l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
তিন হাজার কর্মীর সদস্যপদ এক
লপ্তে ছেঁটে দিল বর্ধমান সিপিএম
সুব্রত সীট • দুর্গাপুর
এক কালের ‘লাল দুর্গ’ বর্ধমানে তিন হাজারেরও বেশি দলীয় সদস্যের পদ খারিজ করে দিল সিপিএম! তৃণমূলের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’র অভিযোগে বহিষ্কার করা হয়েছে ১৭ জন নেতাকে। দুর্গাপুরে সিপিএমের জেলা সম্মেলন চলার ফাঁকে বৃহস্পতিবার এমনই জানিয়েছেন দলের জেলা সম্পাদক অমল হালদার। আজ, শুক্রবার সম্মেলন শেষে গাঁধী ময়দানে সমাবেশে বক্তৃতা করার কথা দুই পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য ও নিরুপম সেনের।লোকসভা থেকে শুরু করে পরের পর নির্বাচনে দলের হারের পর সারা রাজ্যের মতো এই জেলাতেও ‘শুদ্ধকরণ’ প্রক্রিয়া চলছে। তারই অঙ্গ হিসাবে দলীয় সদস্যদের উপরে ‘নজরদারি’ চালিয়ে তিন হাজারেরও বেশি কর্মীর সদস্যপদ খারিজ করা হয়েছে বলেই দলীয় সূত্রের ব্যাখ্যা। তবে ‘শুদ্ধকরণে’র প্রক্রিয়ার মধ্যেও এক ধাক্কায় এত জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত আরও কোনও জেলায় প্রকাশ্যে আসেনি। প্রসঙ্গত, বর্ধমান জেলায় এখন সিপিএমের সদস্য সংখ্যা প্রায় ২১ হাজার। জেলায় দলীয় সংগঠন ঢেলে সাজার কাজে এখন গুরুত্ব দিচ্ছেন অমলবাবুরা। তবে অন্যত্র কমিটির সংখ্যা কমলেও বর্ধমানে জোনাল কমিটির সংখ্যা ২৪ থেকে বাড়িয়ে ২৬ করা হয়েছে। মেমারি ভেঙে মেমারি-১ ও জামালপুর এবং হিরাপুর-কুলটি ভেঙে পৃথক হিরাপুর ও কুলটি জোনাল কমিটি গড়া হয়েছে। সাংগঠনিক ভাবে অভিজ্ঞ এবং মতাদর্শগত ভাবে শিক্ষিত কম-বয়সীদের সংগঠনের বিভিন্ন স্তরে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
বিস্তারিত...
শূন্যে গুলি করে হুমকি
নিজস্ব সংবাদদাতা • চাঁচল
বাইকে এলাকা দাপিয়ে শূন্যে গুলি ছুড়ে তৃণমূল নেতা-কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জোট শরিক কংগ্রেস বিধায়ক সমর মুখোপাধ্যায়ের ছেলের বিরুদ্ধে। মালদহের রতুয়ার মহানন্দটোলা এলাকায় বুধবার রাতে ঘটনাটি ঘটে। এলাকার স্কুল ভোটকে কেন্দ্র করে ওই ঘটনার জেরে গোটা এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। কেউ তৃণমূল করলে বা তাদের ভোট দিলে প্রাণে মেরে ফেলার হুমকি-সহ ভয় দেখাতে আগ্নেয়াস্ত্র থেকে ১২ রাউন্ড গুলিও চালানো হয় বলে বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের তরফে বিধায়ক পুত্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। জোট শরিক কংগ্রেস বিধায়ক পুত্রের ওই আচরণে ক্ষুব্ধ শিশু, নারী ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী সাবিত্রী মিত্রও। তিনি বলেন, “স্কুল ভোটকে কেন্দ্র করে বিধায়কের ছেলে যা করেছেন তা নিন্দনীয়। তৃণমূলকে ভোট না দেওয়ার জন্য এলাকায় হুমকি দেওয়াই নয়, গুলি ছুড়েও ভয় দেখানো হয়। আমি কলকাতায় রয়েছি। বিষয়টি নিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলব। মালদহে কংগ্রেস কী ভাবে জোটের মর্যাদা দিচ্ছে সেটা ওদের বলব।” গোটা ঘটনাটি তৃণমূলের ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন বিধায়ক। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “বিধায়ক পুত্রের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মামলা করে তদন্ত শুরু হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বিস্তারিত...
