পশ্চিমী ঝঞ্ঝা, বরফ পড়ল উত্তর সিকিমে |
বৃষ্টি নিয়ে শীত এল উত্তরে |
নিজস্ব প্রতিবেদন |
পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে পাকাপাকি ভাবে কনকনে শীত ঢুকে পড়েছে উত্তরবঙ্গে। ঝিরঝিরে বৃষ্টি আর কনকনে ঠান্ডা হাওয়ায় বুধবার ঘুম ভেঙেছে জলপাইগুড়ি ও শিলিগুড়ি শহরের মানুষের। দার্জিলিং-সহ পাহাড়ি এলাকায় সারাদিন বৃষ্টি হয়েছে। উত্তর সিকিমে শুরু হয়েছে তুষার পাত। সিকিমের রাজধানী গ্যাংটকে দিনের তাপমাত্রা ৫ ডিগ্রি কমে গিয়েছে। শীতের দাপটে পর্যটনকেন্দ্রিক এই শহরের অধিকাংশ দোকানপাট দুপুরের আগেই বন্ধ হয়ে যায়। দার্জিলিঙের দিনের তাপমাত্রাও প্রায় ৪ ডিগ্রি কমে যায়। সেই সঙ্গে সারাদিনই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর সুত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় গ্যাংটকে ১৪ মিলিমিটার ও দার্জিলিঙে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আরও তিন দিন এমন পরিস্থিতি চলবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। তিন দিন পরে আকাশ পরিষ্কার হলেও তাপমাত্রা কমে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘন কুয়াশাও দেখা যাবে উত্তরবঙ্গে। |
|
এ দিন সকাল থেকে জলপাইগুড়ি শহরে বৃষ্টি শুরু হয়। ঠান্ডার কামড়ে শহরের ব্যস্ত এলাকাগুলি অন্য দিনের তুলনায় দিনভর সুনসানই ছিল। সরকারি দফতরগুলিতেও হাজিরার পরিমাণ ছিল কম। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সিকিমের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, “উত্তর সিকিমে তুষারপাত শুরু হয়েছে। দার্জিলিং, গ্যাংটকের মতো পাহাড়ি এলাকায় সারাদিনই বৃষ্টিপাত হয়েছে। আগামী তিন দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং বিহার লাগোয়া হিমালয়ের পাদদেশ এলাকার ওপরে থাকা একটি ঘূর্ণাবর্তের কারণেই বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে কনকনে হাওয়া বইতে শুরু করেছে। ঘূর্ণাবর্ত ও ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়াও শক্তিশালী হচ্ছে। সব মিলিয়ে আগামী ৩ দিন এমন চলবে। দিনের তাপমাত্রা আরও কমতে পারে।” |
|
২৪ ঘন্টার মধ্যে যে ভাবে বিভিন্ন এলাকায় দিনের তাপমাত্রা কমে গিয়েছে তাতে বৃহস্পতি ও শুক্রবারে আরও জাঁকিয়ে শীত পড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। উপগ্রহ চিত্রে পাওয়া তথ্যে জানা গিয়েছে, যে পশ্চিমী ঝঞ্ঝা বর্তমানে উত্তরবঙ্গের আকাশে রয়েছে তার পিছু পিছু আরো বেশ কয়েকটি ঝঞ্ঝা এগিয়ে আসছে। ফলে চলতি সপ্তাহে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা নেই। গত ২৪ ঘন্টায় জলপাইগুড়িতে প্রায় ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দার্জিলিঙে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি কম। পূর্বাভাস মতো ৩ দিন পরে আকাশ পরিষ্কার হলে উত্তুরে হাওয়া ঢুকবে উত্তরবঙ্গে। |
শিলিগুড়িতে ও দার্জিলিংয়ে ছবি তুলেছেন বিশ্বরূপ বসাক ও রবিন রাই। |
|