l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
মাইক ফুঁকে মতুয়াদের দুই ভাইয়ের কোন্দল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
আগে তিনি ছিলেন শুধুমাত্র মতুয়া মহাসঙ্ঘের সহ সঙ্ঘাধিপতি। কিন্তু এখন রাজনীতিতেও প্রভাব-প্রতিপত্তি বেড়েছে মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের। সঙ্ঘের পদাধিকারী হওয়ার পাশাপাশি তিনি এখন রাজ্যের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী। মতুয়া মহাসঙ্ঘকেও নিজের মতো ঢেলে সাজতে চাইছেন। এত দিন ধরে সঙ্ঘের সাধারণ সভায় কার্যকরী কমিটি ঘোষণা করতেন সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা মঞ্জুলকৃষ্ণের দাদা কপিলকৃষ্ণ ঠাকুর। সর্বসম্মতিক্রমে সেই নামের তালিকাই গৃহীত হত। কিন্তু এ বার বেঁকে বসেছেন মঞ্জুল। নিজেও তালিকা হাজির করেছেন। যা নিয়ে দুই ভাইয়ের কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। বিষয়টি গড়িয়েছে থানা-পুলিশ পর্যন্ত। বৃহস্পতিবার ছিল সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের কেন্দ্রীয় কমিটির ২৫ তম বার্ষিক সাধারণ সভা। প্রতি বছর রাস পূর্ণিমার এই দিনটিতে মতুয়াদের পীঠস্থান গাইঘাটার ঠাকুরনগরে সভা হয়। সেখানে নতুন কার্যকরী কমিটির সদস্যেরা মনোনীত হন। গত কয়েক বছরের মতো এ বারও মঞ্চে দাঁড়িয়ে মাইকে নাম ঘোষণা করছিলেন কপিল। প্রধান পৃষ্ঠপোষক হিসাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আসে প্রথমেই।
বিস্তারিত...
কী বার্তা দেবেন মমতা, জানতে চায় বলরামপুর
প্রশান্ত পাল • বলরামপুর
দলীয় কর্মী খুনের পরে বলেছিলেন, বলরামপুরেই সভা করবেন। আজ, শুক্রবার এক সময়ে মাওবাদীদের সেই ‘মুক্তাঞ্চল’-এই সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে এই প্রথম পুরুলিয়া সফরে আসছেন তিনি। এবং আসছেন এমন এক আবহে, যখন মাওবাদী-রাজ্য সরকার সংঘাত চরমে। গত বৃহস্পতিবার রাতে বলরামপুরের ঘাটবেড়াতেই তৃণমূল কর্মী জিতু সিংহকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠেছিল মাওবাদীদের বিরুদ্ধে। তার পরেই যৌথ বাহিনীর অভিযান শুরুর স্পষ্ট ইঙ্গিতও দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলরামপুরে আসছেন এমন এক আবহে, যখন মাওবাদীদের এই শক্ত ঘাঁটিতে তাঁর দলের শক্তিবৃদ্ধি হচ্ছে। গড়ে উঠেছে ‘জঙ্গলমহল উন্নয়ন বিরোধী প্রতিরোধ মঞ্চ’। যারা মাওবাদীদের এলাকাছাড়া করার শপথ নিয়েছে। স্থানীয় যুবকেরা মিছিল করে ‘হিংসা নয়, শান্তি চাই’-এর স্লোগান দিয়েছেন। মাওবাদী বা জনগণের কমিটির বন্ধ অগ্রাহ্য করে জনজীবন স্বাভাবিক রাখা? সে-ও তো সাম্প্রতি দেখিয়েছে বলরামপুরই! মমতা আসছেন এমন এক আবহে, যখন রবিবার বলরামপুরেরই মাওবাদী দম্পতি আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে।
বিস্তারিত...
