টুকরো খবর
মেডিক্যাল টেস্টে গররাজি শেখ সইফুল
রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ যে মামলায় জড়িয়ে জেলে রয়েছেন, সেই দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে ধৃত দু’জনের বয়স নিয়ে বুধবার মেদিনীপুর সিজেএম আদালতে প্রশ্ন তুলেছিলেন অভিযুক্তপক্ষের আইনজীবী। শেখ সইফুল ও গণেশ ঢেঁকি নামে ওই দুই অভিযুক্তের মেডিক্যাল টেস্টের নির্দেশ দিয়েছিলেন সিজেএম কল্লোল দাস। বৃহস্পতিবারই এই দু’জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিক্যাল টেস্টের জন্য আনার কথা ছিল। কিন্তু, সিআইডি সূত্রে খবর, গণেশ ঢেঁকি অসুস্থ থাকায় মেদিনীপুর জেল থেকে তাঁকে মেডিক্যালে আনা সম্ভবই হয়নি। অন্য দিকে, শেখ সইফুল মেডিক্যাল টেস্টে রাজি হননি। বৃহস্পতিবার দুপুরে পুলিশি প্রহরায় তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলেও চিকিৎসকদের কাছে তিনি জানান, তাঁর আপত্তি রয়েছে। ফলে, সইফুলকে ফের জেলেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। আজ, শুক্রবার এই মামলায় ধৃতদের ফের মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করানো হবে। বিচারের জন্য মামলাটি কবে দায়রা সোপর্দ এ দিন তার দিন ধার্য হতে পারে। কিন্তু দুই বন্দির বয়স নিয়ে বিতর্কে যবনিকা না পড়লে দায়রায় পাঠানো ফের পিছোনোর সম্ভাবনা। এ দিকে, সুশান্তবাবুর আইনজীবীদের সূত্রে খবর, শুক্রবারই প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদনের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে সুশান্তবাবুর জামিন মঞ্জুর হলে এবং মেদিনীপুরে দায়রা সোপর্দ পিছোলে দাসেরবাঁধের মামলাটির বিশ বাঁও জলে যাওয়ার সম্ভাবনা।

মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি
‘দিঘা সৈকত উৎসব’এ যাওয়ার পথে এগরার দিঘা মোড়ে মুখ্যমন্ত্রীকে বৃহস্পতিবার একগুচ্ছ দাবি সম্বলিত স্মারকলিপি দিলেন তৃণমূলের এগরা মহকুমা সভাপতি ও পুরসভার উপপ্রধান বীরেন নায়ক। মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম এগরা ছুঁয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ছ’বছর আগে, এগরা বিধানসভার ভোটের আগে, ২০০৬ সালে এগরায় সভা করেছিলেন তিনি। তাই তাঁকে নিয়ে এগরা শহরের মানুষের আবেগ ছিল তুঙ্গে। এগরার উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী কোন প্রকল্প ঘোষণা করবেন, এমনই আশা ছিল এগরাবাসীর। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে এগরার জন্য বিশেষ কোন প্রকল্প ঘোষণাই হয়নি। দাবিপত্রে সেই খেদ তুলে ধরা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রস্তাবিত প্রকল্প হিসাবে ঘোষণা করেছিলেন রেলপথে এগরা হয়ে বেলদা ও কাঁথিকে যুক্ত করা হবে। তা কার্যকর করার পাশাপাশি দ্রুত এগরা মহকুমা হাসপাতালে ১৫০টি শয্যা চালু, ব্লাড ব্যাঙ্ক চালু, এগরায় একটি হিমঘর ও রাইস মিল তৈরি, এগরাকে ঘিরে বাইপাস রাস্তা তৈরি-সহ নানা দাবি জানান তাঁরা।

