নতুন সংগঠনের নামে পোস্টার খয়েরুল্লাচকে |
এ বার ‘জঙ্গলমহল শান্তি ও উন্নয়ন কমিটি’র নামে পোস্টারের সন্ধান মিলল মেদিনীপুর সদর ব্লকের খয়েরুল্লাচক ও তার আশপাশের এলাকায়। এই প্রথম এমন সংগঠনের নামে পোস্টার দেখতে পেলেন গ্রামবাসীরা। পোস্টারে মেদিনীপুরের তৃণমূল বিধায়ক মৃগেন মাইতির সমালোচনা করার পাশাপাশি জঙ্গলমহল থেকে যৌথ বাহিনী প্রত্যাহারের দাবিও তোলা হয়েছে। লেখা হয়েছে, ‘আলোচনার নামে যৌথ বাহিনী ও ভৈরব-বাহিনীর অত্যাচার চাই না, আমরা জঙ্গলে শান্তি চাই’। ‘আমরা রাস্তা চাই না, হাসপাতাল ও কৃষির উন্নয়ন চাই’। এর আগে ‘নারী-সন্মান রক্ষা কমিটি’র নামে পোস্টার উদ্ধার হয়েছিল জঙ্গলমহলের একাংশে। সে-সব পোস্টারে সমালোচনা করা হয়েছিল মাওবাদীদের। এ দিনের পোস্টারে অবশ্য মাওবাদীদের প্রতি সহানুভূতিই ধরা পড়েছে।
|
যুবমোর্চার সম্মেলন দুই শহরে |
বিজেপি’র যুব-সংগঠন ‘ভারতীয় যুবমোর্চা’র মেদিনীপুর শহর শাখার সম্মেলন হল বৃহস্পতিবার। প্রবীর সাউয়ের পরিবর্তে শহর সভাপতি করা হয়েছে অজিত গোপকে। তৈরি হয়েছে ৯ জনের একটি কমিটিও। পূর্বতন সভাপতি প্রবীর সাউকে শ্রমিক সংগঠনের দায়িত্ব দেওয়ার পরেই যুবমোর্চার ওই পদটি শূন্য হয়েছিল। আগে যুবমোর্চার শহর কমিটিও ছিল না। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা যুবমোর্চার সাধারণ সম্পাদক অরূপ দাস ও খড়্গপুর শহর সভাপতি গৌতম ভট্টাচার্য। এ দিনই সংগঠনের খড়্গপুর শাখার সম্মেলন হয়েছে ট্রাফিক এলাকায়। আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন গৌতম ভট্টাচার্য, রবিন বণিক প্রমুখ। সংগঠন শক্তিশালী করে তোলার আহ্বান জানান নেতৃত্ব। সভা শেষে সংগঠনের নতুন কমিটি গঠিত হয়। সভাপতি নির্বাচিত হন অজিত গুপ্ত, সহ-সভাপতি সুরজিৎ দত্ত ও মমতা শুক্ল।
|
গুরুনানকের ৫৪৩তম জন্মজয়ন্তী পালিত হল খড়্গপুর শহরে। বৃহস্পতিবার শহরের খরিদায় গুরুদোয়ারায় ভজন-কীর্তন, অখণ্ডপাঠ, লঙ্গর-সহ নানা অনুষ্ঠান হয়েছে। শহরের নিমপুরা গুরুদ্বারে হয়েছে নানা অনুষ্ঠান।
|
ভবানীশঙ্কর উৎসব শুরু হয়েছে খড়্গপুরের জয়হিন্দনগরে। দেশবন্ধু ক্লাব আয়োজিত এই উৎসব চলবে শনিবার পর্যন্ত। এই উৎসবে শিব-পার্বতীর মূর্তি প্রতিষ্ঠা করে কীর্তন, শোভাযাত্রা-সহ নানা অনুষ্ঠান হয়েছে। উপস্থিত ছিলেন খড়্গপুর রেল বিভাগের ডিআরএম রাজীবকুমার কুলশ্রেষ্ঠ, খড়্গপুরের পুরপ্রধান জওহরলাল পাল-সহ বিশিষ্টেরা।
|
মারিশদা থানা এলাকার নাচিন্দারে বৃহস্পতিবার সূচনা হয়েছে রাস উৎসবের। অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন বিধায়ক ও নাচিন্দা মন্দির সেবাইত কমিটির সভাপতি অখিল মান্না-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাস উপলক্ষে ৫ দিন ব্যাপী মেলা, পদাবলী কীর্তন, অখণ্ড নাম সঙ্কীর্তনের আয়োজন করা হয়েছে। এ ছাড়া নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে।
|