টুকরো খবর
কঙ্কাল-কাণ্ডে ফেরার, সম্পত্তি বাজেয়াপ্ত শুরু
আনন্দপুরে ফেরার বিশ্বনাথ ঘোষের অস্থাবর সম্পতি বাজেয়াপ্ত। নিজস্ব চিত্র
দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে ‘ফেরার’ অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু হল। শুক্রবার কেশপুরের আনন্দপুর থানা এলাকায় এমনই ৬ পলাতকের বাড়িতে হানা দেয় পুলিশ। তবে দু’জনের বাড়িতে তালা লাগানো ছিল। বাকি চার জনের বাড়িতে গিয়ে সিলিং ফ্যান, দেওয়াল ঘড়ি প্রভৃতি অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানিয়েছে, অন্য পলাতক-অভিযুক্তদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। দাসেরবাঁধের কঙ্কাল-কাণ্ডে জড়িয়েই এখন জেলে প্রাক্তন মন্ত্রী তথা গড়বেতার সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ। গত ২৩ সেপ্টেম্বর সুশান্তবাবু-সহ ৫৮ জন সিপিএম নেতা-কর্মীর নামে চার্জশিট দিয়েছে সিআইডি। এখনও পর্যন্ত গ্রেফতার ১৯ জন। ‘ফেরার’ ৩৯ জনের নামে হুলিয়া জারি করে ২৫ নভেম্বরের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল আদালতে। কিন্তু কেউই হাজির হননি।

নেতাই-কাণ্ডের বিচার স্থগিত করল হাইকোর্ট
লালগড়ের নেতাই-কাণ্ডের বিচার প্রক্রিয়া আগামী ১০ জানুয়ারি পর্যন্ত স্থগিত করে দিল কলকাতা হাইকোর্ট। ওই মামলায় অভিযুক্ত অবনী সিংহ-সহ বেশ কয়েক জন কলকাতা হাইকোর্টে আবেদন করে জানান, সিবিআই আইনি প্রক্রিয়া না-মেনে কাজ করছে। আবেদনকারীদের অভিযোগ, সিবিআই এক সাক্ষীর গোপন জবানবন্দি অনুযায়ী আদালতে অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে। এই ধরনের চার্জশিট দেওয়ার জন্য যে-আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, এ ক্ষেত্রে তা করা হয়নি। দু’পক্ষের বক্তব্য শোনার পরে বিচারপতি কালিদাস মুখোপাধ্যায় আপাতত নেতাই-কাণ্ডের বিচার প্রক্রিয়া স্থগিত করে দেন। আগামী ৭ জানুয়ারি এই আবেদনের শুনানি হবে। শুনানির পরে হাইকোর্ট চূড়ান্ত রায় দেবে। ৭ জানুয়ারি নেতাই গ্রামে গুলিতে ন’জন মারা যান, আহত হন ২৮ জন।

সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল মঞ্চের
বিনপুরে জনজাগরণ মঞ্চের বাইক মিছিল
মাওবাদীদের হাতে সিপিএম কর্মী খুনের প্রতিবাদে শুক্রবার বিনপুরে মোটরবাইক-মিছিল করল তৃণমূল প্রভাবিত ‘জনজাগরণ মঞ্চ’। বুধবার সন্ধ্যায় বিনপুরের নান্দা গ্রামে খুন হন সিপিএম কর্মী তারাচাঁদ মুর্মু। প্রাথমিক তদন্তের পর পুলিশের সন্দেহ, তারাচাঁদবাবুকে মাওবাদীরাই খুন করেছে। এই খুনের প্রতিবাদে এবং সার্বিক ভাবে মাওবাদী সন্ত্রাসের বিরোধিতায় শুক্রবার দুপুরে দহিজুড়ি থেকে বিনপুর পর্যন্ত মোটরবাইক মিছিল করেন ‘জনজাগরণ মঞ্চে’র লোকজন। নেতৃত্বে ছিলেন মঞ্চের নেতা নিশীথ মাহাতো। মিছিলের পুরোভাগে একটি প্রচার গাড়ি থেকে মাওবাদীদের বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়। নিশীথের বক্তব্য, “যে কোনও খুনই নিন্দনীয়। রাজনৈতিক পরিচয়ের থেকে মানুষের পরিচয়টাই বড়। মাওবাদীদের ঘৃণ্য খুন-সন্ত্রাসের বিরোধিতা করে এলাকায় শান্তি ফেরানোই আমাদের লক্ষ্য।” আগামী ৪ ও ৫ ডিসেম্বর মাওবাদীদের ভারত বন্ধের বিরুদ্ধেও মিছিল হবে বলে জানিয়েছেন নিশীথবাবু। ৫ ডিসেম্বর জামবনির ভাতুড় গ্রামে মঞ্চের উদ্যোগে হবে ‘সন্ত্রাসবিরোধী সভা’।

দুর্ঘটনায় জখম ২০

বাস উল্টে জখম হলেন ২০ জন যাত্রী। শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ পাঁশকুড়া কলেজের কাছে ঘাটাল-পাঁশকুড়া সড়কে দুর্ঘটনাটি ঘটে। জখমদের মধ্যে অধিকাংশই কলেজ পড়ুয়া। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনার পরেই পালিয়ে যান বাসের চালক ও খালাসি। ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে কিছুক্ষণ বিক্ষোভও দেখান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.