ডোমকলের লস্করপুর গ্রামে বুধবার দুপুরে অভিযান চালিয়ে প্রায় ৫ কাঠা জমিতে চাষ করা গাঁজা গাছ কেটে পুড়িয়ে ফেলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এ দিন পুলিশ ওই গ্রামে যায়। ভূমি ও ভূমি সংস্কার দফতরের সাহায্য নিয়ে জমির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল মজুমদার। তিনি বলেন, “মাস কয়েক ধরে গাঁজা চাষের বিরুদ্ধে পুলিশের তরফে নিয়মিত প্রচার চালানো হয়েছে। পাশাপাশি জন প্রতিনিধিদের নিয়ে বেশ কয়েকটি বৈঠকও হয়েছে। তার পরেও এই ধরণের চাষ হয়েছে জানতে পেরে এ দিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫ কাঠা জমির গাঁজা গাছ কেটে পুড়িয়ে ফেলা হয়েছে। ওই জমির মালিকের নাম জানার জন্য ভূমি ও ভূমি সংস্কার দফতরের সঙ্গে কথা বলেছে পুলিশ। অভিযুক্তকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
|
দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যু |
ভ্যানের ধাক্কায় প্রথম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার হরিহরপাড়া-বহরমপুর রাজ্য সড়কের চোঁয়ার কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতার নাম নিগাদ স্নেহা বিশ্বাস (৬)। বাড়ি চোঁয়া গ্রামে। পুলিশ গাড়িটিকে আটক করেছে। অন্য দিকে পণ্য বোঝাই লরির ধাক্কায় এক ছাত্রীর গুরুতর জখম হয়েছে। বুধবার বেলডাঙার মির্জাপুর-আনসার মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। খুশিনা খাতুন নামে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ওই লরিটি ভাঙচুর করে।
|
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে অজ্ঞাত পরিচয় এক যুবকের। মঙ্গলবার রাতে নাকাশিপাড়ার যুগপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠিয়েছে। পুলিশ জানায়, রাস্তা পার হওয়ার সময়ে দুর্ঘটনা ঘটে।
|
রাস উৎসবকে কেন্দ্র করে শান্তিপুরের দু’টি পাড়ায় মঙ্গলবার সন্ধ্যা থেকে তুমুল বোমাবাজি শুরু হয়। খাঁপাড়া ও কুটিরপাড়ার ওই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানায়। উত্তম কুণ্ডু নামে এক জনকে পুলিশ গ্রেফতার করেছে। |