|
|
|
|
বিপদে বিধায়ক-পুত্র |
শূন্যে গুলি করে হুমকি |
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
বাইকে এলাকা দাপিয়ে শূন্যে গুলি ছুড়ে তৃণমূল নেতা-কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জোট শরিক কংগ্রেস বিধায়ক সমর মুখোপাধ্যায়ের ছেলের বিরুদ্ধে। মালদহের রতুয়ার মহানন্দটোলা এলাকায় বুধবার রাতে ঘটনাটি ঘটে। এলাকার স্কুল ভোটকে কেন্দ্র করে ওই ঘটনার জেরে গোটা এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। কেউ তৃণমূল করলে বা তাদের ভোট দিলে প্রাণে মেরে ফেলার হুমকি-সহ ভয় দেখাতে আগ্নেয়াস্ত্র থেকে ১২ রাউন্ড গুলিও চালানো হয় বলে বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের তরফে বিধায়ক পুত্রের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। জোট শরিক কংগ্রেস বিধায়ক পুত্রের ওই আচরণে ক্ষুব্ধ শিশু, নারী ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী সাবিত্রী মিত্রও। তিনি বলেন, “স্কুল ভোটকে কেন্দ্র করে বিধায়কের ছেলে যা করেছেন তা নিন্দনীয়। তৃণমূলকে ভোট না দেওয়ার জন্য এলাকায় হুমকি দেওয়াই নয়, গুলি ছুড়েও ভয় দেখানো হয়। আমি কলকাতায় রয়েছি। বিষয়টি নিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলব। মালদহে কংগ্রেস কী ভাবে জোটের মর্যাদা দিচ্ছে সেটা ওদের বলব।” গোটা ঘটনাটি তৃণমূলের ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন বিধায়ক। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “বিধায়ক পুত্রের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মামলা করে তদন্ত শুরু হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” বিধায়কপুত্র সব্যসাচী মুখোপাধ্যায় বলেন, “মিথ্যা অভিযোগ। অযথা বাজার গরম করার চেষ্টা চলছে। রাতে প্রচার সেরে এক কর্মীর বাড়িতে চা খাচ্ছিলাম। ওই সময় কেউ পটকা ফাটায়। ওই সামান্য ঘটনাকে যে ওরা এ ভাবে সাজাবে তা ভাবতে পারছি না।” পুলিশ ও তৃণমূল সূত্রে জানা যায়, আগামী রবিবার মহানন্দটোলা হাই স্কুলে পরিচালন সমিতির নির্বাচন। ওই এলাকাতেই বাড়ি বিধায়ক সমরবাবুর। একমাত্র ছেলে সব্যসাচীবাবু মালদহে ইন্ডেন গ্যাসের ডিস্ট্রিবিউটর। স্কুল ভোট থাকায় তিনি মহানন্দটোলার বাড়িতেই থাকছেন। জোট না হওয়ায় ওই নির্বাচনে পৃথক ভাবেই লড়ছে তৃণমূল ও কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, কয়েকদিন ধরেই বিধায়ক পুত্র তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্য করে হুমকি দিচ্ছেন। তৃণমূলের অভিযোগ, বুধবার রাতে মোটর বাইকের পেছনে বসে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিলেন সব্যসাচীবাবু। হেলমেট পরা থাকায় চালককে চেনা যায়নি। ওই সময় লাগোয়া গ্রাম সুদামটোলায় ঢুকে তৃণমূলের নেতা কর্মীদের উদ্দেশ্য করে গালাগালি সহ হুমকি দিতে থাকেন তিনি। ওই গ্রামেই বাড়ি তৃণমূলের রতুয়া-১ ব্লক সহ সভাপতি দশরথ যাদবের। তাঁর নাম ধরে প্রাণে মারার হুমকি দেওয়ার পাশাপাশি যারা স্কুল ভোটে তৃণমূলকে ভোট দেবে তাদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। ওই সময় ভয় দেখাতে তিনি শুন্যে গুলি ছোঁড়েন বলে অভিযোগ। দশরথবাবু বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে সব্যসাচীবাবুর আচরণ উদ্বেগজনক। যেভাবে হুমকি দিচ্ছেন তাতে কখন কী করে বসেন তা নিয়ে কর্মীরা আতঙ্কে রয়েছেন।” একই অভিযোগ করেছেন দলের ব্লক সভাপতি ফজলুল হকও। তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করে বিধায়ক সমরবাবুর পাল্টা অভিযোগ, “কংগ্রেসের শক্ত ঘাঁটি রতুয়ায় এ পর্যন্ত ৮টি স্কুল নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হয়েছে। খাতা খুলতে ব্যর্থ হয়ে ওরা আমার ছেলের নামে মিথ্যা অপবাদ দিয়ে ওর বদনাম করতে চাইছে। যা বলা হচ্ছে সেটা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। ও বন্দুক কোথায় পাবে যে গুলি ছুড়বে!” |
|
|
|
|
|