|
|
|
ক্ষুব্ধ মর্গ্যান এখন চাইছেন মনোবিদ |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ষোলো ঘন্টার মধ্যেই বিক্ষোভের ছায়াছবি শেষ। ওই একই মাঠে মেহতাব, পেন, টোলগেরা বেশ নিশ্চিন্তেই প্র্যাক্টিস করে গেলেন বুধবার সকালে। ধারেকাছে তেমন সমর্থক ছিল না। যাঁরা এসেছিলেন, তাঁরা শান্ত। ট্রেভর জেমস মর্গ্যানের মুখেই শুধু ক্ষোভ। হাবভাবে বুঝিয়ে দিলেন, সমর্থকরা তাঁর গায়ে থুতু দেওয়ার ঘটনায় তিনি প্রচণ্ড বিরক্ত। তিনি মনে করছেন, একটা জয় পেলেই সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। এবং অবিলম্বে চাইছেন এক মনোবিদ। তাঁর কথায়, “আত্মবিশ্বাস বাড়াতে ছ’সাত জন ফুটবলারকে মনোবিদের কাছে নিয়ে যাওয়া দরকার।” |
|
পারথ টেস্টকে উত্তেজক চ্যালেঞ্জ বলছেন দ্রাবিড় |
নিজস্ব সংবাদদাতা, পারথ: এক দিকে আশ্বাস, অন্য দিকে সতর্কবার্তা। আশ্বাস, অস্ট্রেলিয়া প্রচারমাধ্যমে যা-ই বেরোক, টিমের মধ্যে কোথাও সহবাগ বনাম ধোনি নেই। অন্য দিকে সতর্কবার্তা, ইংল্যান্ড সফরের মতো অবস্থা যাতে না হয়, সে জন্য টিমকে লড়াই করতে হবে। এক কথায়, ৩৯ তম জন্মদিনে এই হলেন রাহুল শরদ দ্রাবিড়। যিনি রসিকতা করে বলতে পারেন, “৩০ এর পরে যে কোনও সংখ্যাকেই আমার ভয় করে। তবে যতক্ষণ ৪০ না হচ্ছে, আমি বেশ আছি!” পারথ টেস্টকে উত্তেজনাপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ‘দ্য ওয়াল’। |
|
|
আইপিএলে আমায় দেখতেও পারেন, শহরে ইঙ্গিত লারার |
|
সুমিত ঘোষ, কলকাতা: আইপিএল ফাইভ-এ তাঁকে দেখা গেলেও যেতে পারে বলে ইঙ্গিত দিলেন ব্রায়ান লারা। তবে ব্যাট হাতে দুনিয়া শাসন করা সেই বাঁ হাতি রাজপুত্র আর নয়। অন্য কোনও ভূমিকায় উদয় হতে পারেন তিনি। বুধবার রাতে শহরের পাঁচতারা হোটেলে বসে স্বয়ং লারা আনন্দবাজারকে এই ইঙ্গিত দিলেন। বললেন, “হয়তো আমাকে দেখতে পাবেন আইপিএলে।” এর পর হেসে যোগ করছেন, “তবে ব্যাট হাতে আর দেখার আশা করে লাভ নেই। ওটা আর হবে না। আমার সঙ্গে কয়েক জনের কথাবার্তা চলছে। কোনও একটা ভূমিকায় আমি কোনও টিমের সঙ্গে যুক্ত হতে পারি। দেখা যাক।” |
|
|
|
আম্পায়ারদের নজিরবিহীন শাস্তি দিল সিএবি |
|
|
|
টুকরো খবর |
|
|
|
|
|
|
|