l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
ইংকা সভ্যতার ‘মাচু পিচু’ বিংশ শতাব্দীর সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার!
পাশাপাশি উগান্ডার রাজধানী থেকে অল্প দূরের পাঙ্গা অভয়ারণ্যে মানুষখেকো
‘পিঁপড়ে’ আর মার্কিন মুলুকের গিঙ্গো পেট্রিফায়েড ফরেস্টে রয়েছে
‘
র্যাটল
স্নেক’-এর হাতছানি। ঐতিহাসিক থেকে প্রাগৈতিহাসিক এমনই
সব জায়গার কথ্যচিত্রের পাশাপাশি ছবিতে শোনানো হল ‘মেইন’-এর গল্প।
আত্মহত্যার হুমকি নাটাবাড়ির প্রাক্তন বিধায়কের
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
প্রতি পদে তৃণমূল বাধা দেওয়ায় দিনমজুরের অভাবে চাষবাস, পুকুর দেখাশোনার কাজ শিকেয় উঠেছে বলে লিখিত অভিযোগ করলেন কোচবিহারের নাটাবাড়ির প্রাক্তন বিধায়ক তমসের আলি। অবিলম্বে পুলিশ-প্রশাসনের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া না-হলে সপরিবার আত্মহত্যার হুমকি দিয়েছেন সিপিএমের প্রাক্তন বিধায়ক। তিনি বলেন, “প্রাথমিক স্কুল থেকে স্বেচ্ছাবসর নিয়ে রাজনীতি করছি। চাষবাস, পুকুরের উপরেই সংসার চলে। অথচ শ্রমিক না-পাওয়ায় পাট কাটাতে পারিনি। ধান চাষ হয়নি। স্কুল শিক্ষক ছেলে প্রতি মাসে সামান্য কিছু অর্থ সাহায্য দেয়। তা দিয়ে সংসার চলছে না। পুলিশ-প্রশাসন ব্যবস্থা না-নিলে সপরিবার আত্মহত্যা ছাড়া আর কোনও উপায় নেই।” কোচবিহারের জেলাশাসক মোহন গাঁধী এবং পুলিশ সুপার প্রণব দাস বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল। বুধবার জেলাশাসক বলেন, “কিছু অভিযোগ নিয়ে এ দিন নাটাবাড়ির প্রাক্তন বিধায়ক আমার কাছে এসেছিলেন। পুলিশ সুপারের সঙ্গে সে সব নিয়ে কথা বলেছি। তবে আত্মহত্যার হুমকি নিয়ে কিছু মন্তব্য করতে চাই না।” কোচবিহারের পুলিশ সুপার কোনও মন্তব্য করেননি।
বিস্তারিত...
মোর্চার সঙ্গে ‘চুক্তি’ করায় পাঁচ
আদিবাসী নেতাকে শো-কজ
নিজস্ব প্রতিবেদন
সংগঠনের ‘কর্মসমিতিকে অন্ধকারে রেখে’ গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে চুক্তি করায় আদিবাসী নেতা জন বার্লা, তেজকুমার টোপ্পো-সহ ৫ জন নেতাকে ‘শো-কজ’ করল আদিবাসী বিকাশ পরিষদ। পরিষদ সূত্রের খবর, এক সপ্তাহের মধ্যে ওই নেতাদের জবাব চাওয়া হয়েছে। শুধু তাই নয়, মোর্চার সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে যিনি সই করেছেন, সেই নেতা জন বার্লাকে ডুয়ার্সের আঞ্চলিক সভাপতির পদ থেকে সাময়িক ভাবে অপসারণ করেছে পরিষদ। বুধবার কলকাতায় সংগঠনের কার্যকরী সমিতির জরুরি বৈঠকের পরে রাজ্য সভাপতি বিরসা তিরকে বলেন, “সংগঠনকে না জানিয়ে ওইভাবে মংপং-এ মোর্চার সঙ্গে সভা করায় গোটা পরিষদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ওঁরা আমাকে বোঝাবেন বলেছেন। আমাকে বুঝিয়ে লাভ নেই। পুরো পরিষদকে বোঝাতে হবে ওঁদের। সে জন্য ওঁদের শো-কজ করা হয়েছে।” পাশাপাশি, রাজ্য সভাপতি জানান, যিনি মোর্চার সঙ্গে চুক্তিতে সই করেছেন, সেই জন বার্লাকে আপাতত পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিষদের কার্যকরী কমিটি। শো-কজের জবাব পাওয়ার পরে পরের পদক্ষেপ করা হবে।
বিস্তারিত...
বিকল্প ভেসেল বন্ধ হয়ে
যাওয়ায় ক্ষোভ মানুষের
নির্মল বসু • কলকাতা
সেতু হবে, নাকি ভেসেলে পারাপারের ব্যবস্থা হবে-তা নিয়ে প্রশাসন নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে না পারায় দু’দিকের কাজই শুরু করে দেওয়া হয়। একদিকে সেতুর তৈরির জন্য শুরু হয়ে যায় মাপজোক, মাটি পরীক্ষা-সহ অন্যান্য আনুষঙ্গিক কাজ। অন্যদিকে নদীতে পারাপারের জন্য কোটি টাকা ব্যয়ে বার্জ পরিষেবা চালুর তোড়জোড় শুরু হয়ে যায়। কিন্তু সেতু না বার্জ, এই দুয়ের যুদ্ধে কোনওটাই উপকারে আসেনি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের মানুষের। একদিকে বন্ধ রয়েছে সেতুর কাজ। অন্যদিকে বন্ধ হয়ে গিয়েছে বার্জ চলাচল। হিঙ্গলগঞ্জের দুলদুলি পঞ্চায়েত এলাকার সাহেবখালি নদীর উপরে সেতুর কাজ যে ভাবে শিলান্যাসেই আটকে গিয়েছে, সে ভাবেই রক্ষণাবেক্ষণের অভাবে তলিয়ে যেতে বসেছে ভাসমান জেটি। সরকারি কাজের এমন হাল দেখে স্থানীয় মানুষ ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, বার বার প্রবঞ্চনা করা হচ্ছে সুন্দরবন এলাকার মানুষের সঙ্গে। ভোট এলেই সমস্ত রাজনৈতিক দলের নেতারা এসে বলেন, সেতু তৈরি না হওয়া পর্যন্ত বার্জ চলবে। কিন্তু এখন কোথায় কী?”
বিস্তারিত...
কোর্টে জয়দেব, দাপিয়ে বেড়াল মাফিয়া বাহিনী
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
কয়লা মাফিয়া জয়দেব মণ্ডলের আদালতে হাজিরার দিন পুলিশের সামনেই চত্বর জুড়ে কার্যত দাপিয়ে বেড়াল তাঁর দলবল। জয়দেবকে অবশ্য ৮ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। জয়দেবের বিরুদ্ধে অবৈধ কয়লা কারবারের দু’টি মামলা দায়ের করেছে জামুড়িয়া থানা। এর মধ্যে একটি মামলায় আদালতই তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছিল। বুধবার জামুড়িয়া থানার পুলিশ ধৃতকে ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানায়। যে মামলায় আদালতের পরোয়ানা ছিল, সেটির ক্ষেত্রেই পুলিশ হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত এসিজেএম গৈরিক রায়। ফলে, অপর মামলায় জামিন মিললেও জয়দেব ছাড়া পাননি। জলদূষণের অভিযোগে আসানসোলে তাঁর একটি কাগজকলও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে।
বিস্তারিত...
দুর্গাপুরের পথে গাড়ি দুর্ঘটনা, রক্ষা স্বস্তিকার
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় পড়লেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর আঘাত খুব বেশি না হলেও স্বস্তিকার মেকআপম্যান এবং এক বান্ধবী গুরুতর আহত হন। বর্ধমানের কাছে একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে রাতে সকলেই কলকাতায় ফিরে গিয়েছেন। দুর্গাপুরে একটি শপিং মলের অনুষ্ঠানে যোগ দিতে বুধবার দুপুরে কলকাতা থেকে রওনা দিয়েছিলেন স্বস্তিকা। আয়োজক সংস্থার পাঠানো গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন মেকআপম্যান শ্রীরূপ দাস এবং ছেলেবেলার বান্ধবী তথা ওই সংস্থার কর্মী পূজা বসু। শক্তিগড়ের কাছে আচমকা দাঁড়িয়ে পড়া একটি মিনিট্রাকের পিছনে ধাক্কা মারে গাড়িটি। স্বস্তিকা জানান, চালকের বাঁ পাশে বসেছিলেন শ্রীরূপ। পিছনে তিনি, তাঁর বাঁ পাশে পূজা। অভিনেত্রীর কথায়, “হঠাৎই সামনে চলে এল একটা ট্রাক। আমাদের গাড়ি সোজা গিয়ে ধাক্কা মারল। তালগোল পাকিয়ে কে কোথায় ছিটকে পড়লাম। সম্বিত ফিরতে দেখি, পূজা আর শ্রীরূপ সিটের নীচে ঢুকে গিয়েছে। জানলার কাচে রক্ত আর চুল লেগে! বারবার ডেকে, পূজাকে ধাক্কা মেরেও সাড়া পাচ্ছিলাম না।” তত ক্ষণে গাড়ির চারপাশে ভিড় জমে গিয়েছে। স্বস্তিকা বার বার অনুরোধ করতে থাকেন, “প্লিজ, আমাদের কোনও হাসপাতালে নিয়ে চলুন।”
বিস্তারিত...
ফের ‘একলা চলা’র ইঙ্গিত কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • নারায়ণগড়
তৃণমূলের সঙ্গে আসন ভাগাভাগি নয়। আগামী পঞ্চায়েত নির্বাচনে সম্ভব হলে সব আসনেই একাই প্রার্থী দেবে কংগ্রেস। বুধবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে এসে ফের সেই ইঙ্গিত দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য ও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। তবে এ জন্য প্রদেশ নেতৃত্ব কোনও নির্দেশ চাপিয়ে দেবেন না। স্থানীয় নেতৃত্বের সিদ্ধান্তকেই মান্যতা দেওয়া হবে। প্রদীপবাবুর কথায়, “পঞ্চায়েতের নির্বাচনী কৌশল কী হবে, তা ঠিক করবেন স্থানীয় নেতৃত্ব। তাঁরা যদি মনে করেন, নিজেরাই লড়াই করতে পারবেন, লড়াই করবেন। এ ক্ষেত্রে প্রদেশ কংগ্রেস সব ধরনের মদত করবে। প্রদেশ থেকে কিছু চাপিয়ে দেওয়া হবে না” এ দিন নারায়ণগড়ে ছিল ‘জেলা পঞ্চায়েত রাজ সম্মেলন’। ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে জেলা নেতৃত্ব কোন পথে হাঁটবেন, সেই দিশা দিতেই এই আয়োজন। রাজ্যে সরকারের পরিবর্তন ঘটলেও পশ্চিম মেদিনীপুরের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ সিপিএমের দখলে রয়েছে। এ দিন মানসবাবু অভিযোগ করেন, এতদিন পঞ্চায়েত ব্যবস্থাকে নিঙড়ে নিয়েছে সিপিএম। এ বার সিপিএমের হাত থেকে এই ব্যবস্থাকে মুক্ত করতে হবে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বাড়তি বাস চালাবে নিগম
ধৃতরা জেল হেফাজতে
দক্ষিণবঙ্গ
পুনর্বাসনের দাবিতে সরব আদিবাসীরা
সিঙ্গুরে নিরস্ত থাকতে
রাজ্যকে আর্জি কোর্টের
বর্ধমান
মাজরার প্রকোপে ধানে
ক্ষতি কালনার দুই গ্রামে
ছট পুজোয় গিয়ে পুকুরে
ডুবে যুবক মৃত তামলায়
পুরুলিয়া
ফালি পেতে ছিনতাই
জাতীয় সড়কে
নড়েচড়ে বসল পুলিশ,
বিসর্জন কালী প্রতিমার
মুর্শিদাবাদ
উৎসবে কড়া
নিরাপত্তা কৃষ্ণনগরে
নাকাশিপাড়ায় শ্বাসরোধ
করে খুন ভবঘুরেকে
মেদিনীপুর
বাজেট ছেঁটে
সমাজসেবায় নজর
সন্ত্রাসের প্রতিবাদে
পথে বামফ্রন্ট
কলকাতা
৩২.২/২০.২
আজকের দিনে
• ১৯৫৭:
কুকুর লাইকা-সহ
স্পুটনিক-২ এর মহাকাশযাত্রা।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.