এক দিকে আশ্বাস, অন্য দিকে সতর্কবার্তা।
আশ্বাস, অস্ট্রেলিয়া প্রচারমাধ্যমে যা-ই বেরোক, টিমের মধ্যে কোথাও সহবাগ বনাম ধোনি নেই। অন্য দিকে সতর্কবার্তা, ইংল্যান্ড সফরের মতো অবস্থা যাতে না হয়, সে জন্য টিমকে লড়াই করতে হবে।
এক কথায়, ৩৯ তম জন্মদিনে এই হলেন রাহুল শরদ দ্রাবিড়। যিনি রসিকতা করে বলতে পারেন, “৩০ এর পরে যে কোনও সংখ্যাকেই আমার ভয় করে। তবে যতক্ষণ ৪০ না হচ্ছে, আমি বেশ আছি!” পারথ টেস্টকে উত্তেজনাপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ‘দ্য ওয়াল’। বলছেন, “এটা একটা নতুন টেস্ট ম্যাচ। দু’দলের কাছেই। এরকম চ্যালেঞ্জ উত্তেজক, কারণ আপনি এখানে ভাল করেন কি না তার ভিত্তিতে আপনাকে বিচার করা হবে। বিদেশে এর সঙ্গে জড়িয়ে থাকে অনেকটা উত্তেজনা ও সন্তুষ্টি। অনেকটা ভারতের টার্নিং ট্র্যাকে অস্ট্রেলিয়ার ভাল করার মতো।” আবার সিডনির এক নামী দৈনিকের খবর, ভারতের টিম ম্যানেজমেন্ট দুটো টেস্টের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে বাউন্ডারি লাইনের ধারে আরও কড়া নিরাপত্তা চেয়েছে।
মাঠের বাইরে রাহুলের রক্ষণ যথারীতি জমাট দেখাল। জানাচ্ছেন, তিনবার বোল্ড হওয়া নিয়ে ভাবছেন ঠিকই, কিন্তু নিজের খেলায় আহামরি কিছু বদল করেননি বা করবেন না। বলছেন, “আপনি তিনবার বোল্ড হলে আপনাকে সেটা নিয়ে ভাবতেই হবে। কয়েকটা জিনিস নিয়ে আমি কাজ করছি, কিন্তু সেটা খুব বড় কিছু নয়। গত বছরের থেকে ব্যাটিংয়ে খুব বেশি রদবদল করিনি।” |
সিরিজের ভবিষ্যৎ নিয়ে বলে দিচ্ছেন, “ইংল্যান্ড সফরের মতো অবস্থা হওয়াটা একেবারেই কাম্য নয়। আশা করা যাক, আমরা সিরিজে ফিরে আসব এবং প্রত্যাশা মতো ভাল ক্রিকেট খেলব।” সচিনের শততম সেঞ্চুরি নিয়েও টিম খুব ভাবিত নয় বলে দাবি দ্রাবিড়ের। “এটা নিয়ে বেশি কথা হয় না। সচিন একেবারে রিল্যাক্সড। ও দুর্দান্ত ব্যাটিং করছে।” প্রচারমাধ্যমে ধোনি-সহবাগ ইগোর লড়াই নিয়ে যা বেরিয়েছে, তা উড়িয়ে দিয়ে বলছেন, “আপনি খারাপ করলে টিমের হাজারটা খুঁত বের করা হয়। অথচ ওই ধরনের রিপোর্টের কোনও সত্যতা নেই। বরং টিমের স্পিরিট বেশ ভাল আছে।” একই কথা বলেছেন সহবাগও। সহবাগের কথা হল: “হারছি বলেই এখন এ সব কথা রটছে।” আলাদা করে গুরুগম্ভীর টিম মিটিং কেন হচ্ছে না, তা-ও পরিষ্কার করে দিয়েছেন দ্রাবিড়। বলেছেন, “আমরা একে অন্যের সঙ্গে কথা বলছি। সিনিয়ররা জুনিয়রদের সঙ্গে বা উল্টোটা। কথা ড্রেসিংরুমে, গো কার্টিং ট্র্যাকে বা টিম ডিনারে হতে পারে। এর জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের দরকার নেই। সে ভাবে কোনও টিম কাজ করে না।” অস্ট্রেলীয় বোলিংয়ের প্রশংসাও তাঁর মুখে। “ওরা একেবারে সঠিক জায়গায় টানা বল করে গিয়েছে। ভাল পেসে এটা করতে পারলে শুধু ভারত কেন, যে কোনও দলের বিরুদ্ধে সফল হওয়া যায়। কিন্তু জরুরি হল আমরা কী ভাবে এর মোকাবিলা করি। আশা করা যাক, কিছু হাফ ভলি এ বার পাব!” |