l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
শিক্ষক নিগ্রহের পরিবেশে
ব্যতিক্রম ব্যান্ডেলের কলেজ
নিজস্ব সংবাদদাতা • ব্যান্ডেল
রাজ্য জুড়ে শিক্ষায়তনে রাজনীতির ‘দাপাদাপি’র মধ্যেই ছাত্র-শিক্ষক সুসম্পর্কের নজির হয়ে থাকল ব্যান্ডেলের পশ্চিমবঙ্গ সার্ভে ইনস্টিটিউট। বুধবার ওই কলেজে অধ্যক্ষ অসিতকুমার মান্নার বদলির প্রতিবাদে ক্লাস বয়কট করে আন্দোলনে নামেন ছাত্রছাত্রীরা। ব্যান্ডেলের লিচুবাগানের জিটি রোড লাগোয়া ওই কলেজে সকাল থেকে প্রায় ঘণ্টা সাতেকের আন্দোলনের জেরে এ দিন অবশ্য শিকেয় ওঠে পঠনপাঠন। রায়গঞ্জ থেকে রামপুরহাট, উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক কলেজে তৃণমূল ছাত্র পরিষদ থেকে এসএফআই, বিভিন্ন ছাত্র সংগঠনের ‘রাজনৈতিক শাসনে’ আতঙ্ক ছড়িয়েছে শিক্ষক মহলে। গত কয়েক দিনে ক্রমান্বয়ে ঘটে চলা শিক্ষক নিগ্রহের ঘটনায় কলেজগুলিতে থমকে গিয়েছে পঠনপাঠন। প্রায় তলানিতে এসে ঠেকা ছাত্র-শিক্ষক সম্পর্কের এই পরিবেশে ব্যান্ডেলের ওই কলেজটি যে বাস্তবিকই ব্যতিক্রম, ছাত্রদের ওই আন্দোলন তারই নজির হয়ে থাকল।
বিস্তারিত...
উৎসব মঞ্চে মাওবাদী আত্মসমর্পণের সম্ভাবনা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
আজ, জঙ্গলমহল উৎসবের শেষ দিন ঝাড়গ্রাম স্টেডিয়ামের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ‘আত্মসমর্পণ’ করতে পারেন কয়েক জন মাওবাদী স্কোয়াড সদস্য। পশ্চিম মেদিনীপুর পুলিশ-প্রশাসন সূত্রে এই দাবি করা হয়েছে। তবে যাঁরা ‘আত্মসমর্পণ’ করতে চলেছেন বলে খবর, তাঁদের পরিচয় কর্তারা জানাতে চাননি। তিন দিনের জঙ্গলমহল উৎসব শেষ হচ্ছে আজ, বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের সার্ধশত জন্মজয়ন্তীর দিন। বুধবার বিকেলেই মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম শহরে পৌঁছেছেন। শেষ দিন শুধু স্কোয়াড সদস্যদের আত্মসমর্পণ করানোই নয়, একদা মাওবাদী প্রভাবিত কয়েকটি গ্রামের গরিব মানুষের হাতে সৌরলণ্ঠনও তুলে দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। তার মধ্যে জামবনির বুড়িশোলের লোকজনও থাকতে পারেন বলে প্রশাসন সূত্রের খবর। গত ২৪ নভেম্বর মাওবাদী শীর্ষনেতা কিষেণজি এই বুড়িশোলেই নিহত হয়েছিলেন। এ দিন সন্ধ্যায় ঝাড়গ্রাম রাজবাড়িতে পুলিশ-প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকও করেন মুখ্যমন্ত্রী।
বিস্তারিত...