স্কুলেই মার খেয়ে অজ্ঞান প্রধান শিক্ষক
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর
স্কুল কমিটির সম্পাদক কে হবেন, তা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে স্কুলেই মার খেলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। অশোকনগরের গুমা রবীন্দ্র বিদ্যাপীঠের ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কল্যাণচন্দ্র দাসকে বৃহস্পতিবার কিছু তৃণমূল কর্মী-সমর্থক বেধড়ক মারেন বলে অভিযোগ। মার খেয়ে অসুস্থ হয়ে পড়েন কল্যাণবাবু। কয়েক বার বমি করে জ্ঞান হারান। প্রথমে বারাসত জেলা হাসপাতাল ও পরে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কল্যাণবাবুকে ভর্তি করানো হয়।স্থানীয় তৃণমূলের একাংশের দাবি, ‘এক্তিয়ার বহির্ভূত’ ভাবে কল্যাণবাবু নিজের পছন্দের এক জনকে স্কুল-সম্পাদক হিসাবে চাইছেন। কল্যাণবাবু অবশ্য এ কথা মানেননি। দিন কয়েক আগেই অভিভাবক প্রতিনিধি নির্বাচনের দিন ঘোষণাকে ঘিরে অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষককেও মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বারাসত হাসপাতালে এক চিকিৎসকের উপস্থিতিতে কল্যাণবাবুর জবানবন্দি নেয় বারাসত থানার পুলিশ। রেকর্ড করা ওই বক্তব্য পরে অভিযোগ আকারে পাঠিয়ে দেওয়া হয় অশোকনগর থানায়। পুলিশ সূত্রের খবর, জবানবন্দিতে কল্যাণবাবু স্কুল পরিচালন সমিতির প্রাক্তন সম্পাদক পরিমল পাল, সমিতির বর্তমান সদস্য রঞ্জিত দাস-সহ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।
বিস্তারিত...
উষ্ণপ্রস্রবন চালু হওয়ায় খুশি বাসিন্দারা
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর ও মাড়গ্রাম
অবশেষে চালু হল বক্রেশ্বর উষ্ণপ্রস্রবন। সৌন্দর্যায়ন ও উন্নয়নের কাজের জন্য বছর দেড়েক ধরে বন্ধ ছিল উষ্ণপ্রস্রবনের ঘাট। বৃহস্পতিবার পর্যটন মন্ত্রী রচপাল সিংহ তা উদ্বোধন করেন। অন্য দিকে, এলাকাবাসীর দাবি অনুযায়ী তারাপীঠে আলাদা থানা এবং মনসুবা মোড় থেকে তারাপীঠ এলাকা পর্যন্ত পথবাতি লাগানোর চেষ্টা চালানো হবে বলে আশ্বাস পর্যটনমন্ত্রীর।তবে বক্রেশ্বর ধামের মূল আকর্ষণ উষ্ণপ্রস্রবন বৃহস্পতিবার থেকেই পর্যটকদের জন্য পুরোপুরি খুলে দেওয়া হল তা বলা যাবে না। কারণ উদ্বোধনের ঘণ্টাখানেক পরে তা ফের বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দু’চার দিনের মধ্যেই উষ্ণপ্রস্রবনে স্নান করার আনন্দ নিতে পারবেন পর্যটকেরা। রাজ্য পর্যটন দফতরের এম ডি পৃথা সরকার বলেন, “সামান্য টুকিটাকি কাজ বাদ দিয়ে ১ কোটি ৩০ লক্ষ টাকার কাজ হয়েছে। পরবর্তী পর্যায়ে আরও কাজ হবে। অবশ্যই উষ্ণপ্রস্রবন খোলা রেখে।” এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়নের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা প্রমুখ। বক্রেশ্বরের উন্নয়নের পাশাপাশি জেলার অন্যান্য পর্যটনকেন্দ্রকে ঘিরে একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেন মন্ত্রী। তিনি বলেন,“তারাপীঠ, বক্রেশ্বর-সহ জেলার ৫টি পীঠস্থান এবং শান্তিনিকেতনের মধ্যে বাস যোগাযোগ শুরু হয়েছে।
বিস্তারিত...
