|
|
|
|
তমলুকের নাম তাম্রলিপ্ত রাখার প্রস্তাব পুরসভায় |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পূর্ব মেদিনীপুর জেলার নাম পরিবর্তন করে ‘তাম্রলিপ্ত’ রাখার প্রস্তাব ঝুলেই রয়েছে। এই প্রেক্ষিতে জেলা সদরের নাম পাল্টে ‘তাম্রলিপ্ত’ করার সিদ্ধান্ত নিয়েছে তমলুক পুরসভা।
এ ব্যাপারে বুধবার পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন পুরপ্রধান তৃণমূলের দেবিকা মাইতি। বৈঠকে সর্বসম্মত ভাবে শহরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দেবিকাদেবী বলেন, “প্রাচীন ঐতিহ্যের প্রতি সম্মান জানাতে শহরের নাম পরিবর্তন করে তাম্রলিপ্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। বুধবার বোর্ড মিটিংয়ে তা নিয়ে আলোচনার পর সর্বসম্মত ভাবে ওই প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তবে তার আগে পুরসভার তরফে এ ব্যাপারে এলাকার মানুষেরও মতামত নেওয়া হবে বলে তিনি জানান। পুরসভার বিরোধী দলনেতা সিপিএমের প্রদ্যোৎ দে-র কথায়, “শহরের ঐতিহ্যের বিষয়টি জড়িয়ে থাকায় আমরা এই নাম পরিবর্তনের প্রস্তাবে সম্মতি দিয়েছি। তাম্রলিপ্ত নামকরণ হওয়ায় হেরিটেজ টাউন হিসেবে উন্নয়নের জন্য বাড়তি আর্থিক সাহায্যও পাওয়া যাবে।”
পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রাচীন এই বন্দর নগরীতে রয়েছে তাম্রলিপ্ত রাজবাড়ি-সহ নানা প্রাচীন নিদর্শন। এ ছাড়া এই নগর একসময় বৌদ্ধ পীঠস্থানের জন্য পরিচিত ছিল। এই শহরের পুরসভা গঠিত হয় প্রায় দেড়শো বছর আগে। সব মিলিয়ে শহরের ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে তমলুক পুরসভার নাম পাল্টে ‘তাম্রলিপ্ত’ করার প্রস্তাব দিয়েছিল ‘তাম্রলিপ্ত-ময়নাগড়-কাশীজোড়া-মহিষাদল হেরিটেজ কমিটি’। ওই প্রস্তাব নিয়েই এ দিনের বৈঠকে আলোচনা হয়। তমলুক পুরসভার ভাইস চেয়ারম্যান ও হেরিটেজ কমিটির সম্পাদক দীপেন্দ্রনারায়ণ রায় বলেন, “প্রাচীন এই শহর এখনও দেশ-বিদেশে তাম্রলিপ্ত হিসেবেই পরিচিত। বন্দর নগরী ছাড়াও আগে এই শহর বৌদ্ধ পীঠস্থান হওয়ায় এর গুরুত্ব রয়েছে। বিভিন্ন নিদর্শন সমৃদ্ধ তাম্রলিপ্তের সেই ঐতিহ্য তুলে ধরতে তাই শহর এবং পুরসভার নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছিল।” পুর কর্তৃপক্ষের মতে, তাম্রলিপ্ত নামকরণ হলে তমলুক শহরের উন্নয়নে বাড়তি অর্থ বরাদ্দ হবে। পর্যটকেরাও আসবেন। পুরসভার বৈঠকে ‘তাম্রলিপ্ত’ নামকরণের প্রস্তাব সর্বসম্মত ভাবে অনুমোদন হলেও শহরবাসীর মতামত নেওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরে সেই প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠাবে পুরসভা। রাজ্য সরকার অনুমোদন দিলেই তা সরকারি ভাবে ঘোষণা করা হবে বলে পুরপ্রধান জানান। |
|
|
|
|
|