টুকরো খবর |
খড়্গপুর থেকে টাটানগর রাতে ট্রেন আজই |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জঙ্গলমহলের খড়্গপুর-টাটানগর শাখায় রাতে ফের নিয়মিত ট্রেন চালানোর সবুজ সঙ্কেত মিলেছে। রেল সূত্রের খবর, আজ, শুক্রবার থেকেই রাতে ট্রেন চালানোর প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। তবে হাওড়া থেকে টাটানগর রুটে রাতের ট্রেন চলাচল শুরু হবে আগামী ১৫ জানুয়ারি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, রাজ্য ও রেলের মধ্যে আলাপ-আলোচনার পরেই জঙ্গলমহলে রাতে ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে নাশকতার পর থেকে জঙ্গলমহলের খড়্গপুর-টাটানগর, খড়্গপুর-পুরুলিয়া ও আদ্রা-চক্রধরপুর-রৌরকেলা শাখায় রাতের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সম্প্রতি খড়্গপুর-পুরুলিয়া ও আদ্রা-চক্রধরপুর-রৌরকেলা শাখায় রাতের ট্রেন চালু হলেও খড়্গপুর-টাটানগর শাখায় বন্ধই আছে রাতের ট্রেন। আজ থেকে ওই শাখাতেও রাতের ট্রেন চালানোর জন্য ছাড়পত্র দিয়েছে রেল বোর্ড। জ্ঞানেশ্বরীর নাশকতার পরে দক্ষিণ-পূর্ব রেলে দূর পাল্লার বেশির ভাগ ট্রেনকেই (চেন্নাইমুখী ট্রেন ছাড়া) ঘুরপথে চালানো হচ্ছিল বা ছাড়া হচ্ছিল ভোরের দিকে। ওই সব ট্রেনকে আগের সূচিতে ফেরানো হচ্ছে।
|
বেলদায় মৈত্রী র্যালি |
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
দাঁতন স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২৩ তম দাঁতন গ্রামীণ মেলা উপলক্ষে বৃহস্পতিবার বেলদা গাঁধীমূর্তির পাদদেশ থেকে ওডিশার বালেশ্বরে কবি ফকিরমোহন সেনাপতির জন্মস্থান পর্যন্ত আয়োজন করা হল ঐতিহ্যপূর্ণ উৎকল-বঙ্গ মৈত্রী র্যালি। দাঁতন শহরের সরাই বাজার সংলগ্ন সংহতি ময়দানে ১৬ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। সরকারি বিভাগ ও বহু বেসরকারি স্টল থাকবে। আয়োজন করা হচ্ছে নানা প্রতিযোগিতা ও অনুষ্ঠানের। |
|