বোমা ফেটে জখম বালক
মাঠে শাক তুলতে গিয়ে বোমা ফেটে আহত হয়েছে এক বালক। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার দক্ষিণ মেচগ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে শাক তুলতে মায়ের সঙ্গে মাঠে গিয়েছিল ১১ বছরের রাহুল দে। মা যখন শাক তোলার কাজে ব্যস্ত ছিলেন, রাহুল কিছু দূরে বলের মত দেখতে একটি জিনিস কুড়িয়ে পায়। সেটি উপরে ছোঁড়ার পর মাটিতে পড়ে সেটি ফেটে যায়। তাতে গুরুতর জখম হয় ওই বালক। তাকে প্রথমে পাঁশকুড়া ব্লক স্বাস্থ্য হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

রেল-প্রকল্প পরিদর্শন
হলদিয়ার হাতিবেড়িয়ায় রেলের প্রস্তাবিত ডিএমউ ওয়াগন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে এল রেলের ৮ সদস্যের একটি প্রতিনিধিদল। ৪৬ একর জমিতে ৯৮.১৮ কোটি টাকার এই প্রকল্পের বরাত পেয়েছে প্রেমকো রেল ইঞ্জিনিয়রিং লিমিটেড। বুধবার প্রকল্প-এলাকা ঘুরে আগামী ডিসেম্বরেই কাজ শেষের ইঙ্গিত দিয়েছেন রেলবিকাশ নিগমের এক্সিকিউটিভ ডিরেক্টর (মেকানিক্যাল) দেবাশিস ঘোষ রায়।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
নলকূপে বিদ্যুৎ সংযোগের সময় মৃত্যু হয়েছে এক ঠিকাকর্মীর। বৃহস্পতিবার পাঁশকুড়ার কেশিয়াড়ি ভুঁইয়াবাড় এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, তাপস দেওয়ান (৪৫) নামে ওই মৃত ব্যক্তির বাড়ি প্রতাপপুর গ্রামে। এ দিন দুপুরে এক ব্যক্তির মিনি টিউবওয়েলে বিদ্যুৎ সরবরাহ করতে গিয়েছিলেন ঠিকাদার সংস্থার ওই কর্মী। কাজের সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।

দুর্ঘটনায় জখম ৪
লরির সঙ্গে বাসের ধাক্কায় গুরুতর আহত হলেন ৪ যাত্রী। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ধুলিয়াড়া গ্রাম লাগোয়া ৬ নম্বর জাতীয় সড়কে। আহতদের পাঁশকুড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন একটি বেসরকারি বাস হাওড়া থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল। পাঁশকুড়ার ধুলিয়াড়ার কাছে একই দিকে যাওয়া একটি লরিকে বাসটি ধাক্কা মারে। চালক পলাতক। লরিটিকে আটক করেছে পুলিশ।

প্রতিবন্ধীদের সাহায্য
নবোদয় দৃষ্টিহীন ও মানসিক প্রতিবন্ধী বিশেষ আবাসিক বিদ্যালয়ের পঁচাত্তর জন ছাত্রছাত্রীকে শীতবস্ত্র, কম্বল ও খাদ্য বিতরণ করা হল বুধবার। এগরার শুশুনিয়া দক্ষিণরায় কিশোর ক্লাবের উদ্যোগে একটি আন্তর্জাতিক সেবা সংস্থার সহযোগিতায় ‘প্রেরণা’ অনাথ আশ্রমে অনুষ্ঠানটি হয়েছে।

শহরে বৈঠক
রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার প্রস্তুতি ও রূপরেখা তৈরি করতে বৃহস্পতিবার এগরা শহর কার্যালয়ে জেলাস্তরে বৈঠক করল ডেমোক্রেটিক সোস্যালিস্ট পার্টি। ঠিক হয়েছে, তমলুক, পাঁশকুড়া, ময়না, হলদিয়া, কাঁথি, এগরা, রামনগর, ভূপতিনগরে পোস্টারিং হবে। পরে মহকুমাশাসক ও জেলাশাসককে স্মারকলিপি দেওয়া হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.