|
|
|
|
‘ডাইন’ তকমা দিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
‘ডাইন’ তকমা দিয়ে পিটিয়ে মারা হল এক বৃদ্ধকে। মারধরে গুরুতর জখম হয়েছেন বৃদ্ধের স্ত্রীও। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বৃহস্পতিবার বিকেলে এ হেন বীভৎস ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরার রাধামোহনপুরের ডিঙ্গল গ্রামে। নিহতের নাম মতিলাল শিকারি (৬৬)। তাঁর পাশের বাড়ির এক মহিলা দীর্ঘ দিন ধরে অসুস্থ। অসুখ না সারার পিছনে মতিলালকেই দায়ী করা হয় এ দিন বিকেলের এক সালিশি-সভায়। ‘ডাইন’ ঘোষণা করা হয় ওই বৃদ্ধকে। তার পরেই সস্ত্রীক মতিলালবাবুকে রাস্তায় বার করে এনে শুরু হয় মারধর। মারা যান মতিলাল। আহত হন তাঁর স্ত্রী। খবর পেয়ে সন্ধ্যার মুখে গ্রামে পৌঁছয় পুলিশ। তবে রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ডিঙ্গল গ্রামটি আবার শাসক তৃণমূলের ডেবরা ব্লক সভাপতি অলোক আচার্যের নিজের গ্রাম। ঘটনা প্রসঙ্গে তাঁর বক্তব্য, “বিশেষ একটি সম্প্রদায়ের অভ্যন্তরীণ সমস্যা বলেই শুনছি। এ ভাবে পিটিয়ে এক বৃদ্ধকে মেরে ফেলা বা ডাইন ঘোষণা মেনে নেওয়া যায় না। বিস্তারিত খোঁজ নিচ্ছি। ওই এলাকায় সচেতনতামূলক কর্মসূচির কথাও ভাবছি।” |
|
|
|
|
|