নিজেদের সরকারের ভূমিকায়
‘অসন্তুষ্ট’ নন্দীগ্রামের বিধায়ক
আনন্দ মণ্ডল • নন্দীগ্রাম
জমি-রক্ষা আন্দোলনের শহিদদের স্মরণসভায় নিজেদের সরকারের ভূমিকা নিয়েই অসন্তোষ প্রকাশ করলেন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক। ২০০৭-এর ১০ নভেম্বর ভূমি-উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিলে সিপিএমের গুলিচালনায় নিহতদের স্মরণে গত তিন বছরের মতোই বৃহস্পতিবারও তেখালি থেকে গোকুলনগর পর্যন্ত পদযাত্রা এবং গোকুলনগরে স্মরণসভার আয়োজন করা হয়েছিল। ভূমি-কমিটির নামেই যাবতীয় আয়োজন হলেও পুরোভাগে ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। সেই স্মরণসভাতেই নন্দীগ্রামের বিধায়ক ফিরোজা বিবি বলেন, “নন্দীগ্রামের রক্তে রাজ্যে পরিবর্তন এসেছে। কিন্তু নন্দীগ্রামের মানুষ এখনও বিচার পাননি। গণহত্যায় অভিযুক্তেরা এখনও ঘুরে বেড়াচ্ছে। অত্যাচারী পুলিশ অফিসার, অন্য আধিকারিকেরাও রয়েছেন প্রশাসনে।” এর পরেই ফিরোজার মন্তব্য, “নন্দীগ্রামের মানুষ হিসাবে আমরা কিন্তু বিচার আদায় করবই।” ২০০৭-এর ১৪ মার্চ পুলিশি গুলিচালনায় নিহতদের পরিজন এবং ওই ঘটনায় আহত ও ধর্ষিতাদের দেরিতে হলেও আদালতের নির্দেশে ক্ষতিপূরণ দিয়েছিল পূর্বতন বাম সরকার। কিন্তু ১০ নভেম্বরের ঘটনায় স্বজন-হারানো পরিবারগুলি বা আহত-অত্যাচারিতরা ক্ষতিপূরণ পাননি।
বিস্তারিত...
তৃণমূলের গোষ্ঠী-সংঘর্ষে উত্তপ্ত
আরামবাগ মহকুমার বহু এলাকা
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং তার জেরে অশান্তি অব্যাহত আরামবাগ মহকুমায়। এক সিপিএম কর্মীর জমির ধান কাটাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বৃহস্পতিবার সকালে তেতে ওঠে আরামবাগের চকানল গ্রাম। দু’পক্ষই লাঠি-রড-শাবল নিয়ে পরস্পরের উপরে চড়াও হয়। আহত হন ১৫ জন। গুরুতর জখম ৯ জনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ৪ জনকে স্থানান্তরিত করানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। এলাকা দখলকে কেন্দ্র করে গোলমাল হয় গোঘাট এবং খানাকুলেও। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চকানল গ্রামের বাসিন্দা অসিত খাঁ নামে সিপিএমের ওই সক্রিয় কর্মী বেশ কিছু জায়গা-জমির মালিক। মাস দুয়েক আগে গ্রামের রাস্তার ধারে তৃণমূল একটি দলীয় কার্যালয় করতে বেড়া দেয়। অভিযোগ, সেই বেড়ার মধ্যে অসিতবাবুর জমির অনেকটাই চলে যায়। অসিতবাবু বাধা দিলেও কাজ হয়নি। মাটির ঘর নির্মাণ হতে থাকে। অসিতবাবু আরামবাগের তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার দ্বারস্থ হন। কিন্তু সমস্যা মেটেনি। তৃণমূল দলীয় কার্যালয় নির্মাণ করলেও তা ব্যবহার হয়নি। গত ২১ অক্টোবর পুলিশে দায়ের করা অভিযোগে অসিতবাবু জানান, স্থানীয় তৃণমূল নেতা অশোক ঘোষ ও তাঁর অনুগামীরা তাঁকে হুমকি দিচ্ছেন। অভিযোগ তোলার জন্য চাপ সৃষ্টির পাশাপাশি ধান কাটা যাবে না বলে ওই তৃণমূল নেতা ফতোয়া জারি করেছিলেন বলে দাবি অসিতবাবুর।
বিস্তারিত...
