টুকরো খবর
আদিবাসীদের প্রতিযোগিতা
আদিবাসীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার। উদ্যোক্তা অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের অধীন ‘পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম’ (টিডিসিসি)। নিগমের ঝাড়গ্রাম আঞ্চলিক কার্যালয়েই জেলাস্তরের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। জেলার ১৩ টি ল্যাম্পসের (লার্জ সাইজ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি) সদস্যদের নিয়ে গঠিত ১৩টি আদিবাসী সাংস্কৃতিক দল প্রতিযোগিতায় যোগ দেয়। প্রতিযোগিতার বিষয় ছিল ‘দাঁসায়’ নৃত্য। উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। উপস্থিত ছিলেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, ঝাড়গ্রামের মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায়, টিডিসিসি-র ঝাড়গ্রামের ভারপ্রাপ্ত রিজিওনাল ম্যানেজার স্বদেশরঞ্জন প্রামানিক। নিগমের ঝাড়গ্রাম আঞ্চলিক কার্যালয়ের আধিকারিক অম্লান রায় জানান, প্রতিযোগিতায় ঝাড়গ্রাম ল্যাম্পস্ প্রথম স্থান পেয়েছে। বিজয়ী দল আগামী ২৩-২৪ নভেম্বর সল্টলেকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে রাজ্যস্তরের আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ পাবে।

বন্ধ থাকছে নরঘাট সেতু
সংস্কারের জন্য কলকাতা থেকে দিঘাগামী সড়কের নরঘাটে হলদি নদীর উপর সেতুতে শুক্র ও শনিবার বন্ধ থাকবে যান চলাচল। এলাকার গুরুত্বপূর্ণ ওই সেতুর জরুরি ভিত্তিতে মেরামতি চলার সময়ে দু’দিকেরই যান চলাচল বন্ধ রাখতে থাকছে কড়া পুলিশি প্রহরা। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, পূর্ত দফতর, জেলা পরিষদ এ ব্যাপারে বৈঠক করে এমনই সিদ্ধান্ত নিয়েছে। এ দিকে, সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকায় নিত্যযাত্রীদের যাতে দুর্ভোগ পোহাতে না হয় সে জন্য ওই দু’দিন হলদি নদীর হলদি নদীর দু’পাড়েই থাকছে ফেরি চলাচলের ব্যবস্থা। এ ছাড়া পাঁশকুড়া থেকে দিঘা পর্যন্ত দু’টি অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হবে। সেতুর দু’দিকের ফুটপাত দিয়ে অবশ্য যাত্রীরা হেঁটে যাতায়াত করতে পারবেন। সেতুর দু’দিকেই বাস চলাচলের ব্যবস্থা থাকছে। জেলা পরিষদের সহ সভাধিপতি মামুদ হোসেন বলেন, “আগামী ১১ নভেম্বর সকাল ১০টা থেকে ১২ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ওই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হবে। পর্যটকেরা ৬ নম্বর জাতীয় সড়ক ধরে খড়্গপুর হয়ে বেলদা, এগরা দিয়ে দিঘা যেতে পারবেন।”

শহিদ-স্মরণে সভা
নন্দীগ্রামে জমি-রক্ষার আন্দোলন-পর্বে ২০০৭-এর নভেম্বরে নিহতদের স্মরণে বৃহস্পতিবার এক সভা করল মেদিনীপুর সুরক্ষা সমিতি। সকালে কলেজিয়েট স্কুলের সামনে বিপ্লবী বিমল দাশগুপ্তের মূর্তির পাদদেশে এই সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি জগবন্ধু অধিকারী, বিরতি দে, অলোক হুই, গৌতম মান্না প্রমুখ। ২০০৭-এর ১০ নভেম্বর নন্দীগ্রামে ভূমি-উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিলে সিপিএমের বাহিনী হামলা চালায় বলে অভিযোগ। নিহত হন মহম্মদপুরের বইচবাড়ি গ্রামের রেজাউল ইসলাম ও কালীচরণপুরের শ্যামলী মান্না। পরে মহেশপুরের পারুলবাড়িতে মাটি খুঁড়ে উদ্ধার হয় কমলপুরের হরেন প্রামাণিকের দেহ। আহত হন অনেকে। এত দিন পরেও ‘নিখোঁজ’ রয়েছেন ৯ জন। তাঁদের পরিণতি জানতে হাইকোর্টের নির্দেশে সম্প্রতি তদন্ত শুরু করেছে সিআইডি। সুরক্ষা সমিতির নেতৃত্বের বক্তব্য, নন্দীগ্রামবাসীর আন্দোলন সারা বিশ্বের সংগ্রামী মানুষের কাছে প্রেরণার উৎস হিসাবে উপস্থিত হয়েছে। এর থেকে শিক্ষা নিয়ে যেখানেই সাধারণ মানুষের উপর আক্রমণ হবে, সেখানেই ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা দরকার।

আদিবাসীদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা
ছবি: দেবরাজ ঘোষ।
আদিবাসীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার। উদ্যোক্তা অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের অধীন ‘পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম’ (টিডিসিসি)। নিগমের ঝাড়গ্রাম আঞ্চলিক কার্যালয়েই জেলাস্তরের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। জেলার ১৩ টি ল্যাম্পসের (লার্জ সাইজ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি) সদস্যদের নিয়ে গঠিত ১৩টি আদিবাসী সাংস্কৃতিক দল প্রতিযোগিতায় যোগ দেয়। প্রতিযোগিতার বিষয় ছিল ‘দাঁসায়’ নৃত্য। উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা। উপস্থিত ছিলেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, ঝাড়গ্রামের মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায়, টিডিসিসি-র ঝাড়গ্রামের ভারপ্রাপ্ত রিজিওনাল ম্যানেজার স্বদেশরঞ্জন প্রামানিক। নিগমের ঝাড়গ্রাম আঞ্চলিক কার্যালয়ের আধিকারিক অম্লান রায় জানান, ঝাড়গ্রাম ল্যাম্পস্ প্রথম স্থান পেয়েছে। বিজয়ী দল আগামী ২৩-২৪ নভেম্বর সল্টলেকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে রাজ্যস্তরের আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ পাবে।

আজ ও কাল ঘুরপথে দিঘা
সংস্কারের জন্য আজ ও কাল, শুক্র ও শনিবার, কলকাতা-দিঘা সড়কে নরঘাটে হলদি নদীর উপর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন জানান, শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ওই সেতুতে যান চলাচল বন্ধ রাখা হবে। ৬ নম্বর জাতীয় সড়ক ধরে খড়্গপুর-বেলদা, এগরা হয়ে দিঘা যেতে হবে পর্যটকদের। স্থানীয় বাসিন্দাদের যাতে সমস্যায় পড়তে না হয়, সে জন্য এই দু’দিন হলদি নদীর দু’পাড়ে নিয়মিত নৌকা চালানোরও সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া পাঁশকুড়া থেকে দিঘা পর্যন্ত দু’টি অতিরিক্ত লোকাল ট্রেনও চালানো হবে। সেতুর দু’দিকে বাস চলবে।

বেলপাহাড়িতে নানা আয়োজন
গত বুধবার থেকে বেলপাহাড়ির খয়রাশুলি গ্রামের মাঠে চলছে তিন দিন ব্যাপী বার্ষিক আদিবাসী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উৎসব। উদ্যোক্তা ‘খয়রাশুলি-কুচলাপাহাড়ি-সাহাড়ি-কুড়চিবনি আদিবাসী মিলন সঙ্ঘ’। উৎসবের ৩৪তম বর্ষে নক-আউট ফুটবল, গরু-মোষ খোঁটান প্রতিযোগিতা, মোরগ লড়াইয়ের প্রতিযোগিতা এবং সাঁওতালি নৃত্য, সঙ্গীত ও নাটক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিশিষ্ট সাঁওতালি সঙ্গীতশিল্পী গোপীনাথ টুডুকে সংবর্ধনা দেওয়া হয়। প্রতিযোগিতা ছাড়াও সাঁওতালি লোকসংস্কৃতির নানা অনুষ্ঠান থাকছে। মিলন সঙ্ঘের সভাপতি সুবল সরেন বলেন, “গত দু’বছর অশান্তির কারণে সন্ধের পর অনুষ্ঠান কাটছাঁট করতে হয়েছিল। এ বার রাতেও অনুষ্ঠান হচ্ছে।”

