l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
বছরের শেষের ক’টি দিন সমগ্র বিশ্ব এক ছুটির উন্মাদনায় মেতে ওঠে। যিশুর জন্মদিনের আনন্দ ভাগ করে নেন সারা বিশ্বের মানুষ। সেই আনন্দ মুহূর্তের সাক্ষী হতে
‘আপনার কলমে’
সিডনি ও
‘ফোটো শপ’
এ সান আন্তোনিওর উত্সব চিত্র। বড়দিনের সময়টায় ঘুরে আসা যেতে পারে কাছেপিঠে কোথাও। তেমনই তিনটি ঘোরার গল্প নিয়ে
‘কেমন সে দেশ’
।
রক্তাক্ত বোনকে নিয়ে দু’ঘণ্টা
মাঠে বসে ছিল রোজিনা
শুভাশিস ঘটক • নৈনান
কে সান্ত্বনা দেবে! বছর দশেকের চনমনে মেয়েটা যে এ ভাবে চলে যাবে কেউ কি তা ভাবতে পেরেছিলেন? নিজেদের মধ্যে কথা বলাবলি করলেও কেউই তাই এগিয়ে এসে সন্তানহারা মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিলেন না। বৃহস্পতিবার মগরাহাটে হুকিং কাটতে বিদ্যুৎ বণ্টন সংস্থার লোকজন ও পুলিশ গেলে বাসিন্দারা বাধা দেন। তা নিয়ে সংঘর্ষ বাধে। চলে বোমা, গুলি। তারই মধ্যে পড়ে গুলিতে মারা যায় ক্লাস ফাইভের ছাত্রী রেজিনা। এদিন বাড়িতে গিয়ে দেখা গেল, অঝোরে কেঁদে চলেছেন রেজিনার মা। দিদি রোজিনাও বোনের শোকে পাথর। কোনওক্রমে জিজ্ঞাসা করলাম কি ঘটেছিল? কথাটা শুনে একবার তাকাল রোজিনা। চোখ মুছে বলল, “ওর স্কুলে কাল বিজ্ঞান পরীক্ষা ছিল। রোজই পরীক্ষা দিয়ে বিকেল তিনটে নাগাদ বাড়ি ফেরে। তিনটে বেজে গেলেও না ফেরায় ভাবলাম বোধহয় বন্ধুদের সঙ্গে কথা বলছে। তাই দেরি হচ্ছে। এরই মধ্যে শুনি মাদ্রাসার মাঠের কাছে খুব গোলমাল হচ্ছে। স্কুল থেকে রোজ ওই রাস্তা দিয়েই বোন ফেরে। গোলমালের কথা শুনে তাই চিন্তা হল। তার উপর ৪টে বেজে গিয়েছে। তাই দেরি না করে ভাবলাম এগিয়ে দেখি। মাঠের কাছকাছি গিয়ে দেখি প্রচণ্ড গণ্ডগোল। প্রচুর ভিড়। তারই মধ্যে ফট ফট আওয়াজ হচ্ছে। হঠাৎই দেখি লোকজন পড়ি কি মড়ি করে দৌড়চ্ছে।”
বিস্তারিত...
জমি নিয়ে জালিয়াতি, সেও সেই নন্দীগ্রামে
আনন্দ মণ্ডল • নন্দীগ্রাম
রেলের প্রকল্পে অধিগ্রহণের বিজ্ঞপ্তিতে ‘খাস’ হয়ে গিয়েছিল জমি। ‘ভূমিহারা’ হিসাবে ভুয়ো দাবি প্রতিষ্ঠা করে রেলের কাছ থেকে ক্ষতিপূরণ এবং মূলত চাকরি হাসিলের চেষ্টায় অবৈধ ভাবে সেই খাসজমিই কেনাবেচা হয়েছে। জমি নিয়ে এ হেন জালিয়াতির অভিযোগ উঠেছে জমি-রক্ষা আন্দোলনের ধাত্রীভূমি নন্দীগ্রামে। ‘অবৈধ’ এই জমি কেনা-বেচায় ভূমি-দফতরের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। জালিয়াতিতে জড়িয়েছে শাসক তৃণমূলের একাংশের নাম। যদিও ‘অনিয়ম’ নিয়ে সরবও হয়েছে তৃণমূলেরই অন্য অংশ। ২০০৯-এ রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তমলুক-দিঘা রেলপথের দেশপ্রাণ স্টেশন (বাজকুল) থেকে নন্দীগ্রাম পর্যন্ত ১৭ কিলোমিটার রেললাইন তৈরির ঘোষণা করেন। ২০১০-এর ৩০ জানুয়ারি মমতা স্বয়ং নন্দীগ্রামে প্রকল্পের শিলান্যাস করেন। ১২১ কোটি টাকার এই প্রকল্পের জন্য ২০১০-এর সেপ্টেম্বরে ১৮০ একর জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করে রেল। ওই বছরই ডিসেম্বরে ফের এক দফা বিজ্ঞপ্তির মাধ্যমে জমির প্লট নম্বর, পরিমাণ, মালিকানা সংক্রান্ত তথ্য প্রকাশ করে তা ‘খাস’ ঘোষণা করা হয়।
বিস্তারিত...
