|
|
|
|
ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী |
উৎসব মঞ্চে মাওবাদী আত্মসমর্পণের সম্ভাবনা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আজ, জঙ্গলমহল উৎসবের শেষ দিন ঝাড়গ্রাম স্টেডিয়ামের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ‘আত্মসমর্পণ’ করতে পারেন কয়েক জন মাওবাদী স্কোয়াড সদস্য। পশ্চিম মেদিনীপুর পুলিশ-প্রশাসন সূত্রে এই দাবি করা হয়েছে। তবে যাঁরা ‘আত্মসমর্পণ’ করতে চলেছেন বলে খবর, তাঁদের পরিচয় কর্তারা জানাতে চাননি।
তিন দিনের জঙ্গলমহল উৎসব শেষ হচ্ছে আজ, বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের সার্ধশত জন্মজয়ন্তীর দিন। বুধবার বিকেলেই মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম শহরে পৌঁছেছেন। শেষ দিন শুধু স্কোয়াড সদস্যদের আত্মসমর্পণ করানোই নয়, একদা মাওবাদী প্রভাবিত কয়েকটি গ্রামের গরিব মানুষের হাতে সৌরলণ্ঠনও তুলে দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। তার মধ্যে জামবনির বুড়িশোলের লোকজনও থাকতে পারেন বলে প্রশাসন সূত্রের খবর। গত ২৪ নভেম্বর মাওবাদী শীর্ষনেতা কিষেণজি এই বুড়িশোলেই নিহত হয়েছিলেন। |
|
ঝাড়গ্রাম পৌঁছে। বুধবার। দেবরাজ ঘোষের তোলা ছবি। |
এ দিন সন্ধ্যায় ঝাড়গ্রাম রাজবাড়িতে পুলিশ-প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। মূলত জঙ্গলমহলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই আলোচনা হয়। স্বামী বিবেকানন্দের সম্মানে তাঁর জন্মদিন ‘জাতীয় যুব দিবস’ হিসেবে উদ্যাপিত হয়। রাজ্য যুব কল্যাণ দফতরের উদ্যোগেই মঙ্গলবার থেকে জঙ্গলমহল উৎসব শুরু হয়েছিল। আজ জঙ্গলমহলের তিন জেলা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার সমাজকর্মী, ক্রীড়াবিদ, অনগ্রসর ও সংখ্যালঘু ছাত্রছাত্রী, শারীরিক প্রতিবন্ধী মিলিয়ে ৫০ জনকে ‘বিবেক পুরস্কার’ দিয়ে সম্মানিতও করবেন মুখ্যমন্ত্রী।
প্রশাসন সূত্রের খবর, জেলারই সাত জন সাহসিকতার জন্য পুরস্কার পেতে চলেছেন। পাঁচ সমাজকর্মী, ২২ জন পড়ুয়া এবং ১৬ জন ক্রীড়াবিদকেও পুরস্কৃত করা হবে। ‘বয়স্ক ক্রীড়াবিদ’ হিসেবে পুরস্কার পাচ্ছেন ইলা সিংহ ও চুনিবালা
হাঁসদা। ইলাদেবীর বাড়ি ঝাড়গ্রামের বাছুরডোবায়। প্রাক্তন বিধায়ক, ঝাড়খণ্ড পার্টি (নরেন)-এর নেত্রী চুনিবালা থাকেন ঝাড়গ্রামেরই বিদ্যাসাগর পল্লিতে। গত ডিসেম্বরে বয়স্কদের রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় এই দুই প্রবীণা কৃতিত্ব দেখান। ফেব্রুয়ারিতে বেঙ্গালুরুতে জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও তাঁরা যোগ দেবেন। মাওবাদী প্রভাবিত সাতটি গ্রামকেও অনুষ্ঠানে ‘বিবেক গ্রাম পুরস্কার’ দেবে রাজ্য সরকার। সেগুলি হল লালগড়ের নেতাই, ঝাড়গ্রামের রাধানগর, নয়াগ্রামের বাছুরখোঁয়াড়, বেলিয়াবেড়ার নিশ্চিন্তা, গোপীবল্লভপুরের দুধিয়াশোল, পুরুলিয়ার বলরামপুরের খুটিনা ও বাঁকুড়ার রানিবাঁধের সুতান। ‘জঙ্গলমহল কাপ’-এ যোগ দেওয়া ৭০০ ফুটবল দলের প্রায় ১০ হাজার খেলোয়াড়ও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। |
|
|
|
|
|