প্রতিবাদে পোস্টার
কংগ্রেস-তৃণমূল জোট নিয়ে বিমান বসুর মন্তব্যের প্রতিবাদে সরব হল পশ্চিম মেদিনীপুর জেলা মহিলা তৃণমূল। বৃহস্পতিবার মেদিনীপুর শহর জুড়ে বিমান বসুর বিরুদ্ধে পোস্টার সাঁটানো হয়। বিভিন্ন রুটের বাসেও ছিল একই পোস্টার। মেদিনীপুর শহর মহিলা তৃণমূলের নেত্রী মৌ রায় বলেন, “এক জন নেতার মানসিকতা কত নিচু তা তাঁর কুরুচিকর মন্তব্যেই বোঝা যায়। প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি।” ঘটনার প্রতিবাদে এ দিন শহরে কংগ্রেসও মিছিল করে। কালেক্টরেট মোড়ে বিমান বসুর কুশপুতুল পোড়ানো হয়। নেতৃত্ব দেন শহর কংগ্রেস সভাপতি সৌমেন খান।
ফুটবল প্রতিযোগিতা
গোয়ালতোড়ের জগারডাঙা অঞ্চল তৃণমূল আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ছিল বৃহস্পতিবার। জয়ী হয়েছে বাঁকুড়ার শিহড় করালি ক্লাব। রানার্সও হয়েছে বাঁকুড়ারই ওন্দা মদনাপুর একাদশ। ৩১ অক্টোবর শুরু হয় প্রতিযোগিতা। ৮টি দল যোগ দেয়। বিজয়ীদের ট্রফি ও নগদ ৮ হাজার পুরস্কার এবং রানার্সকে ট্রফি ও ৬ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হয়। তৃণমূলের অঞ্চল সভাপতি বিদ্যুৎ সন্নিগ্রাহি বলেন, “মাওবাদী প্রভাব, সিপিএমের সন্ত্রাস ও যৌথ বাহিনীর অভিযানের ফলে দীর্ঘদিন এলাকায় খেলাধুলোর পরিবেশই ছিল না। এখন পরিস্থিতি শান্ত হয়েছে। তাই এই প্রতিযোগিতার আয়োজন।”

শিক্ষককে হেনস্থার অভিযোগ খেজুরিতে
মিডডে মিলের খাবার নিয়ে গণ্ডগোলের জেরে হেনস্থা করা হয়েছে এক শিক্ষককে। এমনই অভিযোগ উঠেছে খেজুরি আদর্শ বিদ্যাপীঠের একদল ছাত্র এবং অভিভাবকদের বিরুদ্ধে। বুধবার সকালে শিক্ষক সুজিত দাস ছাড়াও স্কুলের সম্পাদক লুৎফর রহমানকে ঘিরে বিক্ষোভ দেখানো এবং হেনস্থা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে খেজুরি ২-এর বিডিও জগন্নাথ ভড় গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনেন। এই গণ্ডগোলের মীমাংসার জন্য স্কুল কর্তৃপক্ষ শুক্রবার এক বৈঠক ডেকেছেন। সেখানে খেজুরির বিধায়ক রণজিৎ মণ্ডলকেও উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে বলে স্কুল সূত্রে জানা গিয়েছে।

কাঁথিতে রাস
মারিশদা থানা এলাকার নাচিন্দারে বৃহস্পতিবার সূচনা হয়েছে রাস উৎসবের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ও নাচিন্দা মন্দির সেবাইত কমিটির সভাপতি অখিল মান্না-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাস উৎসব উপলক্ষে ৫ দিন ব্যাপী মেলা, পদাবলী কীর্তন, অখণ্ড নাম সঙ্কীর্তনের আয়োজন করা হয়েছে। এ ছাড়া এ বারও নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে বলে রাস উৎসব কমিটি সূত্রে জানা গিয়েছে। অন্য দিকে, কাঁথি শহরে বুধবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৮৮তম রাস উৎসবের সূচনা হয়েছে। রাসপূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার খড়্গপুরের নিউ সেটলমেন্ট জগন্নাথ মন্দিরে আয়োজিত হয়েছিল নানা ধর্মীয় অনুষ্ঠান। এ দিন দুপুরে অন্তত ১০ হাজার মানুষকে অন্নভোগ খাওয়ানো হয়েছে।

থানায় বিক্ষোভ
বধূহত্যায় জড়িতদের শাস্তি চেয়ে বৃহস্পতিবার সবং থানার সামনে বিক্ষোভ দেখাল গ্রামবাসীদের ‘বনাই শান্তি সুরক্ষা কমিটি’। সম্প্রতি, বনাই গ্রামে মূত্যু হয় আলপনা মণ্ডলের। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনই তাঁকে খুন করেছে। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার হয়েছে। এ দিন কমিটি দোষীদের শাস্তির পাশাপাশি নারী নির্যাতন রুখতে পুলিশ-প্রশাসনকে তৎপর হওয়ার দাবি জানায়। কমিটির সভাপতি অজিতকুমার সামন্ত বলেন, “ওই বধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশের কাছে আমরা দোষীদের শাস্তির দাবি জানিয়েছি।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.