সরকারি দফতরগুলির আগ্রহের
অভাবে সমস্যা প্রকল্প রূপায়ণে
নুরুল আবসার • হাওড়া
হাওড়া জেলায় একশো দিনের কাজের প্রকল্পে জব কার্ডধারীরা চলতি আর্থিক বছরে এ পর্যন্ত কাজ পেয়েছেন মাত্র ১২ দিন। প্রকল্পের এই শোচনীয় হার দেখে ক্ষুব্ধ হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সরকারের বিভিন্ন দফতরকে এই প্রকল্পে যোগ দেওয়ার কথা বলা হলেও তারা বিশেষ গা করেনি বলে অভিযোগ। যা করা হলে এই জেলায় একশো দিনের প্রকল্প যথেষ্ট গতি পেতে পারত বলে জেলা প্রশাসনের কর্তাদের দাবি। তবে আশার কথা হল, সম্প্রতি কয়েকটি দফতর একশো দিনের প্রকল্পে কাজের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। হাওড়ায় একশো দিনের কাজের প্রকল্পটি শুরু হয়েছিল ২০০৮ সালের ১ এপ্রিল। প্রথম বছর কেটে যায় জব কার্ডধারীদের নামের তালিকা তৈরি করতে। কিন্তু তার পরেও পঞ্চায়েতগুলির মাধ্যমে এই প্রকল্পে অগ্রগতি খুব একটা হয়নি। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের কর্তারা সরকারের অন্যান্য দফতরের মাধ্যমে এই প্রকল্পের কাজ করানোর প্রয়োজনীয়তা অনুভব করেন। জেলা প্রশাসন সূত্রের খবর, সেচ, পূর্ত (সড়ক), কৃষি, উদ্যানবিষয়ক, বন এবং মৎস্য দফতর একশো দিনের কাজের প্রকল্পে যোগ দিতে পারে। নিয়ম হল, তারা যে কাজটি করতে চায়, সে বিষয়ে প্রকল্প তৈরি করবে। কত টাকা লাগবে সেটাও প্রকল্পে জানিয়ে দিতে হবে।
বিস্তারিত...
অবাধে চলছে মোরাম পাচার, নির্বিকার প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট
রাজ্য জুড়ে যখন আর্থিক সঙ্কট দেখা দিয়েছে, তখন রামপুরহাট মহকুমা প্রশাসনের নাকের ডকায় চলছে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে মোরাম তোলা। তাও আবার সরকারি জায়গা থেকে বড় বড় যন্ত্রের সাহায্যে মোরাম তুলে পাচার হচ্ছে। এমন ঘটনার খবর মিলেছে রামপুরহাট থানার ভাটিনা মৌজায়। সেখানকার অবস্থা দেখতে শুক্রবার সকালে যান মহকুমা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অজয় বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট ১ ব্লকের বি এল আর ও মহম্মদ মনিরুদ্দিন, সংশ্লিষ্ট রেভিনিউ ইনস্পেক্টর অমিতাভ বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য কর্মীরা। অজয়বাবু বলেন, “এ দিন এলাকায় গিয়ে মোরাম তোলার পরিমাপ দেখে যা বোঝা যাচ্ছে, এখনও পর্যন্ত ৬ লক্ষ ২১ হাজার কিউবিক ফুট মোরাম ওখান থেকে তোলা হয়েছে। রাজস্ব আদায় করার ক্ষেত্রে প্রতি ১০০ কিউবিক ফুট মোরামের ক্ষেত্রে ১১৫ টাকা করে ধার্য আছে। কিন্তু এখান থেকে যে পরিমাণ মোরাম চুরি হয়েছে তা বিশাল অঙ্কের টাকা ক্ষতি হয়েছে।” অথচ জেলাশাসক গত বৃহস্পতিবার কেবলমাত্র জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর থেকে বার্ষিক রাজস্ব আদায়ের লক্ষ মাত্রা ধার্য করেছে ৮০ কোটি টাকা।
বিস্তারিত...
