আবার নাটক ইস্টবেঙ্গলে। বড় ম্যাচে ভুলের খেসারত দিতে হল সন্দীপ নন্দীকে। শনিবারের পুণে এফ সি ম্যাচে দলে জায়গা হল না ইস্টবেঙ্গলের অভিজ্ঞ গোলকিপারের। সন্দীপের বদলে বৃহস্পতিবার পুণে যাচ্ছেন জয়ন্ত পাল ও গুরপ্রীত সিংহ। এরিয়ানের বিরুদ্ধে চার গোল খাওয়ায় ভাবা হল না দেবজিৎ মজুমদারের নামও। সন্দীপকে সাত দিন বিশ্রাম নিতে বলেছেন ট্রেভর মর্গ্যান। তাই দু’দিন ক্লাবেও আসেননি তিনি। এরিয়ানের বিরুদ্ধে চার গোলের ম্যাচেও ছিলেন না মাঠে। বর্ধমানে নিজের কোচ গৌতম সরকারের কাছে নিয়মিত প্র্যাক্টিস চালিয়ে যাচ্ছেন। বুধবার রাতে বর্ধমান থেকে ফোনে সন্দীপ বলছিলেন, “আমার ভুলেই মোহনবাগান ম্যাচ হারতে হল। মর্গ্যান আর সমর্থকদের জন্য সবচেয়ে বেশি খারাপ লাগছে। আগের ডার্বিতে হারার পর এই ম্যাচটা নিয়ে সবার খুব আশা ছিল। এত বছর ধরে বড় ক্লাবে খেলছি, এ রকম ঘটনা আমার সঙ্গে আগে কখনও ঘটেনি। এত বড় ধাক্কা আমাকে আরও ভাল খেলতে উদ্বুদ্ধ করবে। আর একবার সুযোগ পেলে নিজের সব কিছু উজাড় করে দেব।”
|
চেন্নাই ওপেনের পরে এ বার কাঁধের চোট অস্ট্রেলীয় ওপেন থেকেও ছিটকে দিল সোমদেব দেববর্মনকে। ভারতের এক নম্বর টেনিস তারকা চোটের কারণে মরসুমের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে নাম তুলে নিয়েছেন বলে আজ জানা গিয়েছে।
|
স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ইস্টবেঙ্গল মাঠে ‘স্বামী বিবেকানন্দ গোল্ড কাপ’ হবে। ক্রীড়ামন্ত্রী একাদশ বনাম রামকৃষ্ণ মিশন প্রেসিডেন্ট একাদশের এই প্রদর্শনী ম্যাচে খেলবেন প্রাক্তন ফুটবলাররা।
|
কলকাতা প্রিমিয়ার লিগে বিএনআর-কে ৩-১ হারিয়ে চ্যাম্পিয়নশিপ দৌড়ে চলে এল প্রয়াগ ইউনাইটেড। ইস্টবেঙ্গল ৮ ম্যাচে ১৮ এবং মোহনবাগান ৭ ম্যাচে ১৪ পয়েন্টের পরেই প্রয়াগ এখন ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তিনে। মহমেডান চারে। বুধবার ম্যাচ শুরুর পাঁচ মিনিট্যেই ফেলিক্সের গোলে এগিয়ে যায় বিএনআর। বিরতির আগেই ভিনসেন্ট ও শঙ্কর শীলের সৌজন্যে ২-১ করে ফেলে প্রয়াগ। সঞ্জয় সেনের দলের আর এক গোলদাতা মহম্মদ রফিক। |