জলাশয় থেকে উদ্ধার ১৮৪ কেজি গাঁজা |
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী ও বর্ধমান |
একশো দিনের কাজে পানা পরিষ্কার করতে গিয়ে শুক্রবার পূবর্স্থলী ১ ব্লকের মধ্য শ্রীরামপুর এলাকায় জলাশয় থেকে মিলল প্রায় ১৮৪ কিলোগ্রাম গাঁজা। শ্রীরামপুর এলাকায় প্রতি বছর মুড়িগঙ্গায় ধুমধাম করে ছট পুজো হয়। সম্প্রতি ওই জলাশয়টি কচুরিপানায় ভরে গিয়েছিল। স্থানীয় বাসিন্দারা শ্রীরামপুর পঞ্চায়েতের কাছে জলাশয়টি পরিষ্কার করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। |
|
মধ্য শ্রীরামপুর গ্রামে তোলা নিজস্ব চিত্র। |
দিন ছ’য়েক আগে ১০০ দিনে কাজে পুকুর সংস্কার শুরু করে পঞ্চায়েত। এ দিন সকাল ১০টা নাগাদ ওই জলাশয় থেকে প্রচুর গাঁজা উদ্ধার হয়। পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান পূর্বস্থলী থানার আইসি রঞ্জন সিংহ। পৌঁছন পূর্বস্থলী ১ বিডিও স্নেহাংশুরঞ্জন গঙ্গোপাধ্যায়ও। এ দিন বর্ধমানের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “আটক হওয়া গাঁজার মোট পরিমাণ প্রায় ১৮৪ কিলোগ্রাম। পুলিশকে ফের ওই গ্রামে অভিযান চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”
দিন দশেক আগেও ওই এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার হয় মোট প্রায় ১১৫ কেজি গাঁজা। প্রচুর গাঁজা রাখার অভিযোগে অষ্টম মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করেছিল পুলিশ। তাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় এক মহিলা-সহ আরও দু’জনকে।
আইসি রঞ্জন সিংহ জানান, এলাকায় চোরা পথে গাঁজা ঢুকছে বলে তাঁদের কাছে খবর রয়েছে। তিনি জানান, অষ্টম মণ্ডল গ্রেফতারের পরে কেউ ধরা পড়ার ভয়ে মুড়িগঙ্গায় ওই গাঁজা ফেলে দিয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে তাঁরা অনুমান করছেন। |
|