ডেম্পোয় জাপানি ও ত্রিনিদাদী। স্পোর্টিং ক্লুব দ্য গোয়ায় কোরিয়ান।
আই লিগের দ্বিতীয় পর্বের আগে নতুন সংযোজন ঘটছে ক্লাবগুলোতে। সবচেয়ে বড় প্রশ্ন, ইস্টবেঙ্গল চতুর্থ বিদেশি কাকে নেবে?
বহু টালবাহানার পরে অ্যালান গাওয়ের ইস্টবেঙ্গলের জীবন শেষ হয়ে গেল সরকারি ভাবে। স্কট তারকার চোট গুরুতর, এই ব্যাপারটা এ আই এফ এফ মেনে নিল। জানিয়ে দিল, বিকল্প ফুটবলার নেওয়া যেতে পারে। ফলে কর্তারা নেমে পড়েছেন ফুটবলার জোগাড় করতে। প্রথম পছন্দ ছিল এক ব্রাজিলিয়ান। যিনি ভিয়েতনামে ব্রাজিলীয় ক্লাব মাৎসুবুরার হয়ে খেলতে এসেছিলেন। ভিয়েতনামে খেলতে গিয়ে তাঁকে দেখেন ইস্টবেঙ্গল কর্তারা। কিন্তু ব্রাজিলিয়ান ক্লাব তাঁকে না ছাড়ায় কর্তাদের মাথায় হাত। এখন কিছু দেশ থেকে অনেক নাম রয়েছে। সঙ্গে নাম আছে দলের প্রাক্তন ব্রাজিলিয়ান এডমিলসনের। যিনি কলকাতায় খেলেন। এবং যাঁকে নিয়ে কর্তাদের মধ্যেই মতভেদ। কাউকে না পেলে তিনি ঢুকে যেতে পারেন। তবে যাঁকেই নেওয়া হোক, মর্গ্যানের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইংল্যান্ড, স্কটল্যান্ডে বেশ পরিচিত গাওয়ের কপাল যখন পুড়ল, তখন অখ্যাত অস্ট্রেলিয়ান ড্যানিয়েল জেলিনির কপাল খুলছে। নিয়ম অনুযায়ী, তাঁকে সহজে সরানো যেত না। মাঝে তাঁর চোট থাকায় তাঁকে নিয়ে প্রশ্ন উঠেছিল। এ দিন টিডি সুব্রত ভট্টাচার্য এবং অর্থ সচিব দেবাশিস দত্ত জানিয়ে দিলেন, ড্যানিয়েলকে রাখা হচ্ছে। বড় ম্যাচে তাঁর পারফরম্যান্স ভাল হওয়ায় ছবিটা পাল্টে গিয়েছে। ডেম্পো তাদের ত্রিনিদাদের মিডফিল্ডার ড্যানিয়েলকে পরের ম্যাচে পাচ্ছে না। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই পাবে তাঁকে। আর্মান্দো কোলাসো গোয়া থেকে যা জানালেন, তাতে তারা জাপানিজ মিডফিল্ডার কাম ফরোয়ার্ড ইয়াসুকে কাতোকে আনছেন। কাতো খেলতেন আর্জেন্তিনা লিগে। জাপান থেকে তিনিই দ্বিতীয় ফুটবলার যিনি খেলেছেন আর্জেন্তিনায়। এখন তিনি জাপানের ক্লাবেই ফিরেছেন। স্পোর্টিং ক্লাবে ট্রায়াল দিতে এসেছেন কোরিয়ান হে হুন পার্ক। ভাল লাগলে তাঁকে নেওয়া হবে। |