কদমা আর মডেলে রাসের শোভাযাত্রা
কেদারনাথ ভট্টাচার্য • পূর্বস্থলী
মাথায় বড় বড় কদমা-সহ পুজোর নানা উপচার। কেউ সাজলেন নিতাই, কেউ আবার গৌর। তাদের সামনে রেখেই বের হল বর্ণাঢ্য শোভাযাত্রা। ছিল হরেক রকম বাদ্যও। গত এক দশক ধরে এ ভাবেই রাস উৎসবের সূচনা হয় পূর্বস্থলীর শ্রীরামপুরে। অন্যান্য বারের মতো মধ্য শ্রীরামপুর এলাকায় ৫১টি ক্লাব একত্রিত হওয়ার পরে শুরু হল শোভাযাত্রা। যোগ দিলেন কয়েক হাজার মানুষ। নদিয়ার নবদ্বীপের পাশেই পূর্বস্থলীর শ্রীরামপুর। মাঝে একটি সেতুর ব্যবধান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপের মতো এখানকার রাস উৎসবও বহু প্রাচীন। রাস উৎসবের সূচনা নিয়ে নানা জনশ্রুতি রয়েছে। কেউ বলেন, বৈষ্ণব ও শাক্ত মতালম্বীদের মধ্যে মত পার্থক্যকে ঘিরেই রাস উৎসবের সূচনা হয়। আবার কারও দাবি, নবদ্বীপ থেকেই রাস উৎসব ছড়িয়ে পড়ে এই এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার সবথেকে প্রাচীন পুজোটি হয় ঘোষপাড়ার অন্নপূর্ণা মাতা কমিটির পুজো। এই পুজোর বয়স ১৫০ বছরেরও বেশি। শোনা যায়, এক সময় এলাকায় খাদ্যাভাব দেখা দিয়েছিল। তা মেটাতে ধুমধাম করে অন্নপূর্ণার পুজো করা হয়।
বিস্তারিত...
যুব তৃণমূলের অফিসে ‘হামলা’ দলেরই
নিজস্ব সংবাদদাতা • বলরামপুর
মুখ্যমন্ত্রীর জনসভার ২৪ ঘণ্টা আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল বলরামপুরে। ‘তোলাবাজির’ প্রতিবাদ করায় যুব তৃণমূলের সদস্য-সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসেরই কর্মী-সমর্থকদের একাংশের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে বলরামপুর বাজার এলাকায় ঘটনাটি ঘটে। ভাঙচুর চলেছে যুব তৃণমূলের কার্যালয়েও। জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতোর বিধানসভা কেন্দ্র বলরামপুরই। যদিও তিনি এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে চাননি। তাতে স্থানীয় যুব তৃণমূল নেতা ও সদস্যদের ক্ষোভ আরও বেড়েছে। যুব তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি সুদীপ মুখোপাধ্যায় অবশ্য বলেছেন, “এই ধরনের ঘটনা কখনওই কাঙ্ক্ষিত নয়। ভবিষ্যতে যাতে এমন না ঘটে, সে ব্যাপারে সকলকেই দায়িত্ব নিতে হবে।” আজ, শুক্রবার বলরামপুরের কলেজ ময়দানে জনসভা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বিকেলে সেই জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে বলরামপুরে যান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। তিনি আসার মাত্র কয়েক ঘণ্টা আগেই যুব তৃণমূলের লোকজনকে মারধরের ঘটনা ঘটেছে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
কংগ্রেসের আন্দোলন
আটকে মন্ত্রী
শাস্তির দাবিতে পথে নামবে
স্বেচ্ছাসেবী সংগঠনগুলি
দক্ষিণবঙ্গ
ব্লক সভাপতিকে গ্রেফতারে প্রকাশ্যে এল গোষ্ঠীদ্বন্দ্ব
ডানকুনিতে রেলের
কারখানার কাজ শেষ
বর্ধমান
কাটোয়ার কার্তিককে
হারাতে চায় দাঁইহাট
দুর্যোগ মোকাবিলা করার তোড়জোড় শুরু আসানসোলে
পুরুলিয়া
মমতার নজরে আনতে প্রশাসনকে প্রস্তাব বিধায়কদের
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে
নিরাপত্তা সীমান্তে
মুর্শিদাবাদ
বধির মেয়ের খোঁজে মাইক
বেঁধে প্রচারে বাবা
নদিয়া জুড়ে জেরবার দমকল
মেদিনীপুর
লোকগানে সূচনা
রাজবাড়ির রাসের
ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা
ব্যর্থ হল গোদাপিয়াশালে
কলকাতা
৩২.৫/১৯.৪
আজকের দিনে
• ১৯৭৪:
মার্কিন অভিনেতা
লিওনার্দো দি ক্যাপ্রিওর জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
ইংকা সভ্যতার ‘মাচু পিচু’ বিংশ শতাব্দীর সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার! পাশাপাশি উগান্ডার রাজধানী থেকে অল্প দূরের পাঙ্গা অভয়ারণ্যে মানুষখেকো ‘পিঁপড়ে’ আর মার্কিন মুলুকের গিঙ্গো পেট্রিফায়েড ফরেস্টে রয়েছে ‘র্যাটল স্নেক’-এর হাতছানি। ঐতিহাসিক থেকে প্রাগৈতিহাসিক এমনই সব জায়গার কথ্যচিত্রের পাশাপাশি ছবিতে শোনানো হল ‘মেইন’-এর গল্প।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.