মাটি কুপিয়ে মিলল মুদ্রা
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা
একশো দিনের কাজে করতে গিয়ে মাটির নিচে মিলল রূপোর মুদ্রা। যা বাদশাহি আমলের বলে স্থানীয় বাসিন্দারা মনে করছেন। ফালাকাটা ব্লকের পশ্চিম ডালিমপুর গ্রামে শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে। আনুমানিক ৩ কেজি ওজনের প্রচুর রৌপ্য মুদ্রা মাটির নিচে একসঙ্গে সাজানো ছিল বলে গ্রামবাসীদের অনুমান। হাতেগোনা কয়েকজন ওই মুদ্রা নিয়ে অর্ধসমাপ্ত কাজ করে বাড়ি ফেরেন। বিকাল বেলা বিডিও খবর পাওয়ার পরে পুলিশ নিয়ে গ্রামে মুদ্রা উদ্ধারের কাজে নেমেছে। ফালাকাটার বিডিও সুশান্ত মণ্ডল বলেন, “গ্রামবাসীদের বুঝিয়ে সুঝিয়ে ওই মুদ্রা উদ্ধার করার কাজ করছি। এলাকার প্রাচীন ইতিহাস নিয়ে কাজ করতে গবেষকদের কাজে এর প্রয়োজন রয়েছে।” গ্রামবাসীরা জানান, স্থানীয় বাসিন্দা সুনীল বর্মনের জমির মাটি নিয়ে পাশের একটি রাস্তা তৈরির কাজে হাত দেন ৩০ জন শ্রমিক। সকাল ১০ টা নাগাদ ৪ ফুট মাটি খুঁড়ে রাস্তায় ফেলার সময় শ্রমিকরা ওই মুদ্রাগুলি দেখতে পান। সে সময় যে যার মত ওই মুদ্রা নিয়ে বাড়ি ফিরতে থাকেন। স্থানীয় এক স্যাকরার কাছে নিয়ে গিয়ে জানতে পারেন ওই মুদ্রাগুলি আসলে রুপো দিয়ে তৈরি।
বিস্তারিত...
তমলুকের নাম তাম্রলিপ্ত রাখার প্রস্তাব পুরসভায়
নিজস্ব সংবাদদাতা • তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার নাম পরিবর্তন করে ‘তাম্রলিপ্ত’ রাখার প্রস্তাব ঝুলেই রয়েছে। এই প্রেক্ষিতে জেলা সদরের নাম পাল্টে ‘তাম্রলিপ্ত’ করার সিদ্ধান্ত নিয়েছে তমলুক পুরসভা। এ ব্যাপারে বুধবার পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন পুরপ্রধান তৃণমূলের দেবিকা মাইতি। বৈঠকে সর্বসম্মত ভাবে শহরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দেবিকাদেবী বলেন, “প্রাচীন ঐতিহ্যের প্রতি সম্মান জানাতে শহরের নাম পরিবর্তন করে তাম্রলিপ্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। বুধবার বোর্ড মিটিংয়ে তা নিয়ে আলোচনার পর সর্বসম্মত ভাবে ওই প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তবে তার আগে পুরসভার তরফে এ ব্যাপারে এলাকার মানুষেরও মতামত নেওয়া হবে বলে তিনি জানান। পুরসভার বিরোধী দলনেতা সিপিএমের প্রদ্যোৎ দে-র কথায়, “শহরের ঐতিহ্যের বিষয়টি জড়িয়ে থাকায় আমরা এই নাম পরিবর্তনের প্রস্তাবে সম্মতি দিয়েছি। তাম্রলিপ্ত নামকরণ হওয়ায় হেরিটেজ টাউন হিসেবে উন্নয়নের জন্য বাড়তি আর্থিক সাহায্যও পাওয়া যাবে।” পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রাচীন এই বন্দর নগরীতে রয়েছে তাম্রলিপ্ত রাজবাড়ি-সহ নানা প্রাচীন নিদর্শন। এ ছাড়া এই নগর একসময় বৌদ্ধ পীঠস্থানের জন্য পরিচিত ছিল।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে তৃণমূল
এসজেডিএ-তে
সভাধিপতিদের অন্তর্ভুক্ত
করার দাবি বামফ্রন্টের
দক্ষিণবঙ্গ
নেতাদের ঘিরে মানুষের
নালিশ তৃণমূলের বিরুদ্ধে
পুরসভায় বাড়ির নকশা জমা
নেওয়া বন্ধ, ভুগছে হাওড়া
বর্ধমান
কয়লা পাচার সন্দেহে ১১টি
ট্রাক আটক পানাগড়ে
জলাশয় থেকে উদ্ধার
১৮৪ কেজি গাঁজা
পুরুলিয়া
জেলা প্রশাসন ও পুরসভার সংঘাত পুরুলিয়ায
‘রেশনের’ চাল
আটক বারিকুলে
মুর্শিদাবাদ
ব্যাঙ্কে ঢিলেঢালা ভাবের
জন্য বাড়ছে ডাকাতি,
মত পুলিশের
শুভেন্দুর জবাব দিতে
কংগ্রেসের সভা ২১’শে
মেদিনীপুর
লক্ষ্মণে অনাস্থা
দলীয় সম্মেলনে
জমি জবর-দখলের চেষ্টা
ফব’র, বিরোধিতা শহরে
কলকাতা
২৪.৩ /১৬.৯
আজকের দিনে
•
বিশ্ব প্রতিবন্ধী দিবস।
• ১৯৭৬:
দক্ষিণ আফ্রিকার
ক্রিকেটার মার্ক বাউচারের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.