টুকরো খবর
ধান কেনার দাবি, বিক্ষোভ
সরকারি সহায়ক মূল্যে চাষিদের কাছ থেকে ধান কেনা-সহ কয়েক দফা দাবিতে মহম্মদবাজার ব্লক অফিসে বিক্ষোভ হল। বুধবার সকাল ১০টা থেকে প্রায় পাঁচ ঘণ্টা বিক্ষোভ দেখায় কৃষি ও কৃষক সুরক্ষা সমিতি। মহম্মদবাজার এলাকার চাষিদের দাবি দাওয়া নিয়ে তৈরি হওয়া এই সংগঠনের কর্মীরা এ দিন চাষিদের স্বার্থে পদক্ষেপ করার দাবিতে স্লোগান দেন। তাঁদের তরফে নেহেরুল আলির অভিযোগ করেন, “সরকারি সহায়ক মূল্যে ধান কেনার কাজ ঠিকমতো হচ্ছে না। ধান কেনার জন্য পঞ্চায়েত ভিত্তিক সরকারি এজেন্ট নিয়োগ করতে হবে।” একই সঙ্গে তাঁদের দাবি, “আলু ও অন্যান্য সব্জি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। কিষান ক্রেডিট কার্ড সহজে চাষিদের দেওয়ার বিষয়েও প্রশাসনের নজর দেওয়া দরকার। মহম্মদবাজারের বিডিও সুতীর্থ দাস বলেন, “তাঁরা মূলত ধান কেনার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে প্রশাসনও সজাগ রয়েছে। কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থায়ীকরণের দাবি
অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, নিয়মিত বেতন ও সরকারি সুযোগসুবিধা দেওয়ার দাবিতে বুধবার রামপুরহাট হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভ দেখাল আইএনটিইউসি প্রভাবিত হাসপাতালের অস্থায়ী কর্মী সংগঠন। সুপার হিমাদ্রি হালদার বলেন, “নতুন দরপত্র না হওয়া পর্যন্ত সরকারি সুযোগসুবিধা অনুযায়ী বেতনক্রম চালু করা যাবে না এবং সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত তাঁদের স্থায়ীকরণ করা যাবে।” অন্য দাবিগুলি কর্তৃপক্ষকে জানানো হবে বলে তিনি জানিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.