l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
কোস্টা রিকার মতো একটা ছোট্ট দেশ ঘুরতে গিয়ে সেখানকার স্থানীয় খাদ্য সম্ভারের দিকে তাকালে অবাক হয়ে যেতে হয়!
‘খানাতল্লাশি’
তে এ বার সেই আশ্চর্য খাদ্য ভাণ্ডারের হদিশ। সঙ্গে বাঙালির আদরের শীত-খাবার ‘পিঠে’ হাজির
‘আপনার রান্নঘর’
-এ। মাঝমাসের হাওয়াবদলে অন্য খবরের ডালি সাজিয়ে রইল
‘সংবাদের হাওয়াবদল’
।
ভুল করেও কেউ যেন
মাওবাদীদের সঙ্গে আর না যায়
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া
ভাইয়ের মৃতদেহের সামনে দাঁড়িয়ে দাদার স্বীকারোক্তি, “খুব ভুল করেছিলাম।” কী ভুল? মাওবাদীদের প্রতি সহানুভূতিশীল ‘আদিবাসী মূলবাসী জনগণের কমিটি’ করা। পাশাপাশি আবেদন, ‘‘ভুল পথে গিয়েই ভাইয়ের মৃত্যু হয়েছে। আর কেউ যেন ভুল করেও মাওবাদীদের সঙ্গে বা ওই ধরনের কমিটিতে (আদিবাসী মূলবাসী) না যায়।” কে করছেন আবেদন? ‘আদিবাসী মূলবাসী জনগণের কমিটি’র প্রতিষ্ঠাতা সম্পাদক, এক সময়ে প্রকাশ্যেই এলাকায় মাওবাদীদের হয়ে প্রচার করা শম্ভু সিংহ। যিনি সদ্য নিজের মাওবাদী স্কোয়াড সদস্য ভাইকে হারিয়েছেন। বলরামপুরে সোমবার সন্ধ্যায় তৃণমূল কর্মী রাজেন সিংহ সর্দারের বাবা ও ভাইকে খুন করে পালানোর সময় যৌথ বাহিনীর গুলিতে যে দুই মাওবাদীর মৃত্যু হয়েছে, তাঁদেরই এক জন শম্ভুবাবুর ভাই বাবলু সিংহ। ঘাটবেড়া গ্রামে বাড়ি। পুলিশ জানিয়েছে, মৃত অন্য মাওবাদী সুবল মাহাতো আড়শার বাসিন্দা। দুই পরিবারের লোকজন বুধবার পুরুলিয়া হাসপাতালে দেহ দু’টি শনাক্ত করেন। ২০০৯-এর গোড়ায় বলরামপুরে অঘোর হেমব্রম ও শম্ভু সিংহের হাত ধরে গড়ে ওঠে ‘আদিবাসী মূলবাসী জনগণের কমিটি’। অঘোরবাবু ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি।
বিস্তারিত...
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে
বাজেয়াপ্ত হল অ্যাম্বুল্যান্স
নিজস্ব সংবাদদাতা • তমলুক
নন্দীগ্রামের ভূমি-উচ্ছেদ প্রতিরোধ কমিটির নিখোঁজ সমর্থকদের ব্যাপারে আজ, বৃহস্পতিবার হাইকোর্টে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা সিআইডি-র। ঠিক তার আগে, বুধবার তমলুকে পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (সিএমওএইচ) দফতর-চত্বর থেকে নিখোঁজ-কাণ্ডের সূত্রে একটি অ্যাম্বুল্যান্স বাজেয়াপ্ত করল তারা। ২০০৭-এর ১০ নভেম্বর তেখালির কাছে ভূমি-কমিটির মিছিলে সিপিএমের ‘হামলা’য় বেশ কয়েকজন আহত ও নিহত হন। ওই দিন নিখোঁজ হওয়া ৯ জনের ব্যাপারে হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিআইডি। সিআইডি সূত্রের দাবি, যাঁদের সন্ধান মিলছে না, তাঁদের কেউ কেউ সে দিনের হামলায় নিহত হন। হতাহতদের ভ্যান-রিকশায় প্রথমে খেজুরির শেরখাঁচকের আমড়াতলা প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে অ্যাম্বুল্যান্সে চাপিয়ে নিহত কয়েক জনের দেহ খেজুরির রসুলপুর ঘাটে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ভুটভুটিতে দেহগুলি বঙ্গোপসাগরে নিয়ে গিয়ে ভাসিয়ে দেওয়া হয়। বুধবার বাজেয়াপ্ত অ্যাম্বুল্যান্সটিই (ডব্লিউবি-২৯/৬১৯০) দেহ-বহনে ব্যবহৃত হয়েছিল বলে সিআইডি সূত্রের দাবি। জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, ‘পাব্লিক প্রাইভেট পার্টনারশিপ’ মডেলে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য-মিশন প্রকল্পে ব্যবহারের জন্য ওই অ্যাম্বুল্যান্সটি ২০০৬-০৭ আর্থিক বছরে খেজুরি-১ ব্লকের একটি ক্লাবকে দেওয়া হয়েছিল। ওই ক্লাবের প্রধান কর্মকর্তা ছিলেন সিপিএম নেতা তথা খেজুরি-১ পঞ্চায়েত সমিতির তদানীন্তন সভাপতি হিমাংশু দাস।
বিস্তারিত...
চাষির অপমৃত্যু, ধানের সহায়ক
মূল্য না পাওয়ায় ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
এক চাষির অস্বাভাবিক মৃত্যুর পরে ধানের দাম না পাওয়া এবং মহাজনি ঋণের জেরে আত্মহত্যার অভিযোগ তুললেন তাঁর পরিজনেরা। যদিও স্থানীয় তৃণমূল নেতারা তা মানতে নারাজ। ঘটনাটি বর্ধমান থানার চান্ডুল গ্রামের। পুলিশ জানায়, মৃতের নাম ভবানী পোড়েল (৪৫)। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পিছনে আমগাছে গলায় দড়ির ফাঁসে তাঁকে ঝুলতে দেখা যায়। সেখান থেকে নামিয়ে রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে ‘মৃত’ ঘোষণা করা হয়। বুধবার মৃতদেহের ময়না-তদন্তও হয়েছে। মৃতের ভাইপো আশিস পোড়েলের অভিযোগ, বোরো আর আমন চাষ করতে গিয়ে ভবানীবাবুর প্রায় ৫০ হাজার টাকা দেনা হয়েছিল। টাকা শোধ করার জন্য অনবরত চাপ দিচ্ছিলেন মহাজন। অথচ ঘরে মজুত প্রায় ৫০ বস্তা ধান বিক্রি করতে পারছিলেন না তিনি। কারণ একে খোলা বাজারে দাম কম, তার উপরে সরকারের সহায়ক মূল্যে ধান কেনাও বন্ধ। ফলে অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে তিনি আর এই চাপ নিতে পারেননি। আশিসবাবুর কথায়, “সংসার খরচ চালানোর মতো অবস্থাও ছিল না জ্যাঠার। বাধ্য হয়ে জেঠিমাকে ১০০ দিনের প্রকল্পের কাজ করতে হচ্ছিল। সেই কাজও বন্ধ হয়ে গিয়েছে।
বিস্তারিত...
ইউআইটি-তে ‘র্যাগিং’,
হস্টেল থেকে বহিষ্কৃত ছয়
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
র্যাগিংয়ে অভিযুক্ত ছয় ছাত্রকে হস্টেল থেকে বহিষ্কার করল বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইউআইটি)। মঙ্গলবার ওঠা অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেল ৫টার মধ্যে ওই ছাত্রদের হস্টেল ছেড়ে চলে যেতে বলা হয়েছে। কয়েক দিন আগেই হিন্দি বিভাগের এক ছাত্রীকে র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল বিশ্ববিদ্যালয়ের গার্গী হস্টেলে। পরে অভিযুক্তেরা তাঁর নামে চুরির পাল্টা নালিশ জানান। তবে পরপর ঘটনা ঘটতে থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেমন বিব্রত হয়েছেন, সতর্কও হয়েছেন। ব্যবস্থাও নেওয়া হচ্ছে দ্রুত। ঘটনার সূত্রপাত সোমবার দুপুরে কলেজ সংলগ্ন নতুন হস্টেলে। কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র জিৎ দাসের অভিযোগ, আগের দিন সামান্য বচসার জেরে কলেজ চলাকালীন দুপুরে তাঁকে হস্টেলে ডেকে নিয়ে গিয়ে মেঝেতে ফেলা থুতু চাটতে বাধ্য করা হয়েছিল। মেঝেতে পেন্সিলের দাগ টেনে নাক দিয়ে তা মুছতেও বাধ্য করা হয়। প্রথমে এ সব করতে না চাওয়ায় ঘণ্টাখানেক ধরে তাঁর উপরে মারধর ও নির্যাতন চালানো হয়। কলেজের অফিসার অন স্পেশাল ডিউটি অমিয় ঘোষের কাছে লিখিত ভাবে এই অভিযোগ জানিয়েছিলেন দুর্গাপুরের তিলক রোডের বাসিন্দা জিৎ।
বিস্তারিত...
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে
সহবাস, ধৃত তৃণমূল নেতা
নিজস্ব সংবাদদাতা • মালবাজার
বিয়ের টোপ দিয়ে এক তরুণীর সঙ্গে দিনের পর দিন সহবাস এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগে তৃণমূল কংগ্রেসের মালবাজার ব্লকের সভাপতিকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার দুপুরে মালবাজার থানার ঘড়ি মোড় এলাকা থেকে তাঁকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতের নাম শুভাশিস ঘোষ ওরফে মনা। ২০০৮ সালের পুরভোটে তিনি হেরে যান। অভিযোগকারী তরুণীর বাড়ি ওই পুর এলাকারই ৯ নম্বর ওয়ার্ডে। তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হবে বলে পুলিশ জানিয়েছে। মালবাজারের মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম সরকার বলেছেন, “সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে শুভাশিসবাবুকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।” তাঁর বিরুদ্ধে ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং জোর করে গর্ভপাত--তিনটি অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন শুভাশিসবাবু। মঙ্গলবার মালবাজার ট্যুরিস্ট লজের ম্যানেজার শুভাশিসবাবুর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। ম্যানেজারের অভিযোগ, লজের এক মহিলা কর্মীকে গালি দিয়ে অভব্য আচরণ করেন শুভাশিসবাবু। ওই রাতেই শুভাশিসবাবু পাল্টা অভিযোগ দায়ের করেছিলেন। এ দিন ট্যুরিস্ট লজের ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হচ্ছে বলে শুভাশিসবাবু প্রথমে ভেবেছিলেন।
বিস্তারিত...
পদত্যাগপত্র দিলেন উপপ্রধান,
নূন্যতম পরিষেবা নিয়ে সংশয়
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
আর্থিক দুর্নীতিকে অভিযুক্ত আরামবাগের মাধবপুর পঞ্চায়েতের সিপিএম প্রধান শেখ মুজিবর রহমান চার মাসের উপরে ‘ফেরার’। অসুস্থতা এবং পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে মঙ্গলবার বিকেলে ব্লক অফিসে পদত্যাগপত্র জমা দিলেন ওই পঞ্চায়েতের উপপ্রধান সিপিআইয়ের সুস্মিতা দে। এই পরিস্থিতিতে গ্রামোন্নয়নের কাজ কী ভাবে হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ওই পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। সে জন্য পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত সুস্মিতাদেবীকে শংসাপত্রে সই করার কাজটুকু অন্তত চালিয়ে যেতে অনুরোধ করেছেন তাঁরা। কিন্তু বুধবার সুস্মিতাদেবী আর পঞ্চায়েত অফিসে আসেননি। বিডিও মৃণালকান্তি গুঁই বলেন, “পদত্যাগপত্রটি গৃহীত হওয়ার আগে নিয়মমতো শুনানির ব্যবস্থা করা হবে। পঞ্চায়েতটিকে সক্রিয় করারও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” গত লোকসভা ভোটের পর থেকেই আরামবাগ ব্লকের ১৫টি পঞ্চায়েতের (সব ক’টিই বামফ্রন্ট পরিচালিত) অধিকাংশের ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল কর্মী-সমর্থকেরা আন্দোলনে নামেন। চলতে থাকে বিক্ষোভ, ঘেরাও, দফতরে তালা মারা।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
ক্ষুব্ধ তৃণমূল প্রভাবিত অধ্যাপক মঞ্চ
বৃষ্টি নিয়ে শীত এল উত্তরে
দক্ষিণবঙ্গ
বেহাল রাস্তায় ধুলোর
ঝড়ে অতিষ্ট মানুষ
কার্তিকে মাতোয়ারা
গঙ্গাপাড়ের শহর বাঁশবেড়িয়া
বর্ধমান
বিপণন তথৈবচ, তাই
আপত্তি ঝুঁকিতে
পুনর্বাসন দিয়ে দখলদারের তকমা, নালিশ বাসিন্দাদের
পুরুলিয়া
কাশীপুরে দোকান নির্মাণে
দুর্নীতি, নালিশ কংগ্রেসের
খনির জন্য বিক্ষিপ্তভাবে
জমি নেওয়ার নালিশ
মুর্শিদাবাদ
অরূপ খুনে আটক কৃষ্ণনগরের তৃণমূল কাউন্সিলর
শীতের মাঠে উত্তাপ ছড়াতে
বাংলাদেশের ফুটবল দল
মেদিনীপুর
এলাকার ‘দখল’ নিয়ে
তাণ্ডব দাসপুরের গ্রামে
রেজিস্ট্রারকে নিয়ে জটে দুর্নীতির প্রসঙ্গও, আইআইটিতে অস্বস্তি
কলকাতা
৩০.৫/২২.৬
আজকের দিনে
•
আন্তর্জাতিক ছাত্র দিবস।
•
১৯৮২:
ক্রিকেটার ইউসুফ
পাঠানের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.