|
|
|
|
ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা ব্যর্থ হল গোদাপিয়াশালে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দরজা ভেঙে ব্যাঙ্কে ঢুকে ডাকাতির চেষ্টা করছিল একদল দুষ্কৃতী। ভল্ট ভাঙার সময় সাইরেন বেজে ওঠায় ভেস্তে গেল পরিকল্পনা। গ্রামবাসীরা এসে পড়তে পারে, এই আশঙ্কায় এলাকা ছাড়ল তারা। বুধবার গভীর রাতে শালবনির গোদাপিয়াশালে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ। শালবনির ওসি বিশ্বজিৎ সাহা বলেন, “ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা হয়েছিল। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।” প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, রীতিমতো ছক কষেই ব্যাঙ্কে হানা দিয়েছিল দুষ্কৃতীরা। তাদের কাছে গ্যাস-কাটারও ছিল। এই সরঞ্জাম ব্যবহার করেই ব্যাঙ্কে ঢোকার দু’টি দরজা খোলে তারা। দুষ্কৃতীরা সংখ্যায় কত জন ছিল, সে নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। কারণ, কেউই তাদের পালাতে দেখেননি। গ্রামবাসীর যখন ঘটনাস্থলে জড়ো হন, ততক্ষণে তারা পালিয়ে গিয়েছে। স্থানীয় এক বাসিন্দা অবশ্য বলেন, “যে ভাবে দরজা ভেঙে ব্যাঙ্কে ঢোকা হয়েছে, তাতে অন্তত ৫-৬ জনের দল ছিল বলেই মনে হয়।” বৃহস্পতিবার সকালে ব্যাঙ্কের আধিকারিকেরাও ঘটনাস্থলে আসেন। পুলিশ অফিসারদের সঙ্গে তাঁদের কথা হয়। পুলিশও সব দিক খতিয়ে দেখে। স্থানীয়দের কাছ থেকে কিছু বিষয় জেনে নেয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষের বক্তব্য, ডাকাতির চেষ্টা হলেও তেমন কিছুই খোওয়া যায়নি। সাইরেন বাজার সঙ্গে সঙ্গেই দুষ্কৃতীরা চম্পট দিয়েছে। তবে কিছু কাগজপত্র তছনছ করে গিয়েছে তারা। |
|
|
|
|
|