সিগন্যাল উন্নয়নের কাজে ৬টি ট্রেন বাতিল
বাড়তি বাস চালাবে নিগম
সিগন্যাল পরিকাঠামো ঢেলে সাজা এবং মেরামতের জন্য আজ, বৃহস্পতিবার থেকে নিউ কোচবিহার স্টেশনের উপর দিয়ে যাতায়াতকারী ৬টি ট্রেন বাতিল করা হয়েছে। একই কারণে কলকাতা, মালদহ ও গুয়াহাটি রুটের আরও ৭টি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ জানিয়েছেন ৮ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত ওই পরিস্থিতি চলবে। এ দিকে ট্রেন বাতিল ও যাত্রাপথ পরিবর্তনের কারণে যাত্রীদের ভোগান্তি কমাতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনা নিয়েছে। বুধবার ওই বিষয়ে নিগম কর্তারা উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৃহস্পতিবার থেকে প্রাথমিক ভাবে ৩০টি অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, নিউ কোচবিহার এবং অসমের গোলকগঞ্জ স্টেশনের মধ্যে নতুন ব্রডগেজ লাইন চালুর কাজ চলছে। নতুন লাইনের জন্য নিউ কোচবিহার স্টেশনের সিগন্যাল সিস্টেম ঢেলে সাজানো জরুরি হয়ে পড়েছে। সেই সঙ্গে মেরামতের কাজও প্রয়োজন। ‘নন ইন্টারলকিং’ নামে পরিচিত ওই কাজের জন্য ৩ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত স্টেশনের উপর দিয়ে চলাচলকারী কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে ৫৫৭১৩ এবং ৫৫৭১৪ নিউ জলপাইগুড়ি-বঙ্গাইগাঁও প্যাসেঞ্জার, ৫৫৭৪৫ এবং ৫৫৭৪৬ এনজেপি-বামনহাট, বামনহাট-এনজেপি প্যাসেঞ্জার। তার মধ্যে ৫৫৭৪৫ এনজেপি-বামনহাট ৭ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। ১৫৭৬৫/১৫৭৬৬ এনজেপি-আলিপুরদুয়ার জংশন এবং নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসও ৮ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম সচ্চিদানন্দ সিংহ বলেন, “নিউ কোচবিহার স্টেশনের পরিকাঠামো ঢেলে সাজতে কিছু ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের পথ সংক্ষিপ্ত করা হয়েছে।” যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে ডিইএমইউ ট্রেনেরও। এনজেপিতে ওই ট্রেনের পথ শেষ। শিয়ালদহ-নিউ কোচবিহার উত্তরবঙ্গ এক্সপ্রেসের রুট বদল করে এনজেপি-শিলিগুড়ি জংশন হয়ে আলিপুরদুয়ার রুটে চালানো হবে। একই ভাবে রুট পাল্টানো হচ্ছে তিস্তা-তোর্ষা এক্সপ্রেস ট্রেনের। আলিপুরদুয়ার জংশন-কামাখ্যা ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন ড়িউ কোচবিহারের বদলে শামুকতলা হয়ে চলবে। হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, নর্থইস্ট এক্সপ্রেস, গুয়াহাটি-কলকাতা গরিব রথ এক্সপ্রেস ট্রেনও ঘোরা পথে চলাচল করবে। এ দিকে ট্রেন বাতিল হওয়ায় কোচবিহার ও সংলগ্ন এলাকার যাত্রীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে শিলিগুড়ি, মালদহ এবং কোলকাতা রুটে বাড়তি বাস চালাতে উদ্যোগী হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। সংস্থার চেয়ারম্যান রকীন্দ্রনাথ ঘোষ বলেন, “ট্রেন পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতিরিক্ত বাস চলবে।” নিগমের ম্যানেজিং ডিরেক্টর ডন বসকো লেপচা বলেন, “শিলিগুড়ি, মালদহ এবং কলকাতা রুটে বাড়তি ৩০টি বাস চালানো হবে। প্রয়োজন হলে বাসের সংখ্যা বাড়ানো হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.