পেঁচা-পায়রার ঠিকানা এখন ওয়াসিফ মঞ্জিল
শুভাশিস সৈয়দ • লালবাগ
লালবাগের ওয়াসিফ মঞ্জিল বা নিউ প্যালেসই ছিল মুর্শিদাবাদের নবাব বাহাদুর ওয়াসিফ আলি মির্জার (১৮৭৪-১৯৫৯) ঠিকানা। বছর দুয়েক আগে রাজ্য আইন বিভাগ ওই প্রাসাদ ও সংগ্রহশালা পর্যটন দফতরকে হস্তান্তর করার পর থেকেই তা তালাবন্দি অবস্থায়। সাধারণ দর্শনার্থীরা ঢুকতে পারেন না। এক সময়ে যারা নিয়মিত দেখভাল করতেন তাদেরও ভেতরে ঢোকার অনুমতি ছিল না। ফলে ওই প্রাসাদ এখন পেঁচা-পায়রার অবাধ বিচরণক্ষেত্র। দীর্ঘ দিন বন্ধ থাকায় সংরক্ষণের অভাবে ওই নবাব ব্যবহৃত পুরাবস্তু নষ্ট হতে বসেছে। ইতিহাসবিদ থেকে জেলার সাধারণ মানুষ ওই প্রাসাদ ও সংগ্রহশালা সংরক্ষণের দাবি তোলেন। ওই একই দাবি ওঠে নবাব বাহাদুরের উত্তরসূরীদের তরফেও। শেষ পর্যন্ত সংরক্ষণের উদ্দেশ্যে সোমবার লালবাগ মহকুমা প্রশাসনিক কর্তা ও পর্যটন দফতরের প্রতিনিধিরা প্রাসাদ ও সংগ্রহশালা ঘুরে দেখেন। লালবাগের এসডিও চিরঞ্জীব ঘোষ বলেন, “নিয়মিত দেখভালের অভাবে নষ্ট হতে বসেছে। সংরক্ষণের জন্য প্রকল্প তৈরি করে রাজ্য পর্যটন দফতরের কাছে পাঠানো হবে বলে এদিন প্রাসাদ চত্বর ঘুরে দেখা হয়েছে।”
বিস্তারিত...
তৃণমূল নেতা খুনে গ্রেফতার
আরও ৩, লোকনাথ অধরাই
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ ও পূর্বস্থলী
গোটা দিন পেরিয়ে গেলেও নবদ্বীপে তৃণমূল নেতা খুনে মূল অভিযুক্ত লোকনাথ দেবনাথের নাগাল পেল না পুলিশ। তবে পূর্বস্থলীর সিপিএম নেতা প্রদীপ সাহা এবং এসএফআই সমর্থক সন্তু ভৌমিকের পরে খুন ও ষড়যন্ত্রের অভিযোগে আরও তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে। সোহরাবুদ্দিন মণ্ডল, হানিফ মণ্ডল ও সইফুদ্দিন মণ্ডল নামে ওই তিন জনই বর্ধমানের পূর্বস্থলী থানার রামকৃষ্ণপুরের বাসিন্দা। বুধবার কাটোয়া আদালতে তোলা হলে তাঁদের দু’দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। পূর্বস্থলী কলেজ এ দিন খোলেনি। নেতা খুনের প্রতিবাদে সমুদ্রগড় বাজার, পারুলিয়া মোড়, পূর্বস্থলী স্টেশন বাজার-সহ বিভিন্ন এলাকায় তৃণমূল বিক্ষোভ সভা করে। আজ, বৃহস্পতিবার থেকে তারাও পাল্টা প্রচারে নামবে বলে জানিয়েছে সিপিএম। এ দিন নদিয়ার কৃষ্ণনগরে দলের রাজ্য সম্পাদক বিমান বসু দাবি করেন, “পুরোটাই সাজানো ঘটনা।” বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রেরও দাবি, “তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ঢাকা দিতেই মিথ্যা মামলা সাজানো হয়েছে।” সিপিএমের পূর্বস্থলী জোনাল কমিটির সম্পাদক সুব্রত ভাওয়াল জানান, দলই প্রদীপবাবুকে সব রকম আইনি সহায়তা দেবে।
বিস্তারিত...
কয়েকটি সুপারির জন্য
গাছে বেঁধে মারধর গৃহবধূকে
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা
চাল কেনার জন্য বাড়ির গাছের কয়েকটি সুপারি বিক্রি করেছিলেন এক বধূ। সেই ‘অপরাধে’ ৩ বছরের ছেলের সামনে তাঁকে গাছে বেঁধে অর্ধনগ্ন করে মারধর করা হল। তার পর গায়ে ঘষা হল বিছুটি পাতা। এই শাস্তি দিলেন বধূরই শ্বশুরবাড়ির লোকজন। কবিতা দেবনাথ নামে ওই বধূর স্বামী ধনেশ্বর বর্মণ ঘটনার সময় গ্রামে ছিলেন না। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির শামুকতলা থানার ছোট চৌকিরবস গ্রামে। অত্যাচারের সময়ে কবিতা জল চাইলে তাঁর মুখে এক জন প্রস্রাব করে দেন বলেও অভিযোগ। তাঁকে ‘চরিত্রহীন’ অপবাদও দেওয়া হয়। ওই ঘটনা দেখে প্রতিবাদে সরব হন গ্রামবাসীরা। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ওই বধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে মায়ের সঙ্গে রয়েছে শিশুটিও। অভিযুক্তদের ৪ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, বুধবার সকালে কবিতা তাঁর শ্বশুর, শাশুড়ি, কাকা শ্বশুর, ভাসুর এবং এক জা-সহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
বিস্তারিত...
স্থানীয়দের ক্ষমতায়নই পথ, মত নেতার
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
অশান্তি আপাতত অতীত। ‘উন্নয়ন’-এরও নানা প্রকল্প ঘোষণা করছে সরকার। তার পরেও অবশ্য দীর্ঘস্থায়ী শান্তি নিয়ে সংশয় রয়েছে। উন্নয়নের গুচ্ছ-প্রকল্পও ঘোষণায় যতটা, ততটা বাস্তবে নয় বলে ইতিমধ্যে অভিযোগ উঠেছে। জঙ্গলমহলের শান্তি-উন্নয়ন ঠিক কোন পথেসে নিয়ে রয়েছে নানা মত। জঙ্গলমহলে সামাজিক-রাজনৈতিক কাজকর্মের সঙ্গে দীর্ঘ দিন জড়িয়ে রয়েছেন প্রবীণ বামপন্থী নেতা, পিসিসি-সিপিআই (এমএল)-এর সাধারণ সম্পাদক সন্তোষ রানা। একদা গোপীবল্লভপুরের বিধায়ক এবং অধুনা ঝাড়খণ্ড আন্দোলন সমন্বয় মঞ্চের অন্যতম আহ্বায়ক সন্তোষবাবু শান্তি-উন্নয়নের জন্য স্বশাসনই সর্বাগ্রে প্রয়োজন বলে মনে করেন। সেই সঙ্গে কুর্মি-মাহাতোদের আদিবাসী স্বীকৃতি, বনের উপর এলাকাবাসীর গোষ্ঠীগত অধিকার স্বীকার, উপযুক্ত কৃষি-পরিকাঠামো গড়ে তোলা এবং এলাকায় গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর দাবিও জানিয়েছেন সন্তোষবাবুরা।
বিস্তারিত...
এক নজরে...
সার্কিট বেঞ্চের স্থায়ী
ভবন নির্মাণের
কাজ শীঘ্রই শুরু
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
রায়গঞ্জে মিছিলে প্রাক্তনীরা
বরফ-উচ্ছ্বাস
দার্জিলিং পাহাড়ে
দক্ষিণবঙ্গ
দুই সিন্ডিকেটের সংঘর্ষে
গুলিবিদ্ধ যুবক,
প্রতিবাদে অবরোধ
জমা জলে
সমস্যা সাগরমেলায়
বর্ধমান
আমন আর বোরোর
মাঝে ফুরসত লাভ বাড়াতে
সর্ষে ফলাচ্ছে কালনা
অডিট রিপোর্টে
প্রশ্নের মুখে মেয়রই
পুরুলিয়া
সিপিএমের পাল্টা
মেলা তৃণমূলেরও
কর্মীরা ছুটিতে,
ব্যাহত ডাক পরিষেবা
মুর্শিদাবাদ
‘গতি’ আনতে রাতারাতি জেলা সম্পাদক পরিবর্তন
মেদিনীপুর
সৈকত উৎসব ঘিরে
সাজো-সাজো রব
পিংলা জোনাল কমিটির
সম্পাদক বদল সিপিএমে
কলকাতা
২০.৭/১৬.৩
আজকের দিনে
•
জাতীয় যুব দিবস।
•
২০০৫:
অভিনেতা
অমরীশ পুরীর মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.