নিজের টাকায় সেতুতে ‘ডিভাইডার’
আঁকলেন আক্রম
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং
একের পর এক দুর্ঘটনা এবং তার জেরে মৃত্যুও হয়েছে। অবশেষে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মাতলা সেতুর রাস্তায় দুর্ঘটনা এড়াতে নিজের জমানো ১০ হাজার টাকায় সাদা রং দিয়ে ‘ডিভাইডার’ এঁকে দিলেন এক সাধারণ মৎস্যজীবী।ক্যানিংয়ের আমড়াবেড়িয়া গ্রামের বাসিন্দা আক্রম লস্কর নামে বছর চল্লিশের ওই মৎস্যজীবী মাতলা নদীতে মাছ ধরে ক্যানিং বাজারে বিক্রি করে সংসার চালান। বাড়িতে রয়েছেন স্ত্রী-পুত্র। অভাবের সংসার। উদয়াস্ত পরিশ্রম করে কয়েক বছর ধরে জমিয়ে ছিলেন ১০ হাজার টাকা। মঙ্গলবার রাতে সেই টাকাতেই রং কিনে নেমে পড়েন ‘ডিভাইডার’ আঁকার কাজে। সারারাত রাত ধরে চলে কাজ। ‘ডিভাইডার’ হল দু’দিকের অ্যাপ্রোচ রোডেও।ক্যানিং ও বাসন্তীর মধ্যে প্রায় এক কিলোমিটার লম্বা ও ২০ ফুট চওড়া সেতুটি তৈরি করে সুন্দরবন উন্নয়ন দফতর। চালু হয় এ বছরের গোড়ায়। কিন্তু প্রথম থেকেই ওই সেতুতে দুর্ঘটনা রোধে প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ সাধারণ মানুষের। সেতুর অধিকাংশ আলোও জ্বলে না। মূলত, রাতেই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক বছরে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে ওই সেতুতে। গত ১০ মাসে সেতুতেই মৃত্যু হয় চার জনের। আহত হয়েছেন বেশ কয়েক জন।মাতলা নদীতে মাছ ধরার সময়ে দুর্ঘটনায় চার জনের মৃত্যুই কাছ থেকে দেখেছেন আক্রম।
বিস্তারিত...
বিয়েতে নারাজ, গলা কেটে খুন তরুণীকে
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
গৃহশিক্ষকের বাড়ি থেকে বেরোনোর ঠিক পরে সহপাঠীদের সামনেই দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর গলার নলি কেটে খুন করল এক যুবক। ওই ছাত্রীর নাম দামিনী দত্ত ওরফে পলি (১৭)। মুর্শিদাবাদের লালগোলার জনবহুল জেল ময়দান পাড়ায় বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ এই ঘটনার পরে এলাকার লোকজনই তাপস সরকার নামে ওই যুবককে ধরে ফেলে। তারপর তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানতে পেরেছে, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করাতেই দামিনীকে খুন করেছে তাপস। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে লালগোলার কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে লালবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। লালগোলা থানার ওসি দেবাশিস সরকার বলেন, “বছর তেইশের ওই যুবক তাপস সরকারের বাড়ি জিয়াগঞ্জ থানার পদমপুরে। কেন ওই খুনের ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বেহাল পুর বাসস্ট্যান্ড
মদন হত্যায়
অভিযুক্ত খুন
দক্ষিণবঙ্গ
লোডশেডিং আর কুয়াশার
সুযোগে দুষ্কৃতীদের তাণ্ডব
অসহযোগিতা করছে
পুরসভা, তোপ পুরমন্ত্রীর
বর্ধমান
বাড়ছে মাদক ব্যবসা,
অভিযোগ বাসিন্দাদের
জোটের পুরসভায় অভিযোগ বৈষম্যের, ক্ষোভ কংগ্রেসের
পুরুলিয়া
সরকার চলতেই থাকবে,
ভাবা ভুল হয়েছিল
ধান কেনার দাবিতে
দফায় দফায় অবরোধ
মুর্শিদাবাদ
ক্লান্তি কাটাতে সস্তায়
মেলে শরীর
হাজারদুয়ারি চত্বর থেকে
যাত্রী তোলায় বাধা
রইল না টাঙার
মেদিনীপুর
ধান কেনা নিয়ে
অচলাবস্থা পূর্বে
‘ডাইন’ তকমা দিয়ে
বৃদ্ধকে পিটিয়ে হত্যা
কলকাতা
২৮.০/১৭.৩
আজকের দিনে
•
১৮৬৯:
অর্থনীতিবিদ স্টিফেন
লিকারের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এ সপ্তাহে ‘হাওড়া’ প্রকাশিত হল না
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
কলকাতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.