|
|
|
|
কর্মীরা ছুটিতে, ব্যাহত ডাক পরিষেবা |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
একে শূন্য পদে কর্মী নিয়োগ হয়নি। তার উপরে এক সঙ্গে চার জন কর্মী ছুটি নেওয়ায় বুধবার দীর্ঘ ক্ষণ বোলপুর পোস্ট অফিসের কাজ ব্যাহত হল। টাকা লেনদেনের চারটি কাউন্টার কয়েক ঘণ্টা বন্ধ থাকায় সমস্যা পড়লেন জরুরি কাজে ওই পোস্ট অফিসে আসা বাসিন্দারা। সমস্যার কথা স্বীকার করে বোলপুরের পোস্ট মাস্টার প্রদ্যুত চট্টোপাধ্যায় বলেন, “কর্মীর অভাবেই সঠিক পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এ দিন সকাল থেকে ৪ টি কাউন্টার বন্ধ থাকায় অনেকে হয়রান হয়েছেন। তবে বেলা ১ টার পর দু’টি কাউন্টার খোলা হয়।”
ডাক বিভাগ সূত্রে জানা গিয়েছে, এই ডাকঘর থেকে ২৪টি সাব এবং শাখা পোস্ট অফিসগুলির টাকা লেনদেন হয়। টাকা লেনদেন করেন স্থানীয় বহু মানুষজনও। হঠাৎ করে এ দিন টাকা লেনদেনের চারটি কাউন্টার বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়ায় বিপাকে পড়েন তাঁরা। এ দিন টাকা তুলতে এসেছিলেন স্থানীয় স্কুল বাগান পাড়ার উৎপল হাজরা। পাশ বইয়ের হিসাব মেলাতে এসেছিলেন বাঁধজোড়ার মায়া ধর। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও কোনও কাজ না হওয়ায় তাঁরা ক্ষুব্ধ হন। তাঁদের অভিযোগ, “শুধু এ দিনই নয়, দীর্ঘদিন ধরে এই পোস্ট অফিসের পরিষেবা বেহাল। আমরা অনর্থক হয়রানির শিকার হই।” |
|
ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
ডাকবিভাগ সূত্রে জানা গিয়েছে, এই পোস্ট অফিসের কাউন্টারে ১০ জন কর্মী বরাদ্দা। তাঁদের মধ্যে এক জন বদলি হয়ে গিয়েছেন। সেই পদ পূরণ হয়নি। এক জন মাস কয়েক পরে অবসর নেবেন। তিনি এখন প্রাপ্য ছুটিতে রয়েছেন। বাকি আটজনের মধ্যে এ দিন ৪ জন ‘মেডিক্যাল ছুটি’ নিয়েছেন। ফলে বাকি ৪ জন কর্মী নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন পোস্ট-মাস্টার। পরিস্থিতি সামাল দিতে টাকা লেনদেনের ৪টি কাউন্টারেই বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। তিনি জানান, সমস্ত বিষয়টি জেলার পোস্টাল সুপারকে জানানো হয়েছে। বীরভূমের পোস্টাল সুপার আশিস মজুমদার বলেন, “শুধু ওই পোস্ট অফিসই নয়, জেলায় বেশ কয়েকটি ডাককর্মীর ঘাটতি রয়েছে। হঠাৎ ৪ জন কর্মীর অসুস্থতাজনিত কারণে ছুটি নেওয়ার কথা এদিনই জানতে পেরেছি। এ জন্যই ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।” তাঁর আশ্বাস, আজ বৃহস্পতিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। |
|
|
|
|
|