|
|
|
|
|
শীতের মাঠে উত্তাপ ছড়াতে
বাংলাদেশের ফুটবল দল
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর ও ডোমকল |
|
মুর্শিদাবাদ ও নদিয়ার মাঠ কাঁপাতে বহরমপুর আসছে বাংলাদেশের এক ঝাঁক ফুটবলার। শনিবার তাঁরা বেলডাঙা থানার ভাবতা আজিজিয়া হাইমাদ্রাসার মাঠে বেলডাঙা একাদশের সঙ্গে ‘সম্প্রীতি কাপ’-এঅংশ নেবে। এ ছাড়াও মুর্শিদাবাদ ও নদিয়ার বিভিন্ন এলাকায় বাংলাদেশ থেকে আসা ওই নড়াইল জেলা একাদশ খেলবে আরও ৪টি খেলা। যুব কল্যাণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের উদ্যোগে সোনাডাঙা হাইস্কুলের ছাত্রদের সঙ্গে খেলাটি হবে আগামী ২৬ নভেম্বর রানাঘাট স্টেডিয়ামে। তার আগে মুর্শিদাবাদ জেলা একাদশের সঙ্গে খেলা হবে ২০ নভেম্বর হরিহরপাড়ায় রুকুনপুরে স্থানীয় প্রগতি সংঘের মাঠে। ডোমকলে ২২ নভেম্বর খেলা হবে ডোমকল মহকুমা ক্রীড়া সংস্থার সঙ্গে। ২৫ নভেম্বর লালগোলায় খেলা হবে মুর্শিদাবাদ একাদশের সঙ্গে। জনসাধারনের সঙ্গে ‘সম্পর্ক’ গড়তে এবং গ্রামীণ বাংলায় প্রতিভার অন্বেষণে গত বছর ডিসেম্বর মাস থেকে প্রায় দু’ মাস ধরে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল জেলা পুলিশ। কলকাতার ‘ফুটবল লাভারস অ্যাসোসিয়েশান’ ও মুর্শিদাবাদ জেলা পুলিশের যৌথ উদ্যোগে ২৬টি থানা, ৫টি মহকুমায় ওই ফুটবল প্রতিযোগিতা হয়। ‘ফুটবল লাভারস অ্যাসোসিয়েশান’-এর সম্পাদক মিহির দাস বলেন, “গত ফেব্রুয়ারি মাসে বহরমপুরে ওই প্রতিযোগিতার ফাইনালের অনুষ্ঠানের ঘোষণা মতোই বাংলাদেশের ফুটবল টিম নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। গত বছর ২২টি থানার ২২টি টিমের খেলা থেকে বাছাই করা ফুটবলার দিয়ে গড়া হয়েছে মুর্শিদাবাদ একাদশ।” বাংলাদেশের সরকারি ক্রীড়া সংস্থার মহাসচিব ও ভলিবল সংস্থার সচিব আশিকুর রহমান মিঠুও সঙ্গে আসছেন। তবে মুর্শিদাবাদে ১৯৮২ সালে বহরমপুর এফইউসি ক্লাবের হীরক জয়ন্তী অনুষ্ঠানে রাজশাহী জোনাল একাদশের সঙ্গে ফুটবল খেলা হয়েছিল। ওই টিমের ক্যাপ্টেন ধীমান দাস এখন ডোমকল মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক। তিনি বলেন, “ইসলামপুর হাইস্কুলের উদ্যোগে ১৯৭১ সালে বাংলাদেশ জন্মের মাস খানেকের মধ্যে ওই দেশের একটি ফুটবল টিম এসেছিল। ইসলামপুর হাইস্কুলের মাঠে খেলাও হয়েছিল। |
|
|
|
|
|