ। শহরের ১৮ নম্বর ওয়ার্ড যুব কংগ্রেসের উদ্যোগেও এ দিন ৩ মাইল দৌড় অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুরের উপ-পুরপ্রধান এরশাদ আলি, শহর কংগ্রেস সভাপতি সৌমেন খান প্রমুখ। শহরের পালবাড়ি এলাকার ‘বিপন্ন বন্ধু’ ক্লাবেও অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক চপল ভট্টাচার্য-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
রেলশহর খড়্গপুরেও নানা অনুষ্ঠান হয়েছে। মালঞ্চ রোড বিবেকানন্দ স্পোটিং ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার সকালে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাড়ার বয়স্ক মহিলারাও তাতে যোগ দেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এলাকা নানা রঙের আলো দিয়ে সাজানো হয়। পথচলতি ছেলেমেয়েদের মধ্যে চকোলেট বিতরণ করেন ক্লাবের সদস্যরা। কৌশল্যায় স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটি-র উদ্যোগে নানা কর্মসূচি হয়েছে। বসে আঁকো, যেমন খুশি সাজো প্রতিযোগিতায় উৎসাহী ছেলেমেয়েরা যোগ দেয়। দাঁতন-১ ব্লকের তররুই পঞ্চায়েতের উদ্যোগে দু’দিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। দাঁতন-২ ব্লকের পুরুন্দা হাইস্কুলের উদ্যোগেও শোভাযাত্রা বের হয়। হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
শালবনি-র সাতপাটিতে নেতাজি স্পোটিং ক্লাবের উদ্যোগে ৫ মাইল দৌড় প্রতিযোগিতায় ১০৮ জন যোগ দেন। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক শ্রীকান্ত মাহাতো-সহ বিশিষ্টরা। ক্লাব সভাপতি কমলেশ চক্রবর্তী বলেন, “যুবদের খেলাধুলায় উৎসাহ দিতেই এই উদ্যোগ।” খড়্গপুরে রিটায়ার্ড এমপ্লয়িজ ফেডারেশনের উদ্যোগে দিনটি উদ্যাপিত হয়। খড়্গপুর মহকুমা হাসপাতালে গিয়ে কুষ্ঠ রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। ঘাটাল শহরের আড়গোড়ায় বিবেকানন্দ সেবায়নের উদ্যোগে প্রভাতফেরি বেরোয়। পরে রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন স্বামী অজেয়ানন্দ, পুরপ্রধান জগন্নাথ গোস্বামী, উপ-পুরপ্রধান উদয়শংকর সিংহরায় প্রমুখ।
|
|